সফলতা পাওয়ার মূল মন্ত্র কি?

in আমার বাংলা ব্লগ2 years ago

sunset-110305_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কাজ শুরু করার আগেই ভাবেন এই কাজটি আমাকে দিয়ে করা সম্ভব না। কোন একটি ভাল কাজ শুরু করার আগেই ব্যর্থতার ভয়টাকে কাটিয়ে উঠা সফলতার মূল হাতিয়ার। ভয়কে জয় করে আমাদের জীবন পরিচালনা করতে হয় এবং সফলতা অর্জন করতে হয়। হেরে যাওয়ার ভয় যদি কোন কাজ না করেন বা আপনি আগেই চিন্তা করেন এই কাজটি আমাকে দিয়ে হবে না, তাহলে আপনি আসলেই হেরে গেলেন।

সফলতায় চিন্তায় ডুবে না থেকে সফলতার আশা নিয়ে আজই কাজ শুরু করুন। দেখবেন সফলতা নিজে এসে আপনার কাছে ধরা দিবে। আমরা অনেকেই আছি কোন একটি কাজ করার পূর্বে অতিরিক্ত চিন্তায় থাকি যে সেটা আমাকে দিয়ে হবে কিনা। যা কিনা সফলতা পাওয়ার বড় একটি বাধা। চিন্তা না করে আজকে থেকেই শুরু করুন। শুরু করে দিলেই আপনার সফলতা হওয়ায় একধাপ এগিয়ে যাবেন।

আমাদের সমাজে এমনও হাজারো মানুষকে পাবেন যারা কাজ শুরু করবো করবো বলে চুপটি মেরে বসে আছে। অথচ তারই কোন সঙ্গী সেই কাজ শেষ করেছে অনেক আগেই। এটাই হলো সফলতা পাওয়ার মূল মন্ত্র। আজ করবো, আগামীকাল করবো এটা না বলে কাজ শুরু করুন। দেখবেন কাজকে আর কাজ মনে হবে না সহজ হয়ে যাবে আপনার জন্য।

পৃথিবীতে হাজারো মনীষীর জীবনী পড়লে দেখা যাবে তাদের জীবনে সফলতা এমনি এমনি ধরা দেয়নি। তাদের জীবনে স্ট্রাগল এবং কষ্টের সময় পাড়ি দিয়েই আজকে তারা সফল হয়েছেন। তারা আমাদের মতো আজ করবো আগামীকাল করবো বলে বসে থাকেনি। তারা সফলতার স্বপ্ন দেখেছেন এবং সেটা পূরণের সদা চেষ্টা করেছেন। তাই আমাদের উচিত বসে না থেকে শুরু করা, শুরু করলেই হয়ে যাবে। যত বাধাই আসুক নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আমাকে দিয়ে অবশ্যই এই কাজটি হবে। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

কষ্ট করলে কেষ্ট মেলে কথায় আছে। কষ্ট করলেই আসলে জিবনে সফলতা আসে।কাল কথা বলা মানেই নিজেকে এক ধাপ পিছিয়ে নিয়ে যাওয়া।ঠিক বলেছেন সফল ব্যাক্তিদের জিবন কাহিনী পড়লে বোঝা যায় আসলে সফলতা একদিনে হয় না এবং সহজে পাওয়া যায় না তার পিছনে অনেক কষ্ট স্বিকার করতে হয়।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।