কুষ্টিয়া পৌরসভাতে কিছু সময়।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১ লা জুলাই, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিছুদিন আগে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এবার ঈদে ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে বেশ ভালোই ঘোরাফেরা হয়েছে। তবে বার বন্ধুদের সাথে যেমনটা ঘোরাফেরা করি এবার তেমনটা করতে পারিনি। আমার দাদার বিয়ের কারণে ব্যস্ততা অনেক বেশি ছিল। তবে সব সময় ব্যস্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে। সেটা বন্ধুদের সাথে ঘোরাফেরা হোক কিংবা কারো দেওয়া দায়িত্ব অথবা কর্তব্য হোক। যাইহোক এবারে বাড়িতে যাওয়ার পরে যেদিন কুষ্টিয়া গিয়েছিলাম সেদিন কুষ্টিয়া পৌরসভাতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সেই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
আমি পাসপোর্টের কাজে কুষ্টিয়া পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। এরপর ভাবলাম কিছুটা সময় যদি একটু শান্ত পরিবেশে কাটানো যায়, তাহলে ভালো লাগবে। আর তখনই মনে পড়ে গেল কুষ্টিয়া পৌরসভার কথা। অফিস থেকে বেরিয়ে সোজা চলে এলাম কুষ্টিয়া পৌরসভাতে। এখানে এসে যেন মনে হলো অনেকদিন পর নিজের প্রিয় কোনো জায়গায় ফিরে এসেছি।
কুষ্টিয়া পৌরসভা একটা চমৎকার জায়গা। মনটা যেন আপনাতেই ভালো হয়ে যায়। পরিবেশটা এতটা সুন্দর, এতটা শান্তিপূর্ণ যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে ইচ্ছে করে। পুকুর পাড়ে বসে থাকা, চারপাশের মানুষের মুখের হাসি দেখা, আর মাঝে মাঝে হালকা বাতাসর অন্যরকম অনুভূতি।
পৌরসভার পুকুর পাড়ে বসার জন্য অনেক জায়গা আছে। আমি বটগাছের নিচে একটা ছায়াময় জায়গায় বসেছিলাম। গরমের দিনে বটগাছের ছায়া কতটা স্বস্তিদায়ক তা যারা সেখানে গিয়েছে, তারাই বোঝে। আমার মতো অনেকেই সেখানে বসে সময় কাটাচ্ছিল। কেউ একা, কেউবা পরিবার নিয়ে। এমন পরিবেশে মনটা নিজে থেকেই হালকা হয়ে যায়।
আমি যখন কুষ্টিয়াতে থাকতাম, তখন মাঝেমধ্যে এখানে ঘুরতে আসতাম। কোনো কাজে না থাকলেও শুধু একটু বসে থাকার জন্যই চলে আসতাম। পৌরসভা যেন আমার ছোটবেলার অনেক স্মৃতির অংশ। এখনো সেই স্মৃতিগুলো ভেসে ওঠে চোখের সামনে।
এই জায়গাটা শুধু আমারই ভালো লাগে তা নয়, কুষ্টিয়ার অনেক মানুষের কাছেই এটি প্রিয় একটি স্থান। কেউ সকালে হাঁটতে আসে, কেউ বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসে। কুষ্টিয়ার মানুষদের এই ভালোবাসাটাই এই জায়গাটাকে আরও বিশেষ করে তোলে।
আমাদের কুষ্টিয়া পৌরসভা কেবল একটি সরকারি প্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। এর চারপাশের সৌন্দর্য, পরিবেশ আর মানুষের উপস্থিতি সব মিলিয়ে এটি আমার কাছে অনেক প্রিয় একটি জায়গা। যতবার কুষ্টিয়াতে আসি, পৌরসভা ঘুরে না গেলে মন ভরে না।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৩ জুন ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1940293541198274993?t=GFSdrdDRce1ez5hxBVH4_g&s=19
https://x.com/aongkonbd/status/1940801157687074887?t=6vGuG-7RgY9iuqXLyO_bIw&s=19
https://x.com/aongkonbd/status/1940801523908595791?t=--mCiWLkkyJZrHnLIwUUjw&s=19
https://x.com/aongkonbd/status/1940801897256177769?t=pQ92Abj6A-S_xQGk2VWXag&s=19
https://x.com/aongkonbd/status/1940802495170990417?t=IX3wyocubDvgrrgbT8baWg&s=19
@aongkon, this post is a wonderful glimpse into your life and your beautiful corner of Bangladesh! The photos of Kushtia Municipality are truly captivating; the serene atmosphere and the obvious affection you have for this place shine through.
It's fantastic to see your connection to "Amar Bangla Blog" and your dedication to enriching the community. Your passion for sharing your experiences and your creative spirit are evident. The inclusion of the photo details adds a professional touch and is much appreciated.
Thank you for taking us on this journey with you! I encourage everyone to explore Kushtia through @aongkon's lens and leave a thoughtful comment! What are some of your favorite places to visit?
কুষ্টিয়া পৌরসভা দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর। জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আপনার এই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।