আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সৌন্দর্য দারুণভাবে উপভোগ করছি মানে বৃষ্টিময় প্রকৃতির শীতলতা দারুণভাবে উপভোগ করছি হি হি হি। আসলে বিগত কয়েক দিনের টানা বৃষ্টিপাত, পরিবেশটাকে দারুণভাবে শীতল করে দিয়েছে। যার প্রভাবে রাতের ঘুমটা ভীষণ ভালো হচ্ছে। ঐ যে আমার শীতকালটা একটু বেশী প্রিয় আর সেই সূত্র ধরে শীতল পরিবেশটাও বেশ ভালো লাগে। শীতল পরিবেশ মানেই শীতের একটা আমেজ তৈরী করার সুযোগ। সাথে অবশ্য খাবারের স্বাদও যুক্ত হয়।

এমনিতে আজকে একটু বেশী ব্যস্ত থাকবো, কারণ বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজকে বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে, সেই সুবাদে বিনিয়ানী রান্না হচ্ছে। আমি সাভারে আসার পর হতে এটা নিয়মিত করার চেষ্টা করছি। সত্যি বলতে আজকাল তো আমরা খুবই নিষ্ঠুর প্রকৃতির হয়ে গেছি, আপন মানুষদের কদর তো দূরের কথা মনে রাখার চেষ্টাও করছি না। চোখের আড়াল হওয়ার সাথে সাথেই তাদের ভুলে যাওয়ার চেষ্টা করি। ভুলতে না পারলেও অনেক সময় জোর করে ভুলে যাই। বাস্তবতা আমাদের খুব বেশী কঠিন করে দিয়েছে, তাই চাইলেও মাঝে মাঝে আমরা সেখান হতে ফিরে আসতে পারি না।

heart-4315984_1280.jpg

আর মৃত মানুষের স্মরণতো এখানে প্রশ্নই আসে না। যেখানে জীবিত মানুষের কদর বা সম্মান হয় না সেখানে মৃত মানুষের প্রশ্ন আসবে কিভাবে? যাইহোক, কথায় বলে আমি যেমন করবো ঠিক তেমনই ফেরত পাবো। কর্মের ফল অবশ্যই ভোগ করবো। সুতরাং কে কি করলো? বা কি করবে? সেটা আমার দেখার বিষয় না বরং আমি কি করলাম কিংবা কি করছি ? সেটাই সবার আগে দেখা উচিত। যদি আমরা এই বিষয়টিকে নিজেদের জীবনে ধরে রাখতে পারি, তাহলে অন্তত অনেক ক্ষেত্রেই আমরা সম্পর্কের সঠিক মূল্যায়ন করতে পারবো।

ভুলে গেলে চলবে না, সম্পর্ক আছে বলেই আমাদের জীবন এতোটা সুন্দর এবং আনন্দময়। যে মানুষগুলো কল্যাণে আমি আজ বড় অবস্থানে, নিজের চারপাশটা এতোটা সুন্দর, সেই মানুষগুলোকে ভুলে গিয়ে আমি কিভাবে সুখী হবো? কিভাবে আমি নিজের অবস্থানে ভালো থাকতে পারবো? সময় গতিশীল কিন্তু তার সাথে সাথে আরো একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না আর সেটা হলো গতিশীলতা সাথে সাথে সময় অনেক কঠিন ও নিষ্ঠুর। আজকে যার ভালো ব্যবহারের আশায় আমি সম্পর্ক ছিন্ন করছি, সেও যে আগামীকাল অন্য কারো জন্য আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তার কি কোন গ্যারান্টি আছে?

যাইহোক, মূল প্রসঙ্গ ছেড়ে হয়তো আমি অন্য দিকে চলে যাচ্ছি। কথা প্রসঙ্গে এখানে চলে আসছি। সম্পর্ককে সঠিক মূল্যায়ন করতে না পারলে সেটা প্রায়শ্চিত্ত একটা সময় ঠিক করতে হবে। সুতরাং সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে এবং আড়ালে চলে গেলেও সম্পর্কের প্রতি ভালোবাসা ধরে রাখতে হবে। সম্পর্ক নির্দিষ্ট কোন সময়ের জন্য হয় না, এখানে নির্দিষ্ট কোন সীমারেখা নেই। ভালো থাকুক, সম্পর্কের সাথে সংযুক্ত প্রতিটি হৃদয়।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.