জীবনের গল্প || মানসিকতার নির্মম পরিবর্তন

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে বর্তমান প্রজন্মের অবস্থান দেখে বেশ চিন্তায় আছি, সত্যি বলছি আমাদের ছোটবেলা কিংবা শৈশবটা এমনটা ছিলো না, বরং অনেকটাই আনন্দময় ছিলো, অনেকটাই আবেগময় ছিলো এবং অনেকটাই সরলতায় ভরা ছিলো। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই যে, আমাদের সময় সামাজিক অবস্থান পারিবারিক অবস্থান অনেক বেশী মজবুত ছিলো যেটা এখন সম্পূর্ণরূপে অনুপস্থিত আর এর প্রভাবটাই এখন নিদারুণভাবে পড়ছে বর্তমান প্রজন্মের উপর।

আর এটাই চিন্তার কারণ, আমরা যখন আমাদের শৈশবের দিনগুলোর সাথে কিংবা স্মৃতিময় ঘটনার সাথে বর্তমান দৃশ্যগুলো একটা পার্থক্য চিন্তা করি তখন সত্যি হৃদয়টা নীরব হয়ে যায়। আবেগগুলো কেমন জানি শুন্যতায় শুকিয়ে যায়। কারণ তাদের অবস্থা নিয়ে আমাদের মাঝে একটা চিন্তা সর্বদা জাগ্রত থাকে। দেখুন প্রজন্মের পর প্রজন্ম যদি সঠিক ধারাবাহিকতায় থাকতে না পারে তাহলে সেই জাতির ভবিষ্যৎ একদমই অন্ধকার এবং সেটা খুব বেশী সময়ের জন্য টিকে থাকতে পারে না। সেটার একটা প্রমান কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি।

hatena-1184896_1280.png

চিন্তা করে দেখুন, এক যুগ পূর্বে বাঙালির দৃষ্টিভঙ্গি কেমন ছিলো, সামাজিক অবস্থান কেমন ছিলো আর এখন কেমন আছে? পার্থক্যগুলো একটু চেক করে দেখুন, সেটা কিন্তু একদিনেই হয়ে যায় নাই। বরং ক্রমাগত ভাবে প্রজন্মের মাঝে পরিবর্তন হওয়ার কারণে ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হতে শুরু করে। তারপর আগের অবস্থানের সাথে বর্তমান অবস্থানের পার্থক্যগুলো ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠবে। এই খানেই আমাদের যত ভয়, এই পরিবর্তনটা যদি কাংখিত না হয় তাহলে পুরো জাতি বিপদগামী হয়ে যেতে পারে, সামাজিক ধ্বংস অনিবার্য হয়ে যেতে পারে।

আমরা যদি এখনই এই বিষয়ে সতর্ক না হই, আমরা যদি ভবিষ্যত নিয়ে এখনই চিন্তা না করি, তাহলে সত্যি পরিবর্তনের আঘাতে আমাদের শিকড় পরিবর্তন হয়ে যাবে, আমাদের সাথে আমাদের প্রজন্মের সংযোগটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর ধীরে ধীরে সেটাও বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন জাতি হিসেবে আমরা শুধুমাত্র নামে মাত্র টিকে থাকবো কিন্তু কাজ-কর্মে কিংবা ধ্যান-ধারণায় আমাদের বাংলার ঐতিহ্য হারিয়ে যাবে নিদারুণভাবে, সবাই সেটা ভুলে যাবে এবং কল্পনায়ও সেটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এটাই নির্মম বাস্তবতা এবং সভ্যতার নিদারুণ আঘাত।

আমরা হয়তো উন্নত হবো, সভ্যতার সাথে দারুণভাবে এগিয়ে যাবো কিন্তু অতীতের সবটা ভুলে যাবো, অতীতের ঐতিহ্যগুলোকে আর ধারণ করার চেষ্টা করবো না। তারপর প্রজন্মের পর প্রজন্ম নতুন পরিচয়ে বেড়ে উঠবে, নতুন জাতিতে রূপান্তরিত হবে। শেকড়ের সেই মায়া কিংবা আবেগ ধীরে ধীরে হারিয়ে যাবে। আমরা যদি আমাদের প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, অতীত ঐতিহ্যগুলোর ব্যাপারে তাদের সচেতন না করি, তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক এবং কলংকময় বিষয়। পরিবর্তন আসুক আমাদের মাঝে কিন্তু সেটাও হোক কাংখিতভাবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png