জীবনের গল্প || উপকারের যত অশান্তি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে জীবনের সুযোগগুলোকে দারুনভাবে উপভোগ্য করার চেষ্টা করছি। সত্যি বলতে সুযোগ সব সময় সবার কাছে সমানভাবে আসে না, আমি যেটা যেভাবে কিংবা যতটা সহজভাবে পাবো অন্য কেউ হয়তো সেটা ততোটা সহজভাবে নাও পেতে পারে। বরং সেটা তাদের কাছে একটু ভিন্নভাবে কিংবা কঠিনভাবে আসতে পারে। এখানে সময়, অবস্থান এবং পরিস্থিতি একটা বিষয় হয়ে থাকে। কিন্তু আমরা সেগুলো কখনোই বিবেচনায় নেয়ার চেষ্টা করি না।
বরং বেশীর ভাগ ক্ষেত্রে আমরা উল্টোটা ধারণ করি, যেমন তার জন্য সেটা এতো সহজ হলো আর আমার জন্য এতো কঠিন! আমার জন্য কেন সহজটা হলো না? তার চেয়ে আমি বেশী এটার হকদার ছিলাম, ইত্যাদি ইত্যাদি অনেক ধরণের কথা আমরা বলে থাকি। অথচ আমাদের ভাবনাগুলো একটু ভিন্ন রকম হওয়া উচিত ছিলো, কারণ তার অবস্থানে সে এবং আমার অবস্থানে আমি, সুতরাং আমরা দুইজন সমান হই কিভাবে? আমি দেখেছি এবং বাস্তব অভিজ্ঞতাও আছে আমার। অনেক কেই এভাবে বুঝাতে গেলে তারা উল্টোটা বুঝে আমাকে পাল্টা প্রশ্ন করে, আপনার সময় তো সহজ ছিলো তাই এতো জলদি পেরেছেন!
আমি সত্যি মোটেও অবাক হই না কারণ আমি যে চেষ্টাটা করেছি বা তাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা সে একদমই বুঝতে পারে নাই। এখন কথা হলো, যে যেটা বুঝে না তাকে যতই চেষ্টা করা হোক না কেন? খুব সহজে বুঝানো যাবে না। তাই আমি এই ক্ষেত্রে খুব একটা রাগ করি না, তবে হ্যা, আমার একটা অভ্যেস আছে সেটা হলো ধমক দেয়া। এটা ছাড়া আমি একদমই পারি না, কারণ আমার বিশ্বাস এটা। কিছু কিছু ক্ষেত্রে ধমকও কাজ করে, আর সেটাও যদি না করি তাহলে যাকে বুঝাচ্ছি বা বুঝানোর চেষ্টা করছি সে আমার পরিশ্রমের ব্যাপারে কোন গুরুত্ব দিবে না।
ঐ যে একটা কথা আছে না আমাদের সমাজে, মাগনা কোন কিছু পেলে সেটার গুরুত্ব থাকে না। আবার যেটা কিনে নিতে হয় কিংবা দাম দিতে হয় সেটা কমদামী হলেও তার প্রতি বেশ গুরুত্ব থাকে, এটাই প্রকৃত সত্য। যে কোন বিষয়ে আপনি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বুঝানোর চেষ্টা করবেন, কিংবা নিজের খেয়ে কারো উপকার করতে যাবেন, তখন সে আপনার পরিশ্রমের মূল্যায়নতো করবেই না বরং উল্টো আপনাকে সন্দেহ করবে, কেন আপনি তার জন্য এটা করছেন? এখানে আপনার কি লাভ লুকিয়ে আছে? এমন অসংখ্যা প্রশ্ন সে আপনার সম্মুখে নিয়ে আসবে।
বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে, আমরা না পরি সহ্য করতে না পারি তাকে সেটা নিয়ে বুঝাতে। দুনিয়াতে এই একটা বিষয়ই আমাদের সবাইকে খুব বেশী আঘাত করে আর সেটা হলো এই যেচে গিয়ে কারো উপকার করা। আমরা বাঙালী, পয়সা খরচ করা লাগলে সেটাতে খুব বেশী গুরুত্ব দেই আর পয়সা ছাড়া মানে মাগনা হলে সেখানে সন্দেহ পোষণ করি। হাজারটা প্রশ্ন নিয়ে হাজার রকমের কথা চিন্তা করা শুরু করে দেই, আফসোস আমাদের ভাবনাগুলো যে কবে পরিবর্তন হবে!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hello @hafizullah,
This is a truly insightful piece! You've eloquently captured the frustrating yet common human tendency to undervalue freely offered help and question the motives behind it. Your reflections on how we perceive ease and difficulty in relation to others, especially within the context of Bengali culture, really resonated with me.
The point about how readily we accept something with a price tag while questioning something free is spot on. It's a thought-provoking observation that encourages us to examine our own biases and assumptions.
Thank you for sharing your perspective and sparking this important discussion. I'm sure many others will connect with your words. What are some ways you've found to overcome this skepticism when offering help? I'm eager to read what others think.
আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি ভাইয়া, আসলে বর্তমান দিনে ফ্রি তে ভালো বুদ্ধি দিলে কেউ নিতে চায় না বরং আরো ভালো মানুষ খারাপ হয়ে যায়।আমাদের জীবনেও এমন ঘটনা ঘটে থাকে, সুন্দর ও বাস্তব বিষয় তুলে ধরেছেন।পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।