জীবনের গল্প || জীবন সত্যি ক্ষণিকের

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি ভালো আছি যদিও ভালো থাকার কথা ছিলো না। সবাই যেখানে ভালো থাকার বিষয়ে আশাবাদি থাকে সেখানে আসলে আমি খুব বেশী আশা করতে পারছি না। কারণ পারিপার্শ্বিক অবস্থা সেটা করতে দিচ্ছে না কিংবা দিতে চায় না। সময়ে কিংবা অসময়ে আমরা নানা কিছুর দ্বারা প্রভাবিত হই কিংবা আক্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে বিধ্বস্ত হয়ে যাই। যেহেতু আমিও একজন মানুষ সেহেতু সেই প্রভাবে আমিও প্রভাবিত হয়ে যাই।

জীবন সাজাতে কত কর্মযজ্ঞ
প্রয়োজনে বাড়ে কত সম্পর্ক,
থেমে গেলে হৃদয়ের স্পন্দন
শূন্যে ভেসে যায় সকল আয়োজন।

জীবনকে সাজাতে আমরা কত কিছু করি, জীবনের প্রয়োজনে আমরা কত সম্পর্ক গড়ি, কিন্তু দিন শেষে আমরা কি আমাদের প্রয়োজনগুলোকে সম্পর্করূপ দিতে পারি, আমরা কি সম্পর্কগুলোর আলোতে জীবনকে রাঙাতে পারি? না, প্রায় সময়ই আমরা সেটা পারি না, কেন পারি না? সেদিকে আমি যাচ্ছি না কারণ অনেক সত্য কথা সব সময় সুন্দর লাগে, শুনতেও ভালো লাগে না। আসলে আমরা মিথ্যার সাথে থাকতে থাকতে মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছি, তাই সত্যটা শুনতে অনেক বেশী তেতো লাগে।

hot-air-balloon-2411851_1280.jpg

উপরের ছোট্ট অনু কবিতার মাধ্যমে সেই বিষয়টিকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে গতকাল সারাদিনই বাড়িতে ছিলাম, বিকালে হঠাৎ করেই মাথা চক্কর দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মনে হলো মৃত্যুর অনেকটা কাছ হতে ঘুরে এসেছি। কারণ তখনকার অনুভূতিটা সত্যি অনেক বেশী ভয়ানক মনে হয়েছিলো আমার কাছে, সেই অভিজ্ঞতা যেন আর কখনো ফিরে না আসে সেই প্রার্থনাও করছি। আমাদের জীবনের সত্যি কি কোন গ্যারান্টি আছে? ক্ষানিক সময় পর আমি যে জীবন্ত থাকবো সেটারও কোন নিশ্চয়তা আছে, না নেই।

আজ হৃদয়ের স্পন্দন থেমে গেলে কিছু সময় পরই হয়তো সব কিছু হতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো, জীবনের প্রয়োজনে গড়ে উঠা সবগুলো সম্পর্ক নিস্তেজ হয়ে যাবে, চারপাশের আলোগুলো মুহুর্তের মাঝেই বিলীন হয়ে যাবে, হৃদয়ের অনুভূতির মাঝে জাগ্রত থাকা মানুষগুলোও হারিয়ে যাবে, এটাই আমাদের জীবনের প্রকৃত বাস্তবতা। কাল হয়তো ফিরে না আসলে আজ সবাই হয়তো কিছু সময়ের জন্য আমাকে স্মরণ করতো তারপর সবাই যার যার জায়গায় ব্যস্ত হয়ে যাবে, আর আমিও শূন্যতায় হারিয়ে যাবো।

দিনশেষে আসলে আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা কিছুই থাকে না, দিনশেষে শূন্যতাই বিজয়ীর আসনে থাকে। কিন্তু তিক্ততা হলো আমরা কেউ সেটা মনে রাখতে চাই না, এই ক্ষানিক মূহুর্তের ভালোবাসার জন্য আমরা কতই না কিছু করি, জীবনকে বাজি রাখতেও দ্বিধাবোধ করি না। সংগ্রামে সংগ্রামে কখনো যে নিঃশেষ হয়ে যাই সেই ভরসাও নেই, আগামীকাল জীবিত থাকবো কিনা সেটাও জানি না, কিন্তু তবুও আমরা স্বপ্ন দেখে যাই। স্বপ্ন বুনে এগিয়ে যাই আগামীর অনেক বছর বেঁচে থাকবো, ভালোবাসার সম্পর্কগুলোকে রঙিন রাখবো।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

@hafizullah, আপনার লেখাটি জীবনের গভীরতা এবং ক্ষণস্থায়িত্ব নিয়ে এক অসাধারণ প্রতিচ্ছবি। কবিতার মাধ্যমে কঠিন সত্যগুলো তুলে ধরেছেন, যা হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে, অসুস্থতার অভিজ্ঞতা থেকে জীবনের অনিশ্চয়তা নিয়ে আপনার উপলব্ধিগুলো খুবই বাস্তব।

"দিনশেষে আসলে আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা কিছুই থাকে না, দিনশেষে শূন্যতাই বিজয়ীর আসনে থাকে" - এই লাইনটি ভাবনার খোরাক যোগায়।

আপনার এই লেখাটি পাঠকদের মনে জীবনের গুরুত্ব এবং প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলার বিষয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এমন গভীর এবং চিন্তাশীল পোস্টের জন্য ধন্যবাদ। আপনার দ্রুত সুস্থতা কামনা করি! এই ধরনের আরো লেখা পাওয়ার অপেক্ষায় থাকলাম।