রিয়াল মাদ্রিদের জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রিয়াল মাদ্রিদ তাদের জয়ের দ্বারা অব্যাহত রেখেছে। এই সিজেনে সফ প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল লা লীগায় নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তার আগে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ছিল রিয়াল মাদ্রিদ। পঞ্চম ম্যাচটা ছিল স্প্যানিওল এর বিপক্ষে। যারা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ এ অবস্থান করছিল। ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদের হোম ম্যাচ এইজন্য কিছুটা অ্যাডভান্টেজে ছিল তারা। এইদিন মাদ্রিদ কোচ শাবি আলোনচো তার দলকে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামায়। লালকার্ড জনিত কারণে স্কোয়ার্ডে ছিল না ডিন হুইজেন। তার পরিবর্তে সুযোগ পায় রাহুল অ্যাসেনসিও।
অন্যদিকে প্রতিপক্ষ স্প্যানিওল এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। ডাবল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে ফর্মেশন সাজিয়ে মাঠে নামে স্প্যানিওল। অর্থাৎ তারা ডিফেন্সিভ খেলার চিন্তা নিয়েই মাঠে নামে। যাইহোক খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮ টাই। এটা আমার জন্য ভালো হয়েছে। ম্যাচ দেখার জন্য আর রাত জাগতে হয় নাই। ম্যাচের প্রথম থেকেই গুছিয়ে আক্রমনে যাওয়ার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। তবে ফাইনালে থার্ডে গিয়ে বরা বার বল হারিয়ে ফেলছিল। ফলে কাঙ্খিত সেই আক্রমণ অথবা গোল কোন টাই আর করতে পারছিল না তারা। নিজেদের মধ্যে অতিরিক্ত পাস খেলছিল রিয়াল মাদ্রিদের খেলোয়ার রা। তবে স্প্যানিওল এর হাই ডিফেন্স লাইন কিছুতেই ভাঙতে পারছিল না তারা। এভাবেই চলতে থাকে খেলা।
ম্যাচের তখন ২২ মিনিট। মধ্যমাঠের কাছ থেকে ভালভার্দে বলটা দেয় মিলিটাও কে। মিলিটাও ডিবক্সের অনেক টা বাইরে থেকে এক অসাধারণ গোল শর্ট নেয়। এবং দৃষ্টিনন্দন দেখার মতো একটা গোল করে। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে এমবাপ্পে কে বল দেয় ভিনিসিয়াস। এমবাপ্পে দারুণ এক শর্টে গোল করে। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরে একের পর এক আক্রমণ করতে থাকে। বিশেষ করে বলতে হয় তরুণ মাস্তুয়ানতোনো এর কথা। এই ছেলেটা দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল অনেক গুলো বল ড্রিবলিং করে সুযোগ তৈরি করেছিল। ভিনিসিয়াস দুইটা শর্ট নিলেও একটা বারে লেগে প্রতিহত হয় এবং অন্য টা গোলকিপার সেভ দেয়।
যাইহোক এভাবেই চলছিল খেলা। এরপর একে একে খেলোয়ার উঠিয়ে নতুন খেলোয়ার নামাতে শুরু করে শাবি আলানচো। এই সিজেনে আজ প্রথম মাঠে নামে বেলিংহাম। জুলাই মাসে তার ঘাড়ে অপারেশন করা হলে সে এই দুই মাস বাইরে ছিল। সে আবার ফিরেছে এটা মাদ্রিদ ফ্যানদের জন্য ভালো খবর। যাইহোক পুরো ম্যাচে আর কোন গোল হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৫ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। গোল অভিমুখে ১৬ টা শর্ট নেয় যার ৫ টা ছিল অন টার্গেট শর্ট। সবমিলিয়ে মোটামুটি ভালো ফুটবল উপহার দেয় রিয়াল মাদ্রিদ। আশাকরি এভাবেই তারা জয়ের দ্বারা পুরোপুরি অব্যাহত রাখবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1969678492402139221?t=E9P5IJyW_xyujZUFq0o20w&s=19