ভিনিসিয়াস ম‍্যাজিক!!

in আমার বাংলা ব্লগ6 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৫ ই অক্টোবর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000590080.jpg


ভিনিসিয়াস বিতর্ক এখন প্রায়ই দেখা যায় ফুটবল বিশ্বে। বতর্মান সময়ে অন্য কোন খেলোয়ার কে নিয়ে এতটা বিতর্ক একেবারেই হয় না যতটা না ভিনিসিয়াস কে নিয়ে হয়। অধিকাংশ বলে ওর আচরণে সমস্যা। কথাটা খুব একটা মিথ্যা না। ম‍্যাচে প্রায়ই ভিনিসিয়াস আগ্রাসী হয়ে উঠে। বেশ বাজে ব‍্যবহার করে প্রতিপক্ষ খেলোয়ার রেফারি কখনও কখনও সমর্থকদের সাথেও। তবে অধিকাংশ সময় ভিনিসিয়াস বর্ণবাদের স্বীকার হয় প্রতিপক্ষ খেলোয়ার এবং সমর্থকদের থেকে। যাইহোক এসব বাদ দেয়। ইদানিং ফুটবল বিশ্বে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছে ভিনিসিয়াস ফুরিয়ে গেছে। যদিও সে কিন্তু প্রায় ম‍্যাচেই গোল না করলেও অ‍্যাসিস্ট করে। তবে গত রাতের পারফরম্যান্স ছিল যেন সব সমালোচনার জবাব। আন্তর্জাতিক বিরতির আগে শেষ লীগ ম‍্যাচে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।


1000590059.jpg

1000590062.jpg

1000590063.jpg

1000590066.jpg

1000590067.jpg


নিজেদের মাঠ সান্তিয়‍্যাগো বার্নাব‍‍্যুতে তাদের ম‍্যাচ ছিল ভিয়ারিয়ালের সাথে। ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। অন‍্যদিকে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের ফর্মেশন ছিল ৪-৪-২। হার্ড ডিফেন্স লাইন মেইনটেইন করে খেলছিল প্রতিপক্ষ। খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১ টার সময়। যথারীতি প্রথমে কিছুটা অগোছালো খেললেও পরবর্তীতে দারুণভাবে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বেশ দারুণ সব আক্রমণ করতে থাকে। কিন্তু প্রতিপক্ষের দারুণ ডিফেন্ডিং এর জন্য গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের তখন ৪০ মিনিট। রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ভুলে দারুণ একটা বল পেয়ে যায় ভিয়ারিয়াল খেলোয়ার। তবে ভুল করেনি কর্তোয়া। দারুণ ভাবে সেভ দিয়ে দলকে ম‍্যাচে রাখে সে। গোলশূণ‍্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।


1000590079.jpg

1000590070.jpg

1000590071.jpg

1000590074.jpg

1000590075.jpg


দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একক প্রচেষ্টায় ডিবক্সের ভেতর থেকে খেলোয়ার এবং গোলকিপার কে বোকা বানিয়ে দারুণ এক গোল করে ভিনিসিয়াস জুনিয়র। ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের ৬৯ মিনিটের সময় ভিনিসিয়াস কে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে আজ এমবাপ্পে না পেনাল্টি টা নেয় ভিনিসিয়াস। পেনাল্টি থেকে গোল করে দলের এবং নিজের দ্বিতীয় গোল করে ভিনিসিয়াস। এর কিছুক্ষণ পরে ম‍্যাচের ৭৩ মিনিটের সময় একটা গোল করে প্রতিপক্ষ। ম‍্যাচে ব‍্যবধান দাঁড়ায় ২ -১। ম‍্যাচের তখন ৮৩ মিনিট। ব্রাহিম দিয়াজের অ‍্যাসিস্টে দারুণ একটা গোল করে এমবাপ্পে। ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম‍্যাচে সর্বোচ্চ ৯.৩ রেটিং নিয়ে ম‍্যাচসেরা হয় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচে ৭০ শতাংশ বল ছিল মাদ্রিদের দখলে। ২৬ টা শর্ট নেয় রিয়াল মাদ্রিদ তার মধ্যে অন টার্গেট ছিল ৭ টা। তবে ম‍্যাচে সবচাইতে বেশি চান্স ক্রিয়েট সবচাইতে বেশি সফর ড্রিবলিং সবকিছুই ছিল ভিনিসিয়াস জুনিয়রের। প্রতিপক্ষের গোল অভিমুখে তার শর্ট ছিল ৫ টা। রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ একটা জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে গত ম‍্যাচের হারটা একেবারেই মেনে নেওয়ার মতো না। এই নিয়ে ৮ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ১৯। আন্তর্জাতিক বিরতি শেষ করে রিয়াল মাদ্রিদ আবার মাঠে নামবে অক্টোবর মাসের ২০ তারিখে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png