বিভীষিকার হাঁসি
সত্যিই আজ আমরা বড়ো অসহায়
চারিদিকে কেবলি বিভিসিকা
ভয় এ ভীত আজ মানব জাতি
শাস্তি কি পায় শ্রেষ্ঠ হবার
সত্যি আমরা বড়ো অসহায়
লোকজন আজ ক্ষুদার্থ
কাজ হারালো কত সংসার
উন্নতি আজ আটকে খাঁচায়
সত্যি আমরা বড়ো অসহায়
মুখ বেঁধে চোখ বেঁধে
পড়েছি যে মহা ফেঁসেদে
পাড়ার বেড়াল ঘুরে বেড়াই
মানুষ বন্ধি দেয়ালে
সত্যি আমরা আজ বড়ো অসহায়
চিকিৎকার করি আঙুলে
সত্যি আমরা অসহায় নাকি
যোগ্য পরিনাম জুটলো কপালে ....
Sort: Trending
Loading...