জীবনের রং

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালমুআলাইকুম কেমন আছেন সবাই?আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।জীবন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম

জীবন বয়ে চলা নদীর মতো।এ নদীর প্রতিটি বাঁকে রয়েছে গল্প।কোনো গল্প সুমধুর আবার কোনটা বেদনার।এই সব কিছু নিয়েই আমাদের জীবন।জীবনের গল্প গুলো সাজালে হয়ে যাবে জীবন গল্প।যেটা হাজার হাজার এপিসোডে ভাগ করা যাবে।

নিজের জীবন পরিবর্তন করতে কে না আগ্রহী? সবাই নিজের অবস্থানের পরিবর্তন চাই যার যত আছে সে তত বেশি চায় নিজ অবস্থান নিয়ে কেও কখনো সুখী নয়।

IMG_20250429_135842_162.jpg

চাহিদার বিপরীতে আমরা আসলে কতটুকু পাই এটাও দেখার বিষয়।মধ্যবিত্ত পরিবার গুলোর টেনে আনতে ছিড়ে যায়।এককথায় নুন আনতে পানতা ফুরায়।বিত্তবান আছে ভুরি ভুরি।চাইলেই যা খুশি করতে পারে।অন্যদিকে গরিব লজ্জা সরম ভেঙে হাত পাতে।সে তার অবস্থানের উন্নতি এভাবেই খুজে।মধ্যবিত্ত না পারে কারো থেকে চাইতে না পারে কাওরে কিছু দিতে।আর সবথকে বেশি সাফার করে পরিবারের বড় সন্তান গুলো।বাবার মুখের দিকে তাকলেই মন খারাপ হয়ে আসে।মাথার চিন্তার ভাজ।কত কিছুই না ভাবে সন্তানের জন্য।অন্যদিকে সন্তান কিছু না করতে পেরে দুঃখে দুঃখে দিন পার করে।না জানি কবে মা-বাবা কে জরিয়ে ধরে বলবে আমি পেরেছি। বাবার কাধের ভার কিছুটা নিজের উপরে নিবে।কবে জরিয়ে ধরে বলতে পারবে বাবা আমি তোমাকে ভালোবাসি।আসলেই কথা গুলো বলা যতটা সহজ বাস্তবতায় ভিন্ন।অনেকে আর নিতে না পেরে জীবন শেষ করে দেয়
নিজেকে উদ্ধার করে।আসলেই এটা করে আরো বেশি কষ্টের সমুখীন করতে হয় মা-বাবার।নেমে আসপ একগুচ্ছ হতাশা।

আল্লাহ সকলের উপর রহমত বর্ষন করুক।সকল পরিবারের লোকদের বুঝ দান করুক।সকল সন্তান যেন তার বাবা মায়ের সুখের কারন হয়।

logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।
Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 months ago 

মধ্যবিত্তের জীবনে যুদ্ধটা প্রতিদিনের—চাওয়া-পাওয়ার অমিল, সমাজের চাপ, পরিবারের দায়িত্ব সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম সংগ্রাম। কারো কাছে হাত পাতার অভ্যাস নেই, আবার সহানুভূতি দেখানোর সামর্থ্যও কম। সবচেয়ে কষ্ট পায় পরিবারের বড় সন্তান, যার স্বপ্নগুলো চাপা পড়ে যায় দায়িত্বের নিচে।

 2 months ago 

শতভাগ সত্য কথা বলেছেন ভাই