জেনারেল রাইটিংঃ- আমাদের যুব সমাজ।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের যুব সমাজ।

যেকোনো জাতির বর্তমান এবং ভবিষ্যৎ কেমন আছে এবং কেমন হবে, তা নির্ভর করে ওই জাতির যুবকরা কেমন তার উপরে। দুর্ভাগ্যজনক ভাবে, আমাদের দেশের যুবকদের দেখলে মনে হয় তারা লক্ষ্যভ্রষ্ট। যার কারণে জাতি হিসেবেও আমরা বর্তমানে লক্ষ্যভ্রষ্ট এবং আমাদের ভবিষ্যতও লক্ষ্যভ্রষ্ট।
কেন আমি এ কথা বলছি তার ব্যাখ্যা আমি অবশ্যই করবো। যখন আমরা আমাদের জীবনের লক্ষ্য স্থির করি, আমরা বেশিরভাগ সময় না বুঝেই সে লক্ষ্য স্থির করি। সেই লক্ষ্যের জন্য আমাদের কি কি করতে হবে তা আমরা পরিপূর্ণভাবে জানিনা। যার কারনে আমাদের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, গন্তব্য ঠিক থাকে, কিন্তু সেই লক্ষ্য বা গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা আমাদের জানা থাকেনা। এরফলে যা হওয়ার কথা, আমরা এক সময় নিজেদেরকে আবিষ্কার করি লক্ষ্য থেকে অনেক দূরে।
অনেক সময় এমন হয়, আমরা একটি লক্ষ্য ঠিক করেছি, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হলে পারিপার্শ্বিক কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, সেই বিষয়ে আমরা চিন্তা করিনা। যার কারণে দেখা যায়, অনেক সময় খুব সহজেই আমরা ললক্ষ্যভ্রষ্ট হই। ফলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনা এবং হতাশ হয়ে যাই।
এতো গেলো যাদের লক্ষ্য আছে তাদের কথা। আমাদের দেশের বেশিরভাগ যুবকের এই লক্ষ্যই নেই। অর্থাৎ তারা কি করছে, কেন করছে, কি করবে, কেন করবে, সে বিষয়ে তাদের কোন ধারনা নেই। তারা কি করতে চায় তারা জানেনা। বেশিরভাগ সময় তারা দিকভ্রান্তের মতো লক্ষ্য স্থির করে। কোন লক্ষ্যেই তারা অটল থাকেনা।
যখন একটি দেশের যুব শ্রেণী এমন অবস্থায় থাকে, যাদের লক্ষ্য নেই, লক্ষ্য থাকলেও লক্ষ্যে পৌছানোর রাস্তা জানা নেই, অথবা লক্ষ্যে যাওয়ার রাস্তা জানা আছে, কিন্তু সেই রাস্তায় আগত ঘাত-প্রতিঘাত মোকাবেলা করার শক্তি সামর্থ্য নেই। সেই দেশের যুবসমাজের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়না। এটা বলা যায়, তারা নিশ্চিত ভাবেই পতিত এবং ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবেই সেই দেশটিও একই সময় রেখায় চলে।
এজন্য যুবকদের আত্মসচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় কিছু কার্যকলাপ ও খুবই জরুরী। যেমনঃ অনেকেই আছে যারা রাষ্ট্রীয় কার্যকলাপের জন্য নিজেদের লক্ষ্যের পথে অহেতুক প্রতিঘাতের মুখোমুখি হয়। রাষ্ট্র যন্ত্র যদি সচল এবং কার্যকর হতো, তাহলে হয়তো এমনটা হতোই না। অনেক সময় খুবই সাধারণ কিছু বিষয় রাষ্ট্র এমন বেড়াজালে আটকে রেখেছে সেখানে পৌঁছা সাধারণের জন্য অসম্ভব।
আমাদের যুব সমাজ বর্তমানে ব্যর্থ হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রাস্তা সুগম করতে পারি। কারণ আমাদের করা ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রাস্তা দেখাতে পারি। যাতে করে তারা নতুন পৃথিবী গড়ে তুলতে পারে।

🟢🟢🟢🔷🔷🔷🟢🟢🟢
Link 1: https://x.com/akib_66/status/1957817563213091099
Link 2: https://x.com/akib_66/status/1957817840972476825
Link 3: https://x.com/akib_66/status/1957818179599597653
Link 4: https://x.com/akib_66/status/1957818466481664191