আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও গরমের মাত্রাটা বেড়ে যাওয়ার কারনে কিছুটা চাপের মাঝে আছি। আসলে গম খুব একটা সহ্য করতে পারি না বলেই চাপের পরিমানটা বেড়ে গেছে। কবে যে বাড়িতে এসি লাগাতে পারবো সেই চিন্তায় আছি। কারণ অফিসে এসি লাগানোর চিন্তা চলছে, যদি এটা হয়ে যায় তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেটা নিযে কোন সন্দেহ নেই। কারণ সারাদিন এসির মাঝে থেকে যখন বাড়িতে আসবো তখন টের পাবো কত গরমে কত ঘাম! হি হি হি।

অবশ্য গরম যে খালি ক্ষতিকর তা কিন্তু নয়, অনেক গরম কিন্তু লাভজনক। যেমন ধরুণ বউ, বউ যখন গরম হয়ে যায় তখন কিন্তু বাড়িতে ভালো ভালো বাজার সদাই করতে হয়, না হলে বিনা মেঘে বজ্রপাত শুরু হয়ে যায় হি হি হি। এই গরম কিন্তু অবশ্যই ভালো দিক, আমি অবশ্যই এটাকে পজিটিভ দিক হিসেবে বিবেচনা করি। বউ গরম হতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সুতরাং গণতান্ত্রিক দেশে বাস করে আমি তার অধিকার হরণ করতে পারি না, এটা আমার দ্বারা অসম্ভব একটা বিষয় হি হি হি। ঐ যে কথায় বলে না, গরম হতে যদি ভালো কিছু হয় তাহলে গরম দিয়েই হোক শুভ কাজ। আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন।

easter-1238465_1280.jpg

আরো একটা সুবিধার দিক হলো সিজনাল ফল, আমাদের দেশে আবার দারুণ স্বাদের সব সিজনাল ফল পাওয়া যায়। আর এগুলোর মাঝে গ্রীষ্মকালীন ফলগুলোর স্বাদ তুলনামূলকভাবে একটু বেশী। গ্রীষ্মকালীন ফল মানেই হলো গরমে টস টস করা রসের ফল। এখন যেমন বাজারে দেখা যাচ্ছে কাঁঠাল, আম আর লিচু। কয়দিন পর হয়তো আরো অনেক ফলই দেখা যাবে। তাই উষ্ণতার পরিমান বেশী না হলে কিন্তু এই ফলগুলো দ্রুত পাকে না আবার রসেও টইটম্বুর হয় না। সুতরাং এখানেও গরমের দারুণ একটা প্রভাব আছে আর এই প্রভাবটাও আমাদের জন্য সুখকর কিছু।

আমি অবশ্য এর মাঝেই দেশী আমের দারুণ মিষ্টি স্বাদ নিয়ে ফেলেছি। ছোট শালীর শশুড় বাড়িতে বিশাল সাইজের একটা আম গাছ আছে সেটার আমগুলোর সাইজ কিছুটা ছোট ছোট কিন্তু বেশ মিষ্টি। এখানে আমি একটা বাড়তি সুবিধা পাই বড় দুলাভাই হিসেবে আমের একটা বড় ভাগ পাই আর সেটা শালী নিজে এসেই বাড়িতে দিয়ে যায়। গতকাল রাতেও হ্যাংআউট এর পর একবাটি সাবার করেছিলাম, হি হি হি। লিচু অবশ্য এখনো শুরু করি নাই, অফিসের মাধ্যমে দিনাজপুর হতে কিছু লিচু সংগ্রহ করার ব্যবস্থা করা হতে পারে, তখনও অবশ্য দারুণ স্বাদের লিচু খেতে পারবো।

সুতরাং গরম যতই খারাপ হোক, উষ্ণতা যতই বেশি হোক এর বিরোধিতা করা যাবে না। গরমেরও গণতন্ত্রের অধিকার ভোগ করার সুযোগ দিতে হবে। বৈষম্য তৈরী করা যাবে না। যদি বিবাহিত না হোন তাহলে বেশী বেশী জিএফ এর গরম গরম জারি খাবেন তাহলে দেখবেন গরম ভাবটা সয়ে যাবে হি হি হি। আর হিতে বিপরীত হলে আমি কিচ্ছু জানি না, সেটা দোষও গরমের হবে হি হি হি।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.