Nidhahs Trophy Road To Final #BanVsSlsteemCreated with Sketch.

in #life8 years ago

হারলেই নিতে হবে বিদায়। আর জিতলে চলে যাবে ফাইনালে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ (শুক্রবার) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সবকিছু ফেলে এখন আলোচনায় সাকিব কি খেলবেন? না শুধু দলকে উজ্জীবিত করতেই তাকে শেষ মুহূর্তে আবারও শ্রীলঙ্কা নেয়া হয়েছে। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ জানালেন কেবল ফিট থাকলেই খেলবেন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার হঠাৎ করেই জানানো হয়, দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাবেন সাকিব। খেলবেন শুক্রবারের ম্যাচও। সেই অনুযায়ী এরই মধ্যে কলম্বোতেও দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ওয়ালশ জানান, ‘কেবল পুরো ফিট হলেই একাদশে বিবেচনা করা হবে সাকিবকে। ম্যাচের আগে দেখতে হবে যে খেলার মত যথেষ্ট ফিট কি না। যদি ফিট থাকে, তাহলে ওর মত একজন ক্রিকেটারকে বিবেচনা করতেই হবে।’
নিদাহাস ট্রফির শুরুতেই একবার শ্রীলঙ্কায় ঘুরে গেছেন সাকিব। একদিন পর সেখান থেকেই অস্ট্রেলিয়া যান আঙুলের বিশেষজ্ঞ দেখাতে। চিকিৎসা শেষে দেশে ফিরে টুকটাক অনুশীলনও শুরু করেন। কিন্তু হঠাৎ দলে ফেরানোতে অনেকের কাছে বড় বিস্ময় জাগলেও বাংলাদেশ দলের কাছে এটি কোনো চমক নয় বলেই দাবি কোচের।

GettyImages-930093128.jpg