লাইফ স্টাইল: ছেলের সাথে বৃষ্টি দেখার মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার , ১৮ জুন ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার ছেলের সাথে বৃষ্টি দেখার আনন্দ শেয়ার করব। আমাদের এলাকাতে টানা দুই দিন ধরে প্রায় একভাবে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হালকা বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। এভাবেই চলছে দুই দিন। আর এই বৃষ্টির প্রথম দিনে অর্থাৎ গতকাল আমি এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছি। প্রথম দিন বৃষ্টি হয়েছিল খুবই ভালো লেগেছিল যদিও একটু কষ্ট হয়েছিল । তবে আবু রায়হান ও আমি একসাথে বসে দারুণভাবে বৃষ্টি দেখছিলাম খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমাদের বাচ্চাদের সাথে কাটালে বেশি ভালো হয় আর ওরাও এই মুহূর্তটাকে খুব আনন্দের সাথে শেয়ার করে।
গতকাল সকাল থেকেই বৃষ্টি ,বৃষ্টি তো বৃষ্টি সেই কি বৃষ্টি ।সকালবেলা আকাশ বেশ পরিস্কার ছিল কোন মেঘ নেই হঠাৎ করে অনেক মেঘ হয়ে জোরে জোরে বৃষ্টি নামে। আপনাদের ভাইয়া তো বৃষ্টির কারণে স্কুলে যেতে পারছিল না একটু লেট হয়ে গিয়েছিল। তবে তখন আমি কোন ছবি ধারণ করতে পারিনি যেহেতু উনি স্কুলে যাবে তাই রান্নাবান্না সহ আর এদিকে টুকটাক কাজ আছে আমি এই ফটোগ্রাফি করেছিলাম দুপুরবেলা । আবু রায়হানকে গোসল করিয়ে খাওয়াবো ঠিক সেই সময় বৃষ্টি নামে। বৃষ্টির কারণে আমারও একটু ভালো হয়ে যায় ওকে খাওয়ানোর জন্য। বর্তমান সময়ের বাচ্চাকে খাওয়ানো যে কি কঠিন মনে হয় আমার কাছে সেটা বলে বোঝানোর মত না। আবু রায়হান একদমই কিছু খেতে চায় না এজন্য বারবার ডাক্তারের কাছে যায় যখন ঔষধ দেয় কিছুদিন ঠিক থাকে আবার আগের মত হয়ে যায়। তাই আর জোর করি না জোর করে খাওয়াতে গেলে বমি করে দেয়। কিন্তু গতকালকে বৃষ্টি দেখতে দেখতে বেশ সুন্দর করে কোন ঝামেলা ছাড়াই খেয়ে নিল খাবার।
বৃষ্টি পড়লে গাছপালার পাতা থেকে জোরে জোরে যে শিশুর বিন্দু পরে সেগুলো দেখতে যে এত ভালো লাগে কি বলে বোঝাবো। তবে গত কালকে সব থেকে বেশি ভালো লেগেছিল যখন বৃষ্টির সাথে সাথে জোরে জোরে বাতাস বইছে আবু রায়হান বলছে বাতাস বাতাস। ওর এমন কথা শুনে আমারও ভীষণ ভালো লাগছিল। পরে আমরা দুজন হাত বের করে কিছুটা বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে ছিলাম। তবে হাত দিয়েছে আরও বেশি মুশকিল হয়ে যায়। হাত ভিজিয়ে একটু আনন্দ পেয়ে সে একদম পুরো শরীর ভেজানোর জন্য বারবার নেমে যেতে থাকে যতই দূরে আপনি আবারো নেমে যাই।
সব মিলিয়ে বৃষ্টিতে ভেজার জন্য জোরে জোরে কান্না করতে শুরু করে দিল। কি আর করব তারপরেও বৃষ্টিতে ভেজানো যাবে না কেননা আবু রায়হানের ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজলে আরো বেশি অসুবিধা হতে পারে। এরপর দেখলাম আল্লাহর রহমতে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল। তারপর সবুজ সুন্দর প্রকৃতির মাঝে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম কোলে করে। বৃষ্টি হবার পর প্রতিটি গাছপালা মনে হয় যেন তার নতুন জীবন ফিরে পেয়েছে একদম সাথে যা তার ভাব। আমার তো বৃষ্টির পানিতে ভিজতে এবং বৃষ্টি হওয়া দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1935712606020575385?t=BHXCuYdQaOso0fJGUikJDg&s=19
https://x.com/MstFatema137069/status/1935714020587372933?t=wDtqBVem8PzrYGXcaEtfPA&s=19
https://x.com/MstFatema137069/status/1936076826570592349?t=DoTpSme1W0DauOi6inGsAg&s=19
https://x.com/MstFatema137069/status/1936077520522428639?t=-G3hNp_Npo6qfPujzJG3jg&s=19
https://x.com/MstFatema137069/status/1936078811478868212?t=JHPTPriSuQpj5nARPyyV7g&s=19