স্বরচিত কবিতার: জীবনের রঙ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৫ ই জুলাই ২০২৫ ইং
কবিতা সবসময়ই আমাদের জীবনের অনুভূতিগুলোকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করে। কখনো তা ভালোবাসার গল্প বলে, কখনো বেদনার সুর তোলে, আবার কখনো নতুন আশার আলো জ্বালায়। আমি চেষ্টা করেছি আমার কবিতায় জীবনের বিভিন্ন রঙকে তুলে ধরতে। কারণ জীবন একেবারেই সাদা কালো নয়, বরং নানা রঙের মিশ্রণ। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আশা আর কখনো নিরাশা এসব নিয়েই গড়ে ওঠে জীবনের পূর্ণতা।
“জীবনের রঙ” কবিতায় আমি সেই বৈচিত্র্যময় অনুভূতিগুলোকেই স্থান দেওয়ার চেষ্টা করেছি। আমরা যখন সুখে থাকি, তখন জীবন আমাদের কাছে উৎসবের মতো মনে হয়। আবার কষ্টের দিনে এই জীবন আমাদের চোখে জল এনে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সব রঙ মিলে একসাথে আমাদের জীবনকে করে তোলে সুন্দর ও অর্থবহ।
জীবনের রঙ
আনন্দে ভরা সকাল বেলা,
রঙিন স্বপ্নে আঁকা মেলা।
হাসি-কান্নায় মিশে আছে,
জীবনের রঙ সবখানে বাঁচে।
কখনো সে লাল সূর্যের মতো,
কখনো নীল আকাশের ছোঁয়া।
সবুজ ঘাসে শীতল হাওয়া,
জীবন যেন গান শোনায় সাড়া।
হাসির রঙে আঁকা গল্প,
দুঃখের রঙেও শেখার ফল।
মায়ার রঙে বাঁধা হৃদয়,
ভালোবাসাই রঙিন আলোড়ন দেয়।
শেষ বিকেলের সোনালি আলো,
রঙে ভরা সেই সময়টাও।
জীবন মানে রঙের খেলা,
হাসি আর কষ্ট সাথে মেলা।
রঙের ভেলায় ভাসে স্বপ্ন,
আলো-অন্ধকারে বোনা যত যন্ত্রণা।
হৃদয়ের টানে বেঁচে থাকা গান,
জীবনের রঙেই লুকায় সকল প্রাণ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।জীবনের রঙ কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে মানুষের জীবনে হাসি এবং দুঃখ দুটোই থাকে। আর প্রতিটি মানুষের জীবনের রঙ হয় একটু ভিন্ন রকম। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জীবনের রঙ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ আপনার কাছ থেকে যখন আমি চমৎকার একটি কবিতা পড়লাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷