ছুরি শুটকির ভুনা।
সবাই কে আমার নমষ্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আপনাদের মাঝে তুলে ধরব ছুরি শুটকির ভুনা রেসিপি টি।
চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।।।
প্রয়োজনীয় উপকরণ | পরিমাণ |
---|---|
ছুরি শুটকি | ২০০ গ্রাম |
পেঁয়াজ কুঁচি | ১.৫ কাপ |
কাঁচা মরিচ | ৬-৭ টি |
আদা ও জিরা বাঁটা | স্বাদমতো |
রসুন | ৩-৫ টি |
তেল,লবন, হলুদ ও ঝালের গুঁড়া | স্বাদমতো |
সাদা এলাচ,কালো এলাচ, তেজপাতা ও দারচিনি | ৩-৪ টি |
রন্ধন পদ্ধতি।।।
১। প্রথম এ মাছ গুলো কেটে নিয়ে, কড়াই গরম করে কিছুসময় ভেজে নিতে হবে। তারপর কিছু জল দিয়ে ফুঁটিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে।
২।এবার কড়াই গরম তাতে তেল দিয়ে দিতে হবে। তারপর সাদা এলাচ, কালো এলাচি, দারচিনি ও তেজপাত দিতে হবে।
৩। কেঁটে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিতে হবে এবং ভাজতে হবে।
৪। এবার লবন, হলুদ গুঁড়ো ও রসুন বাঁটা দিয়ে ভালো করে ভাজতে হবে।
৫।সামান্য জল দিয়ে আদা ও জিরা বাঁটা দিয়ে ভালো করে কষাতে হবে এবং ঝালের গুঁড়া স্বাদমতো দিতে হবে।
৬। কষানো হয়ে গেলে মাছ গুলো দিয়ে আবার ও কষাতে হবে।
৭।শেষ এ জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
এভাবে শেষ করলাম আমার রেসিপি টি।।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত টি জানাবেন।সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
শুটকি মাছ আমার ভীষণ প্রিয়। আর এত সুন্দর করে শুটকি মাছ ভুনা রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।
জি আপু অনেক সুস্বাদু ছিল।ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছুরি শুটকি মাছের ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। উপস্থাপনও বেশ দারুন ভাবে করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। এরকম করে শুটকি ভুনা খেলে তো আরো ভালো লাগে।খুব সুন্দর কালার এসেছে রেসিপিটির।লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ছুরি শুটকির ভুনা দেখে আমার তো রীতিমতো লোভ হচ্ছে। শুটকি মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু রান্নার সময় অসম্ভব বাজে গন্ধ হয়। এই গন্ধের জন্যই অনেকে খেতে চায় না আবার ঘৃণা করে। তবে রান্নার পরে খেতে অসম্ভব সুস্বাদু লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই গন্ধ টা আমার ও পছন্দ না। তবে খেতে অনেক মজা। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
![430.jpg](httB
যে কোনো শুটকি মাছ আমার খুবই পছন্দের ।আর ছুরি শুটকি হলো তো কথাই নেই। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটি একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে বেশ ভালো লাগে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি ও অনেক ঝাল দিয়েছিলাম। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
ছুরি শুটকির ভুনা রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি খুবই সুন্দর হয়েছে!অসাধারণ রেসিপি! ছবিগুলো দেখেই জিভে পানি চলে এসেছে।আপনার রেসিপিগুলো সবসময়ই সহজ ও সুস্বাদু হয়। ভবিষ্যতে আরও ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করার অনুরোধ রইল! আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য ও আমাকে উৎসাহিত করার জন্য।
শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। বেশ ঝাল ঝাল করে রান্না করলে বেশি সুস্বাদু লাগে খেতে। আপনি আজকে এত সুন্দর করে রান্না করেছেন দেখে মনে হচ্ছে বেশ মুখরোচক হয়েছে খেতে। সত্যি কথা বলতে আমার দেখেই অনেক বেশি খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।