ঘন বৃষ্টিতে পানি বন্দী জীবন।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি। তবে ইদানিং ঘনঘন বৃষ্টি জীবনকে কিছুটা মন্থর করে দিয়েছে। মহল্লার কিছু কিছু স্থানে পানি জমেছে। সেই দৃশ্যগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব।


IMG_20250805_135753_958.jpg

গত কয়েক বছরে বাংলাদেশে বৃষ্টির যে রূপ দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে আমাদের চিরায়ত জলবায়ুর কিছুটা পরিবর্তন ঘটেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই আমাদের দেশও তিন ঋতুর দিকে প্রবেশ করছে। হয়তো এভাবে চলতে থাকে অন্যান্য দেশের মত আমরাও দুই ঋতুর দেশে পরিণত হব। শীত আর গরম। সাথে থাকবে বর্ষাকাল।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশে প্রায় সারা বছর বৃষ্টি হচ্ছে। আগে যেমন এপ্রিলের মাঝামাঝি সামান্য কিছু বৃষ্টি পড়তো, এবং মে মাসের শেষ থেকে আগস্ট পর্যন্ত বৃষ্টি হতো। এখন আর তেমনটা নেই। এখন সেই ফেব্রুয়ারি থেকে বৃষ্টি তো শুরু হয়েছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত চলছে। খেয়াল করেছি, এখন শীতকালেও নিয়মিত বৃষ্টিপাত হয় আমাদের দেশে।


IMG_20250805_135349_031.jpg

যাক সে কথা, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে মহল্লার বেশ কিছু জায়গায় পানি জমে গেছে। কিছু কিছু মানুষ তারা ইতিমধ্যে পানি বন্দী হয়ে গিয়েছে। বিষয়টি খুবই ভয়াবহ একটি ব্যাপার।

IMG_20250805_135643_238.jpg

আমি বর্তমানে পরিবারসহ বসবাস করছি ঢাকা জেলার, সাভার উপজেলার আশুলিয়া থানাধীন একটি স্থানে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এখানে অবস্থিত। স্বাভাবিকভাবেই এখানে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ও ফ্যাক্টরি রয়েছে। যার কারনে এখানে প্রচুর মানুষও বসবাস করে। সেই তুলনায় নাগরিক সুযোগ সুবিধা খুবই অপ্রতুল। এখানে নেই ঠিকঠাক রাস্তা, ড্রেনের ব্যবস্থাও খুবই ভয়াবহ।

IMG_20250805_135658_716.jpg

যার জন্য ইন্ডাস্ট্রি থেকে বের হওয়া দূষিত পানি অনেক সময় রাস্তায় জমে থাকে। এখন তো বৃষ্টি হচ্ছে। তাই আশেপাশে এমনিতেই পানি জমে যাচ্ছে। এই এলাকায় কোন খাল নেই। খালগুলো বহু আগেই ভরাট হয়ে গেছে। যার কারনে বৃষ্টির পানি কোথাও যাওয়ার জায়গা নেই। নিচু অঞ্চলে জমে থাকে। একারণে খুব সহজেই এই এলাকায় পানি জমে যায়। ছবিতে আমি আপনাদেরকে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন।

IMG_20250805_135404_950.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83R34kXBLphQ7cfrMVMDQE...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

PUSS_gif.gif

IMG-20250806-WA0001.jpg

Sort:  
 2 days ago 
Screenshot_20250924-011327.pngScreenshot_20250924-011321.png