অনেক কিছুই বাকি রয়ে যাবে।

in #learning8 years ago
  • জীবনে এখনো অনেক কিছু জানার কিংবা দেখার বাকি আছে সবার । যারা ঐটা দেখে তারা এইটা দেখতে পায় না। মানুষ তার জীবনে কোন কিছুরই সর্ম্পূন করতে পারে না। কিছু ইমোশনাল, কিছু দুঃখজনক, কিছু আনন্দদায়ক আর কিছু অজানার মধ্যেই জীবন অতিবাহিত হয়। সর্বচ্চো ডিগ্রী লাভ করেও মানুষ পার্থিব সব কিছু জানতে পারে না। আজ আমরা কিছু শিখেছি বলেই, মনে হয় সব জানি। কিন্তু অজানার মাঝেও আরও অনেক কিছুই অজানা রয়ে যায়।