জীবনের গল্প || নতুন কিছু শুনার আগ্রহ

in আমার বাংলা ব্লগ14 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে এই সুস্থতা কতটা সময়ের জন্য দীর্ঘ হবে সেই বিষয়ের কোন নিশ্চয়তা খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের প্রচেষ্টাগুলোর মাধ্যমে অনেক কিছু খুঁজে নেয়ার চেষ্টা করি, অনেক কিছুর মাঝে নতুনভাবে পথ চলার সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করি, কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি প্রচেষ্টা নতুন একটা অধ্যায়ে সূচনা করে এবং প্রতিযোগিতায় টিকে থাকার সাহস যোগায়। কিন্তু আমরা যদি এই প্রচেষ্টায় গতিশীল থাকতে না পারি তাহলে হয়তো সেই সুযোগটা কখনোই তৈরী হয় না।

আমরা চারপাশে যা দেখি, প্রতিটি দেখার মাঝ হতে কিছু শেখার চেষ্টা করি। নতুন কোন কিছুর অস্তিত্ব খোঁজার চেষ্টা চেষ্টা কারন নতুন কিছুর অস্তিত্ব আমাদের মাঝে নতুন এক ধরনের অনুপ্রেরণা তৈরী করে। সেই অনুপ্রেরণা একটা সময় উৎসাহ দেয় এবং আমরা নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমাদের শিক্ষাটা কিন্তু এভাবেই তার পথ প্রসস্ত করে নেয়, এখানে প্রতিটি মানুষ নিজ হতে এবং নিজের ভেতরের চাহিদাকে অনুভব করে, নিজের উদ্যোগেই সেটাকে আয়ত্ব করে নেয়। একটা শিশু কিন্তু প্রথমেই পড়তে জানে না বা পড়ে কিছু শিখতে পারে না।

sculpture-3365574_1280.jpg

বরং সে শুনে, একই বিষয়বস্তুর প্রতি তার বারবার আকর্ষণ তৈরী হতে, একই কথা সে বার বার শুনে, মনোযোগ সহকারে শুনে তারপর সেটাকে নিজের ভেতরে আটকে নিয়ে নতুন কিছু তৈরী করার চেষ্টা করে, নিজের শিক্ষার বিষয়টিকে সহজবোধ্য করে তুলে। এই উদাহরণটা কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য প্রয়োজ্য নয় বরং সকল শ্রেণীর সকল মানুষদের জন্য প্রযোজ্য। আমি নিজেও সেই তালিকার মাঝে আছি। কারণ এখনো আমি নানা কিছু শুনে শুনে আয়ত্ব করার চেষ্টা করি, নতুনভাবে শেখার চেষ্টা করি। এটাকে বলতে পারেন মানুষের স্বভাবজাত অন্যতম একটা বৈশিষ্ট্য।

আমরা যদি শুনা বন্ধ করে দেই, তাহলে হয়তো আমাদের শিক্ষাটা অনেক বেশী মন্থর হয়ে যাবে, আমাদের ভেতরের চেতনাটা নষ্ট হয়ে যাবে। নতুন কিছু আয়ত্ব করার আগ্রহ হারিয়ে যাবে এবং আমাদের সৃজনশীলতা চিরতরে হারিয়ে যাবে। এটাই নির্মম বাস্তবতা হতো আমাদের জন্য, কিন্তু তেমনটা হয় নাই কারণ আমরা নতুন অবস্থায় নতুন কিছু দেখার পর সেটার প্রতি আগ্রহ বাড়িয়ে দেই, মনোযোগ তৈরী করি এবং সেটাকে ভালোভাবে শুনার চেষ্টা করি। আমাদের সেই শিশুকাল হতে এই প্রচেষ্টার সূত্রপাত ঘটে এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটা চলমান থাকে।

সুতরাং আমরা যদি আমাদের দেখা এবং শুনার প্রতি সঠিক মনোযোগ ধরে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের অবস্থার পরিবর্তন বার বার ঘটতে থাকবে, নতুন কিছু শুনা এবং শেখার মাধ্যমে নিজের ভেতরে থাকা দক্ষতাকে বৃদ্ধি করতে পারবো, সৃজনশীলতাকে নতুন আকারে উপস্থাপন করতে পারবো। তবে সেই শুনা এবং দেখাটা হতে হবে কাংখিত। কারণ অনাকাংখিত কিছু শুনা কিংবা দেখা হতে মানুষের মাঝে কুপ্রবৃত্তির জন্ম নেয়, যা খাবারের দিকে টেনে নিয়ে যায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png