মাদ্রিদের কষ্টের জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আন্তর্জাতিক বিরতির পরে লীগ ম্যাচে আবার মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল লা লীগার ক্লাব গেটাফে। ম্যাচটা ছিল গেটাফের হোম ম্যাচ। ইতিমধ্যে মাদ্রিদ ডাগ আউটে রয়েছে ইঞ্জুরি সমস্যা। প্রধান রাইট ব্যাক আর্নল্ড এর ইঞ্জুরির পরে ব্যাকআপ রাইট ব্যাক দানি কার্ভাহালও ইঞ্জুরিতে পড়ে। ফলে বাধ্য হয়েই এই ম্যাচে ভালভার্দে কে রাইট ব্যাক পজিশনে খেলায় কোচ শাবি আলানচো। গতরাতে ভিনিসিয়াস কে বসিয়ে রেখে রদ্রিগো কে দিয়ে স্টার্ট করায় কোচ। রিয়াল মাদ্রিদ মাঠে নামে ৪-৩-৩ ফর্মেশনে। দীর্ঘদিন পরে ইঞ্জুরি থেকে ফিরে মাঠে নেমেছিল সেন্টার ব্যাক ডেভিড আলাবা। বেলিংহাম স্টার্ট করলেও একাদশে ছিল না আর্দা গুলার।
অন্যদিকে প্রতিপক্ষ গেটাফের ফর্মেশন ছিল ৫-৩-২। যেখানে পাঁচজন ডিফেন্ডার নিয়ে মাঠে নেমেছিল প্রতিপক্ষ। প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার কোনভাবেই গোল খাওয়া যাবেনা। বাংলাদেশ সময় রাত একটার সময় খেলা শুরু হয়। খেলার শুরু থেকে যথারীতি নিজের স্বাভাবিক ফুটবল টা খেলার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষের হাই ডিফেন্সিভ ফর্মেশনের কাছে খুব একটা সুবিধা করতে পারছিল না কোনভাবেই। বেশ কিছু শর্ট নিলেও সেগুলো থেকে কোন গোল আসেনি। ফলাফল গোলশূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের সময় ভিনিসিয়াস মাঠে নামে।
ভিনিসিয়াস তার পজিশন লেফট উইং এ যায় এবং রদ্রিগো চলে আসে রাইট উইং এ। ভিনিসিয়াস মাঠে নেমেই প্রতিপক্ষের উপর চড়াও হয়। ফলাফল তাকে আটকাতে গিয়ে বার বার ফাউল করছিল প্রতিপক্ষ। ম্যাচের ৭৬ মিনিটে গেটাফের হয়ে মাঠে নামে অ্যালান নিয়ুম। মাঠে নামার এক মিনিটের মাথায় সে ভিনিসিয়াস কে ফাউল করে। না রেফারি সেটা ভালোভাবে নেয়নি। তাকে সরাসরি লাল কার্ড দেখায় রেফারি। ফলে এক মিনিটের মধ্যে মাঠ থেকে উঠে যায় নিয়ুম। ম্যাচের ৮০ মিনিট তখন। আর্দা গুলার দারুণ এক বল দেয় এমবাপ্পে কে। একেবারে সহজ সুযোগ মিস করেনি এমবাপ্পে। গোল করে লিড এনে দেয় রিয়াল মাদ্রিদ কে। রিয়াল মাদ্রিদ ম্যাচে ০-১ গোলে এগিয়ে যায়।
ভিনিসিয়স তার কাজ করতেই থাকে। ফলাফল ম্যাচের ৮৪ মিনিটের সময় ভিনিসিয়াস কে আবার ফাউল করে অ্যালেক্স সানক্রিস। রেফারি তাকে হলুদ কার্ড দেয়। তবে এটা তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়াই লাল কার্ড পায় সানক্রিস। প্রতিপক্ষ তখন ৯ জনের দলে পরিণত হয়। ম্যাচের একেবারে শেষ মিনিটে গেটাফে দারুণ এক সুযোগ পেয়ে যায়। তবে আবার সেই কর্তোয়া। অসাধারণ এক সেভ দিয়ে মাদ্রিদকে পুরোপুরি ম্যাচে রাখে কর্তোয়া। ম্যাচে আর কোন গোল না হলে পুরোপুরি তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। মূলত ভিনিসিয়াস মাঠে নামার পরেই মাদ্রিদের খেলার একটা পরিবর্তন আসে। প্রতিপক্ষ তাকে আটকাতে গিয়ে দুইটা লাল কার্ড পায়। ফলাফল সেটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী সপ্তাহে এল ক্ল্যাসিকো। এখন শুধুই সেটা নিয়ে চিন্তা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।












.png)



Daily task
https://x.com/Emon423/status/1980176359222866346?t=DQurU05vbv5tXjPa8YIxdg&s=19
https://x.com/Emon423/status/1980176601477435857?t=rocTd5HJWZo03aR9D3kJHg&s=19
https://x.com/Emon423/status/1980176775205572687?t=UAlqKYyOtS2rgqOnIamsiw&s=19