জীবনের গল্প || পার্থক্যটা বেশ স্পষ্ট

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। গরমের সাথে বৃষ্টির শীতলতা আবার উপভোগ করার সুযোগ পাচ্ছি হি হি হি, সকালে যখন অফিসে যাই তখন বেশ উষ্ণতা অনুভব করি কিন্তু বাসায় ফিরে রাতে যখন আমার ঘুমাতে যাই তখন বৃষ্টির শীতলতায় হৃদয় শীতল হয়ে যায়। এটা আমার দৃষ্টিতে দারুণ একটা অনুভূতি কারণ রাতে গরম থাকলে খুব একটা ঘুম আসে না, কিন্তু শীতল পরিবেশ থাকলে ভীষণ ভালো ঘুম হয়। হয়তো আপনাদের ক্ষেত্রে উল্টোটা হয় কিন্তু আমার জন্য দারুণ কিছু।

আসলে যেহেতু ঠান্ডা সময়টা আমার পছন্দ সেহেতু শীতল পরিবেশ থাকলে ঘুমটা জোস হয়। অবশ্য এর একটা কুফলও আছে, অফিসে যেতে কিছুটা লেট হয়ে যায় হি হি হি। গত দুইদিন কিছুটা লেট হয়েছিলো অফিসে যেতে, সেটা আমার দোষ না ঐ ঘুমের দোষ ছিলো হি হি হি। যাইহোক, মূল কথায় ফিরে আসি, আমরা যা ভাবি তা কিন্তু করি না আবার যা করি তা কিন্তু করার আগে ভাবি না। এটা আমাদের নিদারুণ একটা সমস্যা, আপনার আমার সবার মাঝে কম বেশী আছে। কারোটা হয়তো খুব সহজেই ধরা যায় আবার কারোটা একদমই বুঝা যায় না।

mushrooms-9494682_1280.jpg

ছোট বেলায় একটা কথা শুনেছিলাম, মানুষের সৌন্দর্য তার উপরের দিকটায় হয়তো থাকে কিন্তু ভেতরের সৌন্দর্যটা থাকে না অথচ প্রকৃত সৌন্দর্য হলো সেই ভেতরের রূপটা। কারণ উপরের রং মেখে রঙিন করা যায় কিন্তু ভেতরেরটা তা করা যায় না। উপরেরটা দেখে মানুষ হয়তো অনেক কিছুই ভাবতে পারে কিন্তু ভেতরেরটা দেখতে হলে তার সাথে সম্পর্ক কিংবা সংযোগ থাকতে হয়। কারণ সেটা উপরের আবরণে থাকে না বরং কথা-বার্তা কিংবা আচার-ব্যবহার অথবা লেনদেনের মাধ্যমে বুঝে নিতে হয়। আমাদের সমাজে আজ সেই প্রথম শ্রেণীর মানুষে ভরে গেছে।

সবার উপরে রং মেখে রঙিন হয়ে চলাফেরা করে, অনেকটা সেই মুখোশের মতো, চাইলেও আপনি তাদের প্রকৃত অবস্থা খুব সহজেই ধরতে পারবেন না, এটা কথায় যেমন ঠিক তেমনি চাল চলনেও তেমন, খুবই স্মার্ট যাকে বলে। সুতরাং আগে শুনা সেই কথাটা এখন অতো বেশী কার্যকর আছে বলে আমার মনে হয় না। আগের দিনের মানুষজন অতো বেশী হয়তো শিক্ষিত ছিলো না কিন্তু তাদের ভেতরটা স্বচ্ছ পানির মতো পরিস্কার ছিলো, তারা যা ভাবতো ঠিখ সেটাই করতো। তারা যা করতো ঠিক সেটাই বলতো। আমরা শিক্ষিত হয়েছি, রঙিন পোষাক পড়তে শিখেছি, তার সাথে সাথে ধোকা দেয়ার বিষয়টিও দারুণভাবে শিখেছি।

ফলশ্রুতিতে আমরা খুব সহজেই নিজের কথা কিংবা ব্যবহার দ্বারা অন্যদের ফাঁদে ফেলতে পারি। যতক্ষণ পর্যন্ত না তারা ধোকা খাচ্ছে ততক্ষন পর্যন্ত বুঝতেই পারছে না যে রঙিন চেহারার মানুষটি আদতে ধোকাবাজ। সত্যি কি অদ্ভুত উন্নতি হয়েছে আমাদের, শিক্ষায়-ব্যবহারে এবং সর্বোপরি প্রতারণার ক্ষেত্রে। আমরা এগিয়ে যাচ্ছি, সর্বক্ষেত্রে আমাদের আজ বিজয় কিন্তু আফসোসের বিষয় হলো সেটা মানবতার জন্য সুখকর হচ্ছে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.