অন্যকে ছোট করে দেখা, আমাদের মানসিকতার দুর্বলতা

আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু বাস্তবে আমরা এমন কিছু করি যা আমাদের সমাজকে ধীরে ধীরে ক্ষতি করছে। তার মধ্যে অন্যতম হলো, অন্যকে ছোট করে দেখা।

1000029131.png

কেউ একটু ভালো পোশাক পরেনি, কেউ বেশি ধনী নয়, কেউ পড়াশোনায় দুর্বল, আমরা সহজেই তাকে নিয়ে মজা করি, তাকে হেয় করি। অথচ আমরা ভুলে যাই, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের জীবনের সংগ্রামও আলাদা।

আজকে আমরা যাকে ছোট করছি, কালকে সেই মানুষই হয়তো তার মেধা আর পরিশ্রম দিয়ে আমাদের চেয়ে অনেক বড় কিছু অর্জন করবে। তখন আমরা নিজেরাই লজ্জা পাবো।

অন্যকে ছোট করে দেখানো মানে নিজেকে বড় করা নয়। বরং এটা প্রমাণ করে আমরা ভেতরে ভেতরে দুর্বল। সত্যিকারের বড় মানুষ সেই, যে অন্যকে সম্মান দেয় এবং সবার প্রতি সমান আচরণ করে।

তাই আসুন, অন্যকে হেয় না করে, একে অপরকে উৎসাহিত করি। এভাবেই আমাদের সমাজ সুন্দর হবে।