বন্ধুকে সাথে নিয়ে একটু ঘোরাঘুরি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৩ শে মে, শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ভ্রমন প্রিয় একজন মানুষ সবসময় ভ্রমন করতে অনেক বেশি পছন্দ করি। ঢাকার ভিতরে ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে তবে যানজটের শহরের কোথাও ঘুরে বেড়াতে ইচ্ছা করে না। কুষ্টিয়া পলিটেকনিকে লেখাপড়া করার সময় মেসে থাকার কারণে অনেকের সাথেই পরিচিত হয়েছিলাম। সেখান থেকে একজন ভালো বন্ধু পেয়েছিলাম। সে সময়ে বন্ধু তারপর ইসলামী ইউনিভার্সিটি তে পড়তো আর আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তাম। আমরা দুই বন্ধু কুষ্টিয়া থেকে বেশ ভালোই ঘোরাফেরা করতাম। বন্ধু তাপসের সাথে গতকালকে সংসদ ভবনে গিয়েছিলাম ঘুরতে সেই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো।
কয়েকদিন আগে হঠাৎ এই বন্ধু তাপস দিয়ে বলল যে, শুক্রবারে চাকরি পরীক্ষা আছে দুইটা তাই ঢাকাতে যাবো। অনেকদিন পরে বন্ধুর ফোন পেয়ে বেশ ভালোই লাগছিল। তারপর আমার কাছে জিজ্ঞাসা করলে যে, পরীক্ষা সেন্টার থেকে আমাদের বাসা কতটা দূরে। আমি তখন বললাম যে, যতটা দূরেই হোক না কেন এবার ঢাকাতে আসতে আমার বাসায় আসতে হবে।
তারপর আবার কথা বলতেও বন্ধু তাপস রাজি হল আমার বাসায় আসার জন্য। আমি অবশ্য বলেছিলাম যে, তোমার পরীক্ষা সেন্টার পর্যন্ত আমি বাইকে করে দিয়ে আসবো। যাইহোক গতকালকে বিকালের দিকে বন্ধু তাপস ট্রেনে করে কুষ্টিয়া থেকে ঢাকাতে আসে। তারপর কমলাপুর স্টেশনে নেমে সোজা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন দেয়। আমি বন্ধু তাপসের ফোন পাওয়ার পরে বাইক নিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসায় নিয়ে আসি।
তারপর বিকালে সময়টা দুজন মিলে বাসায় গল্প করে কাটালাম। সন্ধ্যার পরে বন্ধু তাপস কে বললাম যে, বাইরে একটু ঘুরে আসি তাহলে ভালো লাগবে। তারপর বাইক নিয়ে দুজন মিলে সংসদ ভবনের দিকে রওনা দিলাম। গতকালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই রাস্তাতে ভীষণ জ্যাম ছিল। আমাদের বাসা থেকে অবশ্য সংসদ ভবন খুব একটা দূরে না কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে অনেকটা সময় লাগেছিল।
আমি এর আগেও অনেকবার সংসার ভবনের সামনে ঘুরতে গিয়েছি। কিন্তু আমার বন্ধু তাপসের জন্য সংসদ ভবনের সামনে এটাই প্রথম ঘুরতে যাওয়া। আমরা দুই বন্ধু মিলে অনেকটা সময় সংসার ভবনের সামনে ঘোরাফেরা করলাম। জীবনের প্রথম বারের মতো সংসদ ভবন দেখার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর।
আমরা কিছু সময় সংসদ ভবনের সামনে ঘোরাঘুরি করার পরে সেখান থেকে দুই বন্ধু মিলে আনারস খেলাম। ছোট ছোট আনারস গুলো কাসুন্দি দিয়ে মাখালে ভীষণ সুন্দর লাগে। আনারস খাওয়ার পরে বন্ধু তাপস কে বললাম যে, আর তাহলে চলো চন্দ্রিমা উদ্যানে একটু ঘুরে আসি।
তারপর দুই বন্ধু মিলে বাইক চন্দ্রিমা উদ্যানের সামনে গেলাম। যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল তার জন্য চন্দ্রিমা উদ্যানের ভেতরে যাওয়া নিষেধ ছিল। ঢাকা শহরের ভিতরে যতগুলো রাস্তা রয়েছে তার ভিতরে চন্দ্রিমা উদ্যানের সামনে রাস্তা এবং সংসদ ভবনের সামনে রাস্তা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক আমরা চন্দ্রিমা উদ্যানের সামনে কিছুটা সময় অতিবাহিত করে তারপর দুই বন্ধু মিলে বাসায় চলে আসলাম। অনেকদিন পরে দুই বন্ধু মিলে ঘোরাঘুরির মুহূর্ত অনেক সুন্দর ছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে মে ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1926295158066237440?t=J4-2J2773_nO8e5_yBWyWw&s=19
https://x.com/aongkonbd/status/1926295560551633064?t=Eeh8q310n6afdnozlPLmqA&s=19
https://x.com/aongkonbd/status/1926295868409327827?t=Cjv8JbFJy4Q-GIw_6mVHJA&s=19
https://x.com/aongkonbd/status/1926296165751865355?t=BJENL8KF8e7mg4svpKxotQ&s=19
https://x.com/aongkonbd/status/1926296480001691933?t=piV1CErYMFERt6uOIJ_doQ&s=19
https://x.com/aongkonbd/status/1926296878972383365?t=ZcbgfYz0kOIftErrDhwDYA&s=19