বৃষ্টিমুখর দিন।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250602_122119.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব বৃষ্টিমুখর দিনের কিছু মুহূর্ত। কয়েকদিন যাবৎ টানা ঝড়বৃষ্টি হয়েই যাচ্ছে। চারদিক অনেকটাই শীতল। কিছুক্ষণ পর পর ঝড়োহাওয়া হচ্ছে।কখনো আকাশ একদম পরিষ্কার কখনো বা আবার কালো মেঘ এসে ছেয়ে যায়। সবদিকে কেমন যেন একটা আলাদা রকম শান্তি কাজ করছে। আসলে শীত এবং বর্ষাকাল এই দুটো সময় এখন বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই প্রিয় হয়ে উঠেছে। তবে এদিকে আবার বর্ষাকালের সিজনটা অনেকের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়।

20250602_110025.jpg

20250602_110028.jpg

আসলে প্রত্যেকটা সিজনই সুন্দর তার পাশাপাশি এর বিরূপ প্রতিক্রিয়া দুটোই রয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে এত পরিমাণ গরম পড়ে যেটা অনেক অসহনীয় মাত্রার। তাছাড়া লোডশেডিং তো তার মাঝে আছেই। গরমের কারণে চারিদিকে লোডশেডিং এ পরিমান বেড়ে যায় এজন্য আরো বেশি কষ্টকর হয়ে পড়ে সবার জন্যই। চারদিকে গাছপালার পরিমাণ কমছে আর এজন্যই তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এর মাঝে স্বস্তির বৃষ্টি হলেই তখন সবার কাছেই ভালো লাগে।

20250602_110037.jpg

কিন্তু গত দুদিন আগে সারাদিন রাত টানা বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমাদের ফেনী এরিয়ার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়ে গিয়েছে। মুহুরী নদীর পানির কারণে ফুলগাজী সোনাগাজী সবদিকেই অনেকটা পানিবদ্ধতা হয়ে গেল। এদিকে আবার দক্ষিণাঞ্চল অর্থাৎ মুসাপুর সুইচগেটের এরিয়াটা পুরোটাই ভাঙ্গন শুরু করে দিয়েছে। সুইচগেট টা এখন পর্যন্ত নির্মাণ করার কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি।যাই হোক প্রত্যেকটা সিজনের ভালো খারাপ দুটি দিকই রয়েছে।

20250602_110049.jpg

20250602_110108.jpg
আজ সকাল থেকে আকাশটা পরিষ্কার থাকলেও ১১ টার পর থেকে চারদিক কালো মেঘে ছেয়ে গিয়েছিল। আর বারান্দায় বসে চারদিকে ঠান্ডা আবহাওয়াটা উপভোগ করছিলাম। এর মাঝে বৃষ্টি চলে এলো। আর আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম। আসলে বৃষ্টির আগে পরে এবং বৃষ্টি হওয়ার মুহূর্ত সবগুলো মুহূর্তই আমার কাছে বেশি ভালো লাগে। কিছুক্ষণ বসে বৃষ্টির এই মুহূর্তে উপভোগ করলাম। বৃষ্টির সময় খুব বেশি বাতাস ছিল না। এজন্য বারান্দায় পানির ছিটকে আসেনি তেমন। অন্যান্য সময় বৃষ্টির সাথে সাথে অনেক বেশি বাতাস হত আর এজন্য মূলত বারান্দায় বসা সম্ভব হত না। যাইহোক সব দিক মিলিয়ে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার দিনটা আমার কাছে বেশ ভালোই লাগে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বৃষ্টি সবারই ভালো লাগে। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যায়। বিশেষ করে নদী অঞ্চলগুলোতে সমস্যা হয়ে যায়। বৃষ্টি ভেজা দিনে সময়টা উপভোগ করেছেন দেখে ভালো লাগলো।