জীবনের গল্প || ছাতার আড়ালে যত কথা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতির ভিন্নতার সাথে হৃদয়ের সঠিক সংযোগ স্থাপনের মাধ্যমে জীবনের গতিশীলতাকে ধরে রাখার চেষ্টা করছেন। আলহামদুলিল্রাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। তবে প্রকৃতির ভিন্নতার কারণে জরিমানার সাথে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করছি। বুঝলেন না তো? বৃষ্টির দিন প্রতিদিন ঠিক ঠাক ছাতা নিয়ে বের হওয়াটা খুব সহজ বিষয় কিন্তু সেই ছাতা পুনরায় বাড়িতে ফেরত আনতে পারাটা খুবই কঠিন একটা বিষয়। এই বৃষ্টিপাত শুরু হওয়ার মাঝেই দুটো ছাতা হারিয়েছি।
আসলে মনে করে ছাতা ফেরত আনাটা আমার পক্ষে কোনদিনও সম্ভব হয় না, কত ছাতা যে আমার মাধ্যমে হারিয়েছে না থুক্কু কত ছাতা যে আমার দ্বারা হাত বদল হয়েছে সেটার হিসেব নেই, হি হি হি। আরে ধুর, আমার বউ বলে ছাতার দোকানদারদের ব্যবসা হয়েছে সেটার হিসেব রাখাটা বেশী জরুরী ছাতার সংখ্যা না হা হা হা। ঐ যে কথায় বলে না হাতি বিপদে পড়লে কাউকাও ঠাট্টা করতে চলে আসে। সুতরাং সুযোগ কেউ মিস করতে চায় না, চাই সেটা বাহিরের কেউ হোক কিংবা বাড়ির ভেতরের মানুষ হোক। অবশ্য পকেট ফাঁকা হলেও একাধিক নতুন ছাতা ব্যবহার করার সুযোগ পাওয়া যায় হি হি হি।
দেখা যাচ্ছে বেশির ভাগ সময় সকালের দিকে বৃষ্টিপাত থাকে কিন্তু তারপর আবার দুপুরের দিকে বৃষ্টিপাত হয় কিন্তু অফিস হতে যখন বাড়িতে ফিরে আসি তখন মোটামুটি বেশ পরিচ্ছন্নই থাকে প্রকৃতি। যার কারণেই ভুলটা হয়ে যায়। ঐ যে কথায় বলে না ভুলে ভুলে ভুল হয়ে গেলে সেটা নিয়ে কাউকে বেশী কষ্ট দিতে হয় না। ছাতা হারানোর যন্ত্রণাও আছে কিন্তু, এর আগে একদিন ভিতে ভিতে বাড়িতে ফিরতে হয়েছিলো। দ্রুত বাস হতে নেমে চলে আসতেছিলাম, তারপর হুট করেই বৃষ্টিপাত আর তখনই মনে পড়লো ছাতা বেচারাকে আমি অন্যের হাতে তুলে দিয়ে এসেছি ভুলক্রমে, হি হি হি।
এই ছাতা নিয়ে সত্যি অনেক ঘটনার সাথে রটনাও আছে আমার জীবনের সাথে, কিছু যেমন পর্দার আড়ালে আছে ঠিক তেমনি কিছু কিছু চোখের সামনেও আছে, আজকে জাস্ট একটু মজা করলাম, অন্য কোন দিন ঠিক শেয়ার করে ফেলবো। না না পর্দার আড়ালে যেগুলো আছে সেগুলোকে হয়তো সামনে আনা যাবে না তবে চোখের সামনে যেগুলো ভাসছে সেগুলোকে পর্যায়ক্রমে শেয়ার করার চেষ্টা করবো।
জীবনটা আসলেই অদ্ভুত রকমের, যে ভুলগুলোর ব্যাপারে খুব বেশী যন্ত্রণাভোগ করতে হয় আমাদের, সেই ভুলগুলোই কেন জানি বার বার হয়ে যায় আমাদের দ্বারা। একই ভুল যেমন বার বার করাটা অনেকের অভ্যেস হয়ে যায় ঠিক তেমনি একই ভুলে বার বার বকা খাওয়াটাও বিবাহিতদের জন্য নিয়মিত হয়ে যায়। আর ছাতার বিষয়টি এমনটা বিষয়, যা চাইলেও ভুল হতে ফিরে আসা যায় না। আর আমি সেই ভুলকরা মানুষগুলোর মাঝে হয়তো অন্যতম, তবে আপনারা যে ভালো সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hello @hafizullah!
Your humorous take on the disappearing umbrella act is absolutely delightful! 🤣 I think many of us can relate to the mysterious case of the vanishing umbrellas, especially during the monsoon season. Your writing style is so engaging, and I love how you weave in everyday mishaps with a touch of self-deprecating humor.
The image perfectly captures the rainy mood. I'm eager to hear more of your umbrella-related stories, the ones that are " চোখের সামনেও আছে" (right before your eyes). 😉 Thanks for sharing this lighthearted moment with us! Keep up the fantastic work! Looking forward to more fun posts from you!
এমন মেটাফোরিক ভাবনার প্রকাশ লেখাকে আরও শিল্পময় করে তোলে।অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তবে শেষ অংশে আরও কিছু সংলাপ বা আবেগ থাকলে গভীরতা বাড়ত।ছাতার নিচে জমে থাকা আবেগগুলো যেন সময়ের সাথে রঙ বদলায়। এমন গল্পে একটুখানি কবিতার ছোঁয়া দিলে লেখাটি অনন্য হয়ে উঠতে পারে।