জীবনের গল্প || ভাবনাগুলো যেখানে আত্মকেন্দ্রিক

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে যথারীতি মনের মাঝে ভয়টা এখনো আছে। পরিবারের একজন অসুস্থ হলে পর মুহুর্তে সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন, এটা যেমন চিন্তায় বিষয় ঠিক তেমনি একটা ভীতিও ছড়াচ্ছে। কখন আমি অসুস্থ হয়ে যাই তারপর পুরো পরিবার একইভাবে আক্রান্ত হয়ে যায়। পরিবেশ এবং পরিস্থিতি সত্যি খুব একটা সুখকর যাচ্ছে না এই সময়ে। এখন অবশ্য সময় কিংবা অসময় নেই, সব কিছু কেমন জানি পরিবর্তন হয়ে গেছে এবং নতুন সময় সূচীতে চলছে।

পরিবর্তন যে শুধু প্রকৃতি ও পরিবেশের মাঝে হয়েছে তা কিন্তু নয়, বরং আমরা নিজেরাও পরিবর্তন হয়ে গেছি। আপনার আমার শৈশব স্মৃতিগুলো কিন্তু সেই বিষয়ে স্পষ্ট স্বাক্ষী, একটু চিন্তা করে দেখুন, আপনার শৈশবের স্মৃতিগুলোকে সামনে আনুন, তারপর বর্তমান সময়ের সাথে তুলনা করে দেখুন। তখন কেমন ছিলেন আপনি, তখন কেমন ছিলো আপনার মানসিকতা আর এখন কেমন হয়েছেন আপনি, কেমন হয়েছে আপনার মানসিকতা? পার্থক্যটা এখানে একটু টেনে দেখুন, পুরো বিষয়টি বেশ সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে।

sailboat-9766211_1280.jpg

আমার নিজেরও এমন অনেক ঘটনা আছে যা এখন আমাকে অবাক করে দেয়, ছোট ছোট অনেক বিষয়ে এখন হুট করে রাগান্বিত হয়ে যাই কিন্তু তখন অনেক বড় বড় বিষয়ও খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতাম, প্রাপ্য বিষযগুলোতেও বেশ স্বাচ্ছন্দ্যভাবে ছেড়ে দিতাম। তখন কিন্তু রাগ করে এগুলো করতাম না কিংবা কেউ সেটা ছেড়ে দিতে বলেছেন অথবা বড়রা কেউ নির্দেশ দিয়েছেন সেই জন্য করি নাই। স্বইচ্ছায়ই সেগুলো করেছিলাম, কাউকে কাউকে খুশি করার জন্য কিংবা আমার সেটা না হলেও চলবে এমনটা ভেবেই কিন্তু করেছিলাম। কিন্তু এখন সেটা করতে পারছি না।

কেন এখন আমরা সেগুলো করতে পারছি না, কেন এখন আমরা অনেক বেশী স্বার্থবাদীর মতো আচরণ করছি। আসলে সময়ের সাথে সাথে আমরা অনেক বেশী আত্মকেন্দ্রিক হয়ে গেছি, নিজের বিষয়টিকে অনেক বেশী বড় করে দেখছি, আমাদের ছাড়ের মানসিকতা নিদারুণভাবে পরিবর্তন হয়ে গেছে। অথচ কথা ছিলো আমরা শৈশবে যা করেছি বা যা যা শিখেছি বড় হয়েও সেগুলোকে সুন্দরভাবে লালন ও ধারণ করা, সেই শিক্ষাগুলোকে দারুণভাবে বাস্তবায়ন করার। অথচ হয়ে গেছে পুরো উল্টোটা, ছাড়ের মানসিকতায় এখন স্বার্থবাদী মানসিকতা তৈরী হয়ে গেছে।

পরিবেশ ও প্রকৃতি যেমন আমাদের নিদারুণ অবহেলা ও অযত্নের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তেমনি আমরাও আমাদের পরিবার ও সম্পর্কের বিষয়ে অনেক বেশী উদাসহীন হয়ে গেছি, যার নিদারুণভাবে প্রভাবে প্রকৃতি সুন্দর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের পারিবারিক বন্ধনগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার হতে যখন হতে আমরা বিচ্ছিন হতে শুরু করেছি ঠিক সেই সময় হতেই আমরা আত্মকেন্দ্রিক কিংবা স্বার্থবাদী হতে শুরু করেছি, এটাই হয়তো প্রকৃত কারণ।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hello @hafizullah,

What a thought-provoking post! I especially appreciate your reflections on how we change over time, often losing the selfless qualities we possessed in childhood. It's so true that the pressures of modern life can make us more self-centered. Your observation about our disconnect from nature mirroring our detachment from family ties really resonated with me.

The image you selected from Pixabay adds a peaceful touch to your powerful message. Thank you for sharing your insightful perspective. It's a topic we should all reflect on.

What are some specific memories from your childhood that highlight this difference in mindset? I'm eager to read what others have to say about this shift in priorities as we age!