আমার জীবনে প্রিয় কিছু বাস্তবের গ্রাম বাংলার ছবি

in #life3 years ago (edited)

যখন আমি ২০১৫ প্রথম স্মার্ট ফোন ব্যবহার করি তখন আমি খুব আনন্দিত হয়েছিলেম, এবং কিছু ছবি তুলেছিলেম প্রকিতির পরিবেশের , ছবিগুলো আজ ও আমার কম্পিউটার এ সেভ করা আছে। যখন আমি এই ছবি গুলকে দেখি আমি খুব আনন্দিত হয় । পুরান ছবি আর পুরান সৃতি খুব মনে পরে , জানি সেই দিন গুলো হয়ত আর ফিরে আসবে না, তবু ও মনের ভিতর ঘোরা ফেরা করে। তারপর আর কিছু আমি ছবি তুলেছিলেম আমার জীবনের কিছু সুন্দর মুহূর্তের সেগুলো ও রয়ে গেছে। কিন্তু সবচেয়ে প্রিয় ভালবাসার মানুষ টা হারিয়ে গেছে। তার অনেক ছবি আমার কাছে থেকে গেছে, চাইলে ও মুছে ফেলতে পারি নি না আমার জীবন থেকে না কম্পিউটার থেকে। তাই বন্ধুরা তোমাদের জীবনের এরকম কিছু ঘটে থাকলে কমেন্ট এ জানাবে।
IMG_20170626_172335.jpg

IMG_20170626_170403.jpg

IMG_20170626_172050.jpg

IMG_20170626_172454.jpg

IMG_20170626_171859.jpg

Sort:  
Loading...

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/somland/