ধৈর্য্য!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমি বরাবরই চেষ্টা করি সব পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করতে। চেষ্টা করি সেটা সাধারণভাবে সমাধান করতে। কিন্তু সবসময় আর সেটা হয়ে উঠে না। মাঝে মাঝে মনে হয় আমার মতো নির্ভেজাল মানুষরা ঠিক মানুষের কাতারে পরে না। কেন পরে না সেটা পরে বলছি। মাঝে মাঝে আমি সৃষ্টিকর্তার উপরে অভিযোগ করি। অভিযোগ করার কারণ হচ্ছে ক্রমাগত আমি এমন সব ঝামেলায় জড়িয়ে যাচ্ছি যেগুলোর কল্পনা আমি কখনও করি নাই। প্রথম ঝামেলা টা হলো আমার থাকা নিয়ে। আমি যেখানে থাকি সেই রুম টা দ্রুতই ছাড়তে হবে। এই নোটিশ টা পেয়েছি গত মাসের মাঝামাঝিতে। তারপর থেকেই রুম খোঁজার কাজে লেগে পড়ি। কিন্তু আফসোসের বিষয় আমার যে বাজেট ঐ বাজেটে সেরকম কোন রুম পাইনি। আবার কারো সাথে যে রুম শেয়ার করব এমন কাউকেও পাচ্ছি না।
এদিকে প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে আমাকে রুম ছাড়ার জন্য। এই একটা ঝামেলায় রয়েছি আমি। এদিকে কয়েক দিন ধরেই আমার মায়ের শরীর টা বেশ খারাপ। দূরে থাকার কারণে আমি চাইলেই বাড়িতে যেতে পারি না। কথাবার্তা যা বলার ফোনেই বলতে হয়। গতদিন আমার মায়ের জন্য একজন ডাক্তারের সিরিয়াল দেয়। মোটামুটি আগামীকাল সকালে সেটা পড়েছে। এইজন্ বাড়িতে টাকা পাঠাতে হবে। আপনাদের বলে রাখি আমি যে জবটা করি সেখানে স্যালারি খুব বেশি না। ফ্রেশারদের এর চেয়ে বেশি স্যালারি বাংলাদেশে দেয়ও না। এটা দিয়েই আমাকে লেখাপড়ার খরচ নিজের খরচ পাশাপাশি পরিবারের খরচও চালাতে হয়। তো আমি ভেবেছিলাম আজ হয়তো স্যালারি পেয়ে যাব সুতরাং বাড়িতে টাকা পাঠাতে কোন সমস্যায় হবে নাহ।।
কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কোন নিয়মকানুন প্রটোকল নেই। অর্থাৎ আজকেও স্যালারি দেবে না। এদিকে আমাকে বাড়িতে টাকা পাঠাতেই হবে। বাধ্য হয়ে আমি দুজনের শরনাপন্ন হয়। এর মধ্যে একজন আমার বন্ধু এবং অন্যজন কাছের বড় ভাই। না টাকা ধার চাইতে না। আমি উনাদের কাছে টাকা পাবো। তারা দুজন প্রায় ৪ মাস আগে আমার থেকে টাকা ধার নিয়েছে কিন্তু এখন পযর্ন্ত দেয়নি। এতদিন খুব প্রয়োজন পড়েনি বলে আমি নিজেও চাইনি তারাও দেওয়ার প্রয়োজন মনে করেনি। আজ যখন দুজনের কাছেই টাকা চাইলাম দুজন তাদের সমস্যা উত্থাপন করল। আর আমার বরাবরের এই এক স্বভাব নিজের প্রাপ্য টাকা টাও আমি জোর দিয়ে চাইতে পারি না। আমি ওদের উপর কোন প্রেশার দিতে পারলাম না।
তখন আমার মনে একটা কথায় আসলো ভালো মানুষ ঠিক মানুষ না চুতিয়া হয়। আমি নিজেও সেইটা। না তার মানে এই না যে আমি নিজেকে ভালো মানুষ দাবি করলাম। কিন্তু নিজের প্রয়োজনেও নিজের প্রাপ্য টাকা আদায়ে জোর করতে পারলাম না এখানে আপনি কী বলবেন। এইজন্যই মাঝে মাঝে নিজের প্রতি আমি বিরক্ত হয়ে যায়। যাইহোক অনেক কথায় নিজের অনূভুতি থেকে আজ বলে ফেললাম। অনেক গুলো দিন ধৈর্য্য ধরে আছি। জানি না এই পরিস্থিতির সাথে এবং মানিয়ে নেওয়ার সাথে আর কতদিন সখ্যতা রাখতে হবে। আর কতদিন এইসব পরিস্থিতি মেনে নিতে হবে। আমার ধৈর্য্য আর ধৈর্য্য ধরতে পারছে না। সবদিক থেকে আমি পুরোপুরি পরাস্ত।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1953374587611177302?t=MpG9_dMALHzvKHz8NDQp6w&s=19
https://x.com/Emon423/status/1953374749523853322?t=xxVgj-_TAcbBm89vCuzfrg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.