নিয়ম রক্ষার ম্যাচ।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গত সপ্তাহেই লা লীগার টাইটেল নির্ধারণ হয়ে গিয়েছে। বার্সেলোনা এই সিজেনের লা লীগা চ্যাম্পিয়ন। তবে লীগে এখনও দুই ম্যাচ বাকি। সেই ম্যাচগুলো খেলতে হবে প্রতিটা দলকেই। গতকাল রাতে ছিল রিয়াল মাদ্রিদের ম্যাচ। ইঞ্জুরিতে দলের অধিকাংশ খেলোয়ার বাইরে। তবে নিষেধাজ্ঞা থেকে গতকাল ম্যাচে ফিরেছিল চুয়োমিনি। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল আরেক স্প্যানিস ক্লাব সেভিয়ার সাথে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিচের দলগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এগুলো। কারণ টেবিলের নিচের তিন দল রেলিগেট হয়ে চলে যাবে দ্বিতীয় সারির লীগে। অন্যদিকে এমবাপ্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কারণ সে লা লীগার সর্বোচ্চ গোলদাতা পিচিচি এবং ইউরোপের গোল্ডেন বুট অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে।
রিয়াল মাদ্রিদ গতকাল ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামে। যেখানে আক্রমণ ভাগে ছিল কিলিয়ান এমবাপ্পে এবং এন্ড্রিক ফিলিপে। অন্যদিকে সেভিয়ার ফর্মেশন ছিল ৪-৪-২। খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১১ টার সময়। শুরু থেকেই বেশ অগোছালো খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। নিজেদের মধ্যে অনেক পাস খেললেও সেরকম পজেটিভ আক্রমণ করতে পারছিল না। তবে ম্যাচের ১২ মিনিটে এমবাপ্পে কে ফাউল করলে লাল কার্ড পাই সেভিয়ার লয়িক বাদে। যদিও এটা বিতর্কিত লাল কার্ড ছিল। যাইহোক আবার খেলা শুরু হয়। রিয়াল মাদ্রিদ নিজেদের মধ্যে পাস খেলছিল অনেক। কিন্তু সেভিয়া হাই ডিফেন্স ভাঙতে পারছিল না কিছুতেই। ফলাফল কোন গোল পাচ্ছিল না। প্রথমার্ধে কোন গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোলশূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধের ম্যাচ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রিয়াল মাদ্রিদ নিজের খেলার ধরণ পরিবর্তন করে। প্রেস করছিল কিছুটা বেশি। ম্যাচের ৪৮ মিনিটে সেভিয়ার ইসাক রোমেরা চুয়োমিনি কে হার্ড ট্যাকেল করলে রেফারি লাল কার্ড দেখায়। সেভিয়ার দ্বিতীয় খেলোয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সেভিয়া ৯ জনের দলে পরিণত হয়। কিন্তু সেভিয়ার ডিফেন্স লাইন কোনভাবেই যেন ভাঙতে পারছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে ডিবক্সের অনেক টা বাইরে থেকে চমৎকার একটা শর্ট দেয় কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গোলে ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আবার খেলা শুরু হয়। রিয়াল মাদ্রিদ আক্রমণের ধারা অব্যাহত রেখেছিল। তবে বলতে হয় সেভিয়া ঐভাবে কোন পজেটিভ আক্রমণ করতে পারেনি।
ম্যাচের শেষের দিকে ৮৭ মিনিটের সময় একটা গোল করে বেলিংহাম। বেলিংহাম এর গোলে ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই সিজেনে রিয়াল মাদ্রিদের আর একটা ম্যাচ বাকি আছে তারপরই সিজেন টা শেষ। তবে জুনে আবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। জমজমাট একটা আসর হবে। আশাকরি রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচ নিয়ে বেশ ভালো করবে ক্লাব বিশ্বকাপে। এখন দেখার বিষয় গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদ কোন খেলোয়ার গুলো কিনে। গত কয়েক সিজেনে রিয়াল মাদ্রিদ ঐভাবে কোন খেলোয়ার এর জন্য মাঠে নামেনি বলা যায়। তবৃ এবার বেশ কিছু রিউমার উঠেছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1924386063084314647?t=sVMjcKIS_uSAOjGf96lZzQ&s=19
https://x.com/Emon423/status/1924386379104240049?t=1vyHVbZQVAKETduH55MfVg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.