রেসিপি: "মিষ্টি আলুর তৈরি কালোজাম মিষ্টি"

in আমার বাংলা ব্লগ10 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

রেসিপি: "মিষ্টি আলুর তৈরি কালোজাম মিষ্টি"

GridArt_20250729_083646880.jpg

IMG_20250729_080600.jpg

মিষ্টি খেতে আমরা কম-বেশি সকলেই পছন্দ করি।আর মিষ্টির মধ্যে যদি হয় কালোজাম তাহলে তো কথায় নেই।কালোজাম মিষ্টি আমার খুবই প্রিয়।তাই আজ আমি শেয়ার করবো মিষ্টি আলু দিয়ে তৈরি কালোজাম মিষ্টি রেসিপি।যদিও কিছুদিন আগে আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম।তাছাড়া এটি তৈরি করতে খুব বেশি উপকরণ এর প্রয়োজন হয় না।আর দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণই সফট ও মজাদার হয়ে থাকে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250729_080336.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
1রাঙা আলু2 টি
2ময়দা1.5 কাপ
3চিনি1 কাপ
4গুঁড়া দুধ4 টেবিল চামচ
5বেকিং সোডা1/2 টেবিল চামচ
6সাদা তেল2 কাপ
7গোটা এলাচ1 টি
8ঘি2 টেবিল চামচ
9জল

IMG_20250329_160230.jpg

IMG_20250329_163105.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250729_071222.jpg
প্রথমে আমি রাঙা আলুগুলি মাঝবরাবর কেটে ধুয়ে নিয়ে নিলাম।তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো।এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250729_071231.jpg
এবারে পরিমাণ মতো ময়দা নিয়ে গুঁড়া দুধ ও বেকিং সোডা একত্রে মিশিয়ে নিলাম।এরপর সেদ্ধ আলু ভালোভাবে গলিয়ে ম্যাশ করে নেব।

ধাপঃ 3

IMG_20250729_071240.jpg
এখন ময়দার সঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নেব,তারপর ঘি যুক্ত করে নেব।

ধাপঃ 4

IMG_20250729_070834.jpg
এবারে ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে কালোজাম মিষ্টির গোল সেপ তৈরি করে নেব হাতের সাহায্যে।

ধাপঃ 5

IMG_20250729_070852.jpg
তো আমি এক এক করে সব মিষ্টিগুলি বানিয়ে নিলাম।

ধাপঃ 6

IMG_20250729_071255.jpg
এখন পরিমাণ মতো চিনি নিয়ে তার সঙ্গে জল মিশিয়ে সিরা তৈরি করে নেব।

ধাপঃ 7

IMG_20250729_071153.jpg
এরপর চিনির সিরার মধ্যে এলাচ দিয়ে জ্বাল করে নেব।এক তার পরিমাণ ঘন হয়ে এলে ও সিরার কালার হালকা পরিবর্তন হলে নামিয়ে রেখে দেব।

ধাপঃ 8

IMG_20250729_071406.jpg
এরপর একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব চুলায় মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব।

ধাপঃ 9

IMG_20250729_071421.jpg
এখন মিষ্টির লেচিগুলি ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দেব।

ধাপঃ 10

IMG_20250729_071438.jpg
এবারে লেচিগুলি কালো রঙের করে ভেজে নেব উল্টেপাল্টে।তো আমি সব মিষ্টির লেচিগুলি ভেজে নিলাম ভালোভাবে।

ধাপঃ 11

IMG_20250729_071502.jpg
এরপর ভেজে নেওয়া মিষ্টিগুলি গরম গরম চিনির সিরার মধ্যে দিয়ে দেব।তারপর 2 ঘন্টার মতো চিনির সিরার মধ্যে মিষ্টিগুলি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে।ধীরে ধীরে মিষ্টিগুলো চিনির রসে ফুলে উঠবে।

শেষ ধাপঃ

IMG_20250729_071603.jpg

IMG_20250729_080450.jpg
সবশেষে মিষ্টিগুলো তুলে নেব একটি প্লেটে।তো তৈরি করা হয়ে গেল আমার "মিষ্টি আলুর কালোজাম মিষ্টি রেসিপি।"

পরিবেশন:

IMG_20250729_080921.jpg

GridArt_20250729_080702471.jpg

GridArt_20250729_080811605.jpg

IMG_20250729_080522.jpg

IMG_20250729_080432.jpg
এখন এটি পরিবেশন করতে হবে গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায়।এছাড়া এটি দীর্ঘদিন রেখে খাওয়াও সম্ভব।এটা খেতে যেমন সফট তেমনি দারুণ মজাদারও হয়েছিলো।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 5 days ago 
 7 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

অনেক মজাদার একটা রেসিপি দেখলাম। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল।

 10 days ago 

হ্যাঁ আপু অনেক মজা করে খেয়েছিলাম, ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

কালো জাম আমার খুবই পছন্দের। আপনি মিষ্টি আলু দিয়ে চমৎকার সুন্দর কালোজাম বানিয়েছেন। একদম দোকানের মতোই হয়েছে দেখতে।খেতেও অনেক সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। ধাপে ধাপে মিষ্টি আলুর কালো জাম তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 10 days ago 

হ্যাঁ দিদি, সুস্বাদু হয়েছিলো।ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমারও বেশ পছন্দ এই কালোজাম।তবে এভাবে আলু দিয়ে আমি বানাইনি। তবে খেয়েছি। পারফেক্টভাবে বানাতে পারলে খেতে দারুন হয়। আপনার বানানো কালো জামগুলো দেখে মনে হচ্ছে বেশ পারফেক্ট হয়েছে। বেশ লোভনীয় লাগছে।

 10 days ago 

ঠিক বলেছেন আপু,আর এটি আপনার পছন্দের জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

মিষ্টি খেতে আমার বেশ ভালই লাগে তবে মিষ্টি ময়দা দিয়ে তৈরি করা হয় বলে খেতে অনেকেই দ্বিধাবোধ করে। কিন্তু আপনি এত সুন্দর এবং স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। এমন সুন্দর এবং স্বার্থপর সুস্বাদু মিষ্টি একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ এত সুন্দর একটি স্বাস্থ্যকর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

সুন্দর এবং স্বার্থপর সুস্বাদু মিষ্টি

দিদি বানান ভুল আছে,যাইহোক অবশ্যই ট্রাই করবেন।দারুণ স্বাদের এটি খেতে,ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

মিষ্টি আলুর তৈরি কালোজাম মিষ্টি দারুন হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় লাগছে দেখতে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 days ago 

ধন্যবাদ আপু,সুন্দর মতামতের জন্য।