জীবনের গল্প || সিদ্ধান্তে যত গরমিল

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও প্রকৃতি ও পরিবেশ দুটোর কোনটাই ঠিক নেই। ঠিক নেই বলতে আমরা ঠিক রাখতে পারি নাই, নানা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে আমরা প্রকৃতির উপর চাপ বৃদ্ধি করেছি এবং তারপর প্রকৃতির অপ্রত্যাশিত প্রভাবে বিরূপ মন্তব্য করেছি। এটা একটা নিময় হয়ে গেছে আমাদের জন্য, আমরা সবটাই বুঝি কিন্তু তারপরও ফলাফলটা মেনে নিতে সর্বদা অপ্রস্তুত থাকি। প্রয়োজনের সময় আগে পিছে চিন্তা করি না, তারপর সেটার সিদ্ধান্ত নিয়ে আফসোস করি।

আমার বাড়িতেও একটা চালতা গাছ ছিলো, খুব বেশী বড় সাইজের ছিলো না কিন্তু তবুও সেটা আমার রুম মানে যেখানে আমি থাকি সেটা দারুণভাবে ঠান্ডা রাখতো। কিন্তু পাশের রুমটি বড় করার জন্য সেটাকে কেটে ফেলেছিলাম। যদিও আমার বড় ভায়রা ভাই সেটা কাটতে নিষেধ করেছিলেন। কিন্তু প্রয়োজনের কথা চিন্তা করে তখন কারো কথাই শুনি নাই। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, প্রয়োজনের সময় আমাদের বুদ্ধি লোপ পায় এবং অন্যদের পরামর্শ শুনতেও নারাজ থাকি। ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি না আমরা। আর এই কারণেই আমাদের সিদ্ধান্তের ফলাফলটা ভালো আসে না।

desert-749692_1280.jpg

পরবর্তীতে গরম এবং লোডশেডিং দুটোই চরম আকার ধারণ করে এবং অনেকটা বাধ্য হয়েই বাড়িতে আইপিএস সেট করি। খুব সহজ একটা বিষয় কতটা জটিল হয়ে গিয়েছিলো দেখুন, সিদ্ধান্তের ক্ষেত্রে আগ পিছ না ভাবলে যেটা হয়। সামান্য একটা সিদ্ধান্তের কারণে খরচটাও ভীষণভাবে বেড়ে গিয়েছিলো। কিন্তু এখানেও একটা ভুল সিদ্ধান্ত ছিলো যেটা পরবর্তীতে আমি বুঝতে পারি। আইপিএস কেনার পর যখন সেটা নিয়ে অফিসের কলিগদের সাথে আলোচনা করি, তখন তারাও সেটা নিয়ে বেশ সমালোচনা করতে শুরু করে। কারণ তাদের যুক্তি ছিলো এতে প্রকৃতির কোন উপকার হবে না।

কিন্তু যদি আমি সোলার সিস্টেম এর দিকে যেতাম হয়তো আমার ৫-১০ হাজার টাকা বেশী খরচা হতো কিন্তু তাতে প্রাকৃতিক শক্তি ব্যবহারের পূর্ণতা পেতো। এই বিষয়টিও আমার মাথায় ছিলো না, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি তার মাধ্যমেও প্রকৃতির ভীষণ ক্ষতি সাধণ হচ্ছে কিন্তু আমরা যদি সোলার এনার্জি ব্যবহারের দিকে মনোযোগি হতাম এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহারসহ অন্যান্য বিষয়ে একটু সচেতন হতাম তাহলে হয়তো প্রকৃতির সুন্দর পরিবেশ অনেক ক্ষেত্রেই আমরা ধরে রাখতে পারতাম এবং দূষণের মাত্রা কিছুটা হলেও হ্রাস পেতো।

আমি আমার বাস্তব জীবনের একটা বিষয়কে জাস্ট এই জন্য উপস্থাপন করলাম যেন প্রকৃতির ক্ষতির বিষয়টি খুব সহজেই আপনাদের বোধগম্য হয়, আমরা প্রতিনিয়ত এমন সকল সিদ্ধান্ত নিচ্ছি যার একটা নিদারুণ প্রভাব প্রকৃতির উপর পড়ছে এবং তা প্রকৃতির জন্য সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। বাস্তবতায় আমরা সবাই এমনটা করে থাকি কিন্তু তারপর দিনশেষে আমরা সকল দোষ কিংবা সকল সমস্যার মূল কারণ হিসেবে প্রকৃতিকে দোষারূপ করতে দ্বিধাবোধ করি না, আফসোস আমরা যে কবে সঠিকভাবে সব কিছু বুঝতে পারবো!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.