জীবন সুন্দর, যদি গুছিয়ে নেওয়া যায়
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। প্রত্যেকটি মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আলাদা, প্রত্যেকটি মানুষ চায় তার জীবনে যেন সব সময় সুখ থাকে এবং নিজের পরিবার নিয়ে ভালোভাবেই বাঁচতে পারেন। তবে জীবনের এই মায়াজালে সবকিছু গুছিয়ে নেওয়াটাও একটা ধৈর্যের পরীক্ষা।
মহান সৃষ্টিকর্তা বলেছেন, প্রত্যেকটা মানুষকে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। কারণ প্রত্যেকটা কষ্টের পরেই রয়েছে সস্তির অবস্থান। এতে করে আমরা এটাই বুঝতে পারি, জীবনে যতই কষ্ট আসুক না কেন সেই কষ্টগুলোকে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। এছাড়াও আরো একটি বিষয় পরিলক্ষিত হয়, আমাদের জীবনে যদি সবসময় সুখ থাকতো শান্তি থাকতো তাহলে সুখ এবং শান্তির প্রকৃত অর্থটা হয়তো আমরা বুঝতে পারতাম না। দুঃখ যদি আমাদের জীবনে না আসে তাহলে হয়তো সুখের অনুভূতিটা কখনোই আমরা ভালোভাবে ফিল করতে পারতাম না।
আমাদের এই জীবন প্রকৃত অর্থে অনেক সুন্দর এবং অর্থবহুল। কারণ আমাদের এই জীবন আমরা আর ২য় বার ফিরে পাবো না। পৃথিবীতে আমরা একবারের জন্যই এসেছি আবারো ফিরে যেতে হবে সেই পরকালে এবং সেখানে কি হবে সেটা আসলে আমরা কেউ জানিনা। কিন্তু আমাদের এই জীবনটা কিভাবে আমরা গুছিয়ে নেব, কিভাবে আমরা এই জীবনটা ব্যালেন্স করব সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের হাতে রয়েছে। জীবনে যতই কষ্ট থাকুক না কেন সব কিছুকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
প্রত্যেকটা বিষয়ের পজিটিভ এবং নেগেটিভ কিছু দিক থাকে। আমরা যদি সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করি তাহলে আমাদের মাইন্ডে সবসময় নেগেটিভ চিন্তাধারা গুলোই বেশি বইতে থাকবে। তখন আর পজিটিভ কোন কিছুই ভালো লাগবে না। কিন্তু অপর প্রান্তে যদি আমরা সব সময় নিজেদেরকে পজেটিভ রাখার চেষ্টা করি সবকিছুতেই পজিটিভ ভাবে ভাবার চেষ্টা করি তাহলে হয়তো জীবনের সমস্যার কম হবে না তবে মানসিক শান্তির জায়গাটা পরিলক্ষিত হবে।
বর্তমানে আমাদের জীবনে যতই সমস্যা থাকুক না কেন আমরা যদি আমাদের এই জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারি, আমাদের পরিবারকে ভালোভাবে বোঝাতে পারি। সমস্যা সব সময় থাকবে তাই বলে কি সব সময় আমরা চিন্তিত থাকবো নাকি সব সময় আমরা টেনশন করবো! পরিস্থিতি যেমনই হোক অভাব অনটন সমস্যা এই সব কিছু জীবনের একটি অংশ কিন্তু এর মধ্যে যদি আমাদের হাসি মাখা মুখটা হারিয়ে যায় তাহলে হয়তো জীবনটা আমরা ভালোভাবে গুছিয়ে নিতে পারবো না. পরিস্থিতি যেমনই হোক হাসিমুখে মেনে নিয়ে সেগুলোকে অভারকাম করতে হবে।
প্রকৃত অর্থেই আমাদের এই জীবনটা অনেক সুন্দর, যদি আমরা ভালোভাবেই সবকিছু গুছিয়ে নিতে পারি, নিজের পরিবারকে গুছিয়ে নিতে পারি। দেখবেন পৃথিবীর সব সমস্যাই অনেক তুচ্ছ বলে মনে হবে যদি আপনার মানসিক শান্তি এবং আপনার পরিবার আপনাকে বোঝে এবং সব সময় আপনার পাশে থাকে আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জীবন সুন্দর, যদি গুছিয়ে নেওয়া যায়
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
জীবনটাকে গুছিয়ে নিতে পারলে,জীবনটা আসলেই খুব সুন্দর মনে হয়। তবে জীবন গোছানোর ক্ষেত্রে পরিবারের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। কারণ পরিবার সাপোর্ট করলে,যেকোনো অসম্ভবকেও অনেক সময় সম্ভব করা যায়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।