জীবনের গল্প || স্বাদের আকর্ষণ যখন বেশী থাকে

in আমার বাংলা ব্লগ20 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতার উষ্ণতায় দারুণ একটা চঞ্চল অবস্থানে আছি। সত্যি বলতে দীর্ঘদিন পর বাড়িতে যাওয়ার একটা অন্য রকম আনন্দ অনুভূতি হৃদয়ে বেশ ব্যাকুলতা বাড়িয়ে দিয়েছে। মোটামুটি সবার জন্য শপিং করা হয়ে গেছে, না না না আমি নিজেও বাদ যাইনি কিন্তু। অবশ্য আমি বরাবরের মতোই শপিং খুব একটা পছন্দ করি না, তবে এবার কিন্তু উৎসাহ নিয়ে শপিং করেছি। সাথে খাওয়া দাওয়াও করেছি হি হি হি।

মাঝে মাঝে লম্বা ছুটির দিনগুলোতে বেশ সুন্দর ট্যুর দেয়া যায়, এবার যেমন টানা চারদিনের ছুটি পেয়েছি। ঠিক তেমনি আগেও এমন লম্বা ছুটি পেলে দারুণ উৎসাহ নিয়ে ট্যুর দিতাম। তখন অবশ্য যেহেতু ছোট ছিলাম তাই অন্য কোন চিন্তা না করেই সোজা নানুর বাড়িতে চলে যেতাম। আমার দাদার বাড়ি বেশ দূরের পথ এবং যেতেও অনেকটা কষ্ট করতে হয়, তাই সেদিকে খুব একটা যেতে চাইতাম না। বরং নানার বাড়ি যেহেতু তুলনা মুলকভাবে একটু কাছে এবং যেতেও কোন সমস্যার সম্মুখীন হতে হয় না, তাই সেদিকে যাওয়ার আগ্রহ বেশী থাকতো।

IMG_20250928_182139.jpg

আসলে আমরা যেখানেই যাই না কেন, মোটামুটি সহজ যোগাযোগ ব্যবস্থা কিংবা যেখানে গেলে ভোগান্তি কম হবে, আমরা সব সময়ই সেদিকে যাওয়ার ব্যাপারে একটু বেশী আগ্রহী হয়ে থাকি। যেমন ইদানিং অফিস হতে বাড়িতে ফেরার পথে বসের সাথে চলে যাই উত্তরা, কারণ সেই দিক হতে বাড়িতে ফিরতে একটু বেশী স্বস্তি পাওয়া যায়, সেই পথটা বেশ আরামদায়ক। তবে এটাও সত্য যে, তখন খরচটা একটু বেশী হয়ে থাকে। কারণ একাধিক যানবাহন পরিবর্তন করতে হয় তখন। কিন্তু তবুও সেটার প্রতি আমার আগ্রহটা বেশী, সুন্দর যোগাযোগ ব্যবস্থার কারণে।

আরো একটা বিষয় আছে কিন্তু আর সেটা হলো মজার একটা খাবার। উত্তরা হয়ে বাসায় ফিরার পথে আমাকে উত্তরা খালপাড় নামতে হয়, সেখানে অবশ্য নেমেই আমি কিছুটা সময় খাবারের পিছনে ব্যয় করি, কারণ খালপাড়ের চিড়া-দই বেশ জনপ্রিয়। সন্ধ্যার পর সেখানে প্রায় ভিড় জমে যায়, মোটামুটি সিরিয়ালে থেকে খেতে হয়। যাইহোক, যোগাযোগ ব্যবস্থা ভালো বিধায় সেটা নিয়ে চিন্তা করতে হয় না। সিরিয়ালে বসতে হলেও একটু সময় নিয়ে সেটার স্বাদ গ্রহণ করি, তারপর বাড়ির উদ্দেশ্যে পুনরায় রওয়ানা দেই।

এবার চিন্তা করে দেখুন, এই সুন্দর যোগাযোগ ব্যবস্থার সাথে যদি স্বাদের কোন খাবারে সংযোগ থাকে, তাহলে সেটার প্রতি আগ্রহের মাত্রাটা কতটা বেশী হয়ে যায়। না না না, আমি অবশ্য জোর করি না, বস যেদিন নিয়ে যায় সেদিনই যাই হি হি হি। আমাদের জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এটা, সহজ ও সুন্দর কিছুর প্রতি আমরা সর্বদা আগ্রহী থাকি। আর দই-চিড়া বরাবরই স্বাস্থের জন্য ভীষণ উপকারী, আবার দামের দিকটা খুব বেশী না। স্বাদের সাথে যদি ভালো যাত্রা হয় তাহলে পুরো সময়টাই ভালো হয়ে যায়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png