সময় কারো জন্য অপেক্ষা করে না

আজকে আমি এসেছি আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তাভাবনা আপনাদের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে এই লেখাটিকে আরও সুন্দর করবেন। যদি কোথাও ভুল বলে থাকি, তাহলে অবশ্যই সংশোধন করবেন।

1000029145.png

আমাদের জীবনে সবচেয়ে বড় সত্য হলো, সময় কারো জন্য অপেক্ষা করে না। আমরা চাই বা না চাই, সময় চলতেই থাকে। অনেক সময় আমরা কাজকে পরে করার জন্য ফেলে রাখি, ভাবি সামনে সময় আছে। কিন্তু সত্যিটা হলো, সময় কখনো কারো জন্য থেমে থাকে না।

খেয়াল করলে দেখবেন, ছোটবেলায় স্কুলের দিনগুলো, মনে হতো সময় যেন থামছে না। কিন্তু আজকে যখন আমরা বড় হয়েছি, তখন বুঝতে পারি আসলে সময় কতো দ্রুত চলে যায়।

জীবনে সবচেয়ে বড় আফসোস হয় তখনই, যখন আমরা বুঝতে পারি, ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করা হয়নি। হয়তো কোনো স্বপ্নের পথে হাঁটিনি, হয়তো প্রিয় মানুষকে সময় দেইনি, হয়তো নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ নষ্ট করেছি। আর তখন সময়ের কাছে ফিরে যাওয়া যায় না।

তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা। যেটা করার ইচ্ছে আছে সেটা এখনই শুরু করা। প্রিয়জনকে সময় দেওয়া, স্বপ্ন পূরণের পথে হাঁটা, আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা। কারণ একবার সময় চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না।

17569615045017213457204061778603.gif

Sort:  

হ্যাঁ, সময় সবচেয়ে মূল্যবান জিনিস।