জীবনের গল্প || বাস্তবতার যত কঠিন সত্য
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজের মানসিকতার মাঝে পরিবর্তন আনার চেষ্টা করছি, যদিও সেটা ঠিক মতো পারছি না। কারণ মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতি মন ও মানসিকতা দুটোই নিদারুণভাবে নষ্ট করে দেয়। আপনাদের অবস্থা হয়তো এমনটা হয় না কিন্তু আমার মাঝে এটা উপস্থিতি খুব বেশী পরিমাণে আছে। যার কারণে মাঝে মাঝে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্যের মন রক্ষা করার চেষ্টা করি, অন্যদের দৃষ্টি আকর্ষণ করার আপ্রাণ চেষ্টা করে যাই।
আমাদের সমস্যা হলো, আমরা নিজেদের আগ্রহ কিংবা ইচ্ছাকে খুব সহজেই জলাঞ্জলি দিয়ে ফেলি, তারপর অন্যের সখ কিংবা ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেটা পূরণে সচেষ্ট হয়ে যাই। বাস্তবতায় সব সময় আমরা আমাদের নিজেদের ভেতরের কথা শুনতে চাই না কিংবা খুব সচেতনভাবে সেটাকে এড়িয়ে যাই। আসলে সমস্যা আছে এবং সমস্যা থাকবে, সেগুলোকে এখনো পরিপূর্ণভাবে সমাধাণ করা যাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সমস্যাকে ভয় পাই এবং পুরো জীবন সেটা হতে পালিয়ে বেড়াই। যার কারণে আমরা না পারি একুল ধরে রাখতে না পারি ওকুলে যেতে।
আত্মবিশ্বাস হয়তো এখানে একটা দারুণ কাজ করতে পারে কিন্তু আমরা সেখানেও পরাজিত। কারণ আমাদের আত্মবিশ্বাসের লেভেলটা অনেক ক্ষেত্রেই অন্যরা তৈরী করে দেয়, আমরা নিজেরা তৈরী করতে পারি না। ফলশ্রুতিতে সেই অন্যদের কথায় আমরা বিশ্বাস স্থাপন করি এবং দিন শেষে তারা আমাদের দিয়ে তাদের টার্গেটগুলো সুন্দরভাবে পূরণ করিয়ে নেয়। যখন আমরা সেটা বুঝতে কিংবা উপলব্ধি করতে পারি তখন অনেক বেশী দেরী হয়ে যায়। নিজের কথা কিংবা নিজের আকাংখাগুলোকে সামনে এনে নতুন করে টার্গেট সেট করার মানসিকতা কিংবা ইচ্ছা কোনটাই আর অবশিষ্ট থাকে না।
আমাদের সমাজে অধিকাংশ মানুষই নিজের চোখে নয় বরং অন্যের চোখে পৃথিবী দেখতে পছন্দ করে, অন্যের স্বপ্নগুলোকে বেশী গুরুত্ব দেয় এবং সেগুলো নিয়েই চিন্তা করে। অন্যদের স্বপ্নগুলোকে সফলতা দেয়ার অন্যতম দায়িত্ব মনে করে, কিন্তু নিজের অস্তিত্ব কিংবা ভবিষ্যতের জন্য সেগুলো যে খুব ভালোভাবে কাজ করে না, সেটাও একটা দীর্ঘ সময় পাড়ি দেয়ার পর বুঝতে পারে। ততোদিনে যা হওয়ার তাই হয়ে যায়, নিজের বলে কিছু থাকা উচিত সেটা আর স্বীকার করতে চায় না। ঐ যে শুরুতে বলেছিলাম, জীবনকে সুন্দর করার প্রচেষ্টায় অন্যের হাতিয়ার হয়ে কাজ করাটাই আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যায়।
নিজে কিছু করার সেই মানসিকতায় যদি আমরা শুরুতেই নিজেদের আগ্রহকে প্রাধান্য দিতে পারতাম, তাহলে হয়তো নিজের স্বপ্নটাকেই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতাম, অন্যের পৃথিবীকে প্রাধান্য দিতে যেতাম না। আর একটা দীর্ঘ সময় পর নিজের অস্তিত্বকে অস্বীকার করার প্রয়োজন হতো না। শূন্যতার মাঝে শূন্যই সেরা সম্বল হতো না আমাদের। দিন শেষে নিজের জন্য যতটা করতে পারবো ততটাই নিজের বলে তৈরী হবে, আর বাকি সব অন্ধকারের মতো বিলীন হয়ে যাবে, এটাই বাস্তবতা এবং দিন শেষে এটাই বার বার প্রমাণিত হয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@hafizullah, excellent post! I found myself deeply resonating with your thoughts on the struggle to prioritize our own desires and dreams amidst societal pressures. It's so true that we often fall into the trap of living through others' expectations, only to realize later that we've neglected our own aspirations.
The way you've articulated this common human experience is powerful and thought-provoking. The image you've selected perfectly complements the introspective nature of your words, creating a truly impactful piece. Thank you for sharing this insightful perspective with us! I'm sure many others will find it equally relatable. What steps do you think individuals can take to break free from these societal expectations and pursue their own passions? I'd love to hear your thoughts and learn from your experience!