আমাদের উপজেলাsteemCreated with Sketch.

in #life2 years ago

আদিতমারী উপজেলা পরিষদের ভিতরে অনেক বড়ো বড়ো অক্ষরে লেখা আছে আদিতমারী। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মহাদয় অবিতমারী উপজেলায় চাকরিতে জয়েন করে নিজ উদ্যোগে এই সুন্দর একটা জিনিস তৈরী করেছে যেটা দেখে অনেক মানুষে উপজেলা নির্বাহী অফিশিরকে অভিনন্দন জানিয়েছে এতো সুন্দর একটা কাজের জন্য শুধু যে একটা কাজ করেছে তা নয় তিনি আদিতমারী উপজেলা পরিষদকে আরো অনেক কিছু দিয়ে শাজিয়েছে। যা দেখার জন্য এখন প্রতিদিন মানুষ আসে আদিতমারী উপজেলা পরিষদে বিশেষ করে শুকক্রবার বা শুটিরদিন এখানে ছোটো বাচ্চা দেরকে নিয়ে বেড়াতে আসে।

আমাদের আদিতমারীর বাসির এটা এটি একটি গর্বের স্থান। আমরা একে ভালোবাসি৷ এই জায়গাটি অনেক সুন্দর মানুষ প্রায় এখানে ঘুরতে যায়৷ মানুষ ঘুরতে পছন্দ করেন৷ তাই ঘুরতে যায় সময় পেলেই৷ আমিও যাই সময় পেলে আমার ছেলেকে নিয়ে।

1000002171.jpg

1000002170.jpg

1000002168.jpg

1000002169.jpg