জীবনের গল্প || টিকে থাকার লড়াই

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সত্যি বলতে পরিবেশের সাথে মাঝে মাঝে নিজেকেও সঠিকভাবে সংযুক্ত রাখার চেষ্টা করছি। তবে প্রকৃতির মতো এমন হুটহাট করে নিজেকে পরিবর্তন করতে পারছি না, এটা একটা বড় দূর্বলতা আমার। অবশ্য চারপাশে এমন মানুষের সংখ্যা অনেক বেশী, যারা বর্তমান প্রকৃতির মতো হুটহাট করে নিজেকে পরিবর্তন করে নেয়। আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না, তারা কতটা দ্রুততার সাথে এমন আচরণ করতে পারবে বা অভ্যস্থ।

তবে হ্যা, এর মাঝে ভালো মানুষের সংখ্যাও আছে যদিও সেটা নেহায়েত খুবই কম কিন্তু তবুও তারা টিকে আছে, সংগ্রাম করে এবং লড়াই করে। পৃথিবীতে কোন কিছুই সহজ নয় আর ভালো মানুষ হিসেবে টিকে থাকাটা অনেক বেশী কঠিন। প্রতিনিয়ত নানাভাবে নানা উপায়ে তাদের উৎখাত করার আপ্রাণ চেষ্টা করা হয় বা হবে, কিন্তু তবুও সেই নেহায়েত কম সংখ্যার মানুষগুলো সবার সাথে এবং পরিস্থিতির সাথে লড়াই করে নিজেদের অবস্থান ঠিক ধরে রাখছেন এবং ক্রমাগতভাবে সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার চেষ্টায় গতিশীল থাকছেন। আপনি একটু চেষ্টা করে দেখুন, তাদের দেখা ঠিক পেয়ে যাবেন।

hike-1836600_1280.jpg

সেদিন বলেছিলাম আমাদের অফিসের কাজের বুয়ার ঘটনাটি, যা সত্যি আমাদের অফিসের সবাইকে চমকে করে দিয়েছে। যেখানে আমি ভালো একটা পজিশনে চাকুরী করে এবং স্টিমিট এর আয় দিয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি, সেখানে তিনি সামান্য একটা চাকুরী করেও নিজেকে ধরে রেখেছেন, হাল ছেড়ে দেন নাই। কিংবা সমস্যায় জর্জরিত হয়ে পিছু হটে যান নাই, এটা অসম্ভব একটা বিষয়, এখানে সবাই গতিশীল থাকতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না কারণ আপনার আমার চারপাশের মানুষগুলো আমাদের টিকে থাকতে দিবে না।

একটু চিন্তা করে দেখুন তো, স্বাভাবিক কিংবা সাধারণভাবে এই সমাজে টিকে থাকাটা কতটা অসম্ভব একটা বিষয়, প্রতিনিয়ত নানা বিষয়ে আমাদের হিমশিম খেতে হয়, পিছু হটতে হয়। এইতো সেদিন ছেলের একটা প্রাইভেট পড়া বাদ দিতে হয়েছে, কারণ কোন দিক দিয়েই সেটাকে সামাল দেয়া যাচ্ছিলো না। যেহেতু প্রতিনিয়ত জিনিষপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, মাসিক খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই গতিশীল থাকার জন্য নানা ক্ষেত্রে আমাদের বাজেট ছোট করতে হচ্ছে এবং সেটার জন্য অনেক কিছু কিংবা অনেক স্বাদ অপূর্ণ রাখতে বাধ্য হচ্ছি, এটাই প্রকৃত বাস্তবতা, অস্বীকার করার কোন সুযোগ নেই।

সবশেষে, টিকে থাকতে হলে আপনাকে লড়াই করতে হবে এর কোন বিকল্প নেই, যদি থেমে যান তাহলে আপনি সেখান হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না, আপনি হারিয়ে গেলে কেউ আপনাকে খোঁজ করবে না, কেউ আপনাকে সহমর্মিতা জানাবে না বরং সবাই সেটা নিয়ে ফান করবে এবং টিপন্নি দিতে থাকবে। সুতরাং নিজেকে প্রস্তুত করতে হবে প্রথমে, চরম ধৈর্য নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে আর স্মরণ রাখতে হবে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব না, হয়তো মাঝে মাঝে লড়াইটা কঠিন হয়ে যায় কিন্তু সেখানেও বিজয় সম্ভব।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@hafizullah, your post really resonated with me! It's so true that navigating life's challenges and staying true to oneself can feel like a constant battle, especially with rising costs and societal pressures. I appreciate your honesty in sharing your personal experiences, like having to cut back on your son's private tutoring. It makes your message about perseverance and fighting to stay afloat all the more powerful and relatable.

Your analogy of the office cleaning lady who inspires you is a great way to showcase the strength and resilience found in unexpected places. It's a good reminder to acknowledge and learn from those around us. Thank you for this dose of reality and inspiration! It's definitely food for thought. What strategies do you find most effective in staying motivated during tough times? I'm curious to hear your thoughts!

 yesterday 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া জীবন যুদ্ধে টিকে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয়।আসলে জীবন যুদ্ধে টিকে থাকতে হলে ধৈর্য্য ধরা ছাড়া আর কিছু করার নেই। তবে ভালো মানুষের টিকে থাকা পৃথিবীতে কষ্টকর।বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 yesterday (edited)

আপনার লেখা হৃদয় ছুঁয়ে গেল ভাইয়া। জীবনের বাস্তবতা আর টিকে থাকার সংগ্রাম আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যিই, ভালো মানুষদের জন্য পথটা অনেক কঠিন, তবুও আশা আর ধৈর্য্য ধরে এগিয়ে যেতে হয়। আপনার অভিজ্ঞতা অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ এমন লেখা শেয়ার করার জন্য।