আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বেশী চিন্তিত আছি। সত্যি বলতে গাড়িতে-বাড়িতে-অফিসে যেখানেই যাই না কেন? সবখানেই এক আলোচনার ঝড় বইতে শুরু করেছে। আমি চাইলেও যেমন সেখান হতে বেঁচে থাকতে পারছি না ঠিক তেমনি চাইলেও আমরা সেই ঝড়ের মাঝে থাকতে পারছি না, এক অদ্ভুত পরিস্থিতির মাঝ দিয়ে যেতে হচ্ছে আমাকে। সত্যি বলতে গ্রাম্য ভাষায় একটা কথা বলে না শ্যাম রাখি না কুল রাখি, অনেকটাই তেমন অবস্থা।

আর পত্র পত্রিকা পড়লে তো মনে হয়, অনেক কিছুই হয়ে যাচ্ছে দেশে, আবার এর বিপরীতমুখীও অবস্থান আছে যা দেশের পরিস্থিতি আরো বেশী নাজুক করে দিচ্ছে। যেহেতু আমার বাংলা ব্লগে রাজনীতি নিয়ে কিছু লেখা নিষেধ আছে সেহেতু এই বিষয়ে আর নতুন করে কোন কথা বলছি না। তবে বাস্তবতা হলো আমাদের জীবনের গতিশীলতা অনেক ক্ষেত্রেই এই রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। ঐ যে একটা কথা আছে না, বিবাহিত জীবনে একজন পুরুষ যেমন চাইলেও অনেক কিছু উপেক্ষা করতে পারে না, ঠিক তেমনি আবার অনেক ক্ষেত্রে অনেক কিছুই গ্রহণ করতে পারছে না।

carelessly-1334097_1280.jpg

বিবাহিত পুরুষ মানেই সেই বৈষম্যের স্বীকার হওয়া, যখানে পুরো গণতান্ত্রিক অধিকার ভোগ করার সুযোগটা ছোট হয়ে যায়, আমিও কিন্তু সেই সিরিয়ালে থাকা একজন মানুষ, হি হি হি। আরে ভাই বাস্তবতা বা সত্য কোনটাই আমরা অনেক ক্ষেত্রে লুকিয়ে রাখার চেষ্টা করলেও সেটাকে কখনোই অস্বীকার করতে পারি না, কারণ সেটা কখনোই আলোর মুখ দেখে না। সম্ভবনা বা সমস্যা যেটাই হোক না কেন? বিবাহিত জীবনে আমাদের প্রধান কামনা থাকে শান্তি প্রতিষ্ঠা করা, সেই জাতিসংঘের শান্তির নীতি মেনে এবং নানা ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমাদের শান্তি চাই।

কারণ আর যাইহোক, অশান্তি নিয়ে জীবনের গতিশীল ধরে রাখা অসম্ভব। আর যেখানে যদি আমরা হেরে যাই তাহলে রাজনীতিতে আমরাও নিষিদ্ধ হয়ে যেতে পারি। সুতরাং বাস্তবতাকে মেনে নিয়ে সংসার জীবন হোক কিংবা দেশের ব্যবস্থাপনা হোক, সবখানেই রাজনীতি একটা সবর উপস্থিতি থাকা উচিত। তা না হলে যে যৎ সামান্য অধিকার আমরা এখন উপভোগ করতে পারছি ভবিষ্যতে হয়তো সেটাও থাকবে না। সুতরাং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় হাতিয়ার সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে অব্যাহতভাবে।

শেষের দিকে যাচ্ছি, কথা বলতে বলতে হয়তো অনেক কথাই বলে ফেলেছি। যেমন রাজনীতিবীদগণ যখন টকশো নামক অনুষ্ঠানে বসেন তখন তারাও মাঝে মাঝে বুঝতে পারেন না যে কি বলা উচিত আর কি বলা উচিত না, যেমনটা আমিও করেছি রাজনীতির মাঝে বিবাহিত জীবনের ছায়া নিয়ে এসেছি হি হি হি, একটু রস যোগ করলাম মাত্র যাতে আপনারা কিছুটা আনন্দ নিতে পারেন। জীবনে কিছু রসকসও দরকার আছে, তা না হলে বস আবার বেরস হয়ে যাবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.