আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে জানিনা কতটা সময় নিজেকে সুস্থ রাখতে পারবো। কারণ চারপাশে যে হারে ডেঙ্গু এবং করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে নতুন করে আতংকিত না হয়ে আর পারছি না। সত্যি বলতে প্রতি বছর আমাদের দেশে এই সময়টায় ডেঙ্গুর প্রকোট বেশ বেড়ে যায়। তারপর কিছু মানুষের মৃত্যুতে সবাই আফসোস করে, গরম গরম কিছু নিউজ উত্তেজনা ছড়ায়। এরপর সব ঠান্ডা, যে লাউ সেই কদু, কাজের কাজ কিছুই হয় না, মাঝে পত্রিকায় কিছু গরম খবর আসে, তাদের বেচাকিনি একটু বাড়ে।

সত্যি বলতে আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের অবস্থান হতে সতর্ক না হবো, ততোদিন পর্যন্ত এমনটাই চলতে থাকবে। বছরের পর বছর এভাবে আতংক ছড়াবে, কিছু মানুষের অপমৃত্যু ঘটবে। তারপর আমরা যার যার মতো আমরা সবাই স্বাভাবিক হবো। কিন্তু প্রশ্ন হলো এই অপমৃত্যু হতে কি আমি বাঁচতে পারবো? আপনি বাঁচতে পারবেন? এর কি কোন গ্যারান্টি আছে? কেউ সেটা নিশ্চিত করে বলতে পারবে না এবং সেটা বলাও সম্ভব না। কিন্তু তবুও আমরা সতর্ক হচ্ছি না এবং সচেতনতা নিয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। সেদিন পত্রিকা পড়ে জানতে পারলাম এবার নাকি ম্যাজিস্ট্রেট থাকবেন সাথে ডেঙ্গু প্রতিরোধ ভূমিকায়।

mosquito-8572922_1280.png

কি আশ্চার্য কথা! কোথায় আমরা নিজেরাই জীবনের তাগিদে সতর্ক হবো এবং নিজ নিজ অবস্থান হতে দায়িত্বশীল ভূমিকা পালন করবো, তা না সেখানে ম্যাজিস্ট্রেট এসে আমাদের চারপাশটা চেক করবেন, দাগি আসামীর মতো খোঁজে খোঁজে বের করার চেষ্টা করবেন কতটা অসচেতন আমি বা আমরা? হা হা হা, বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, তাই এমন অবস্থায় এখনো আছেন। আসলে এখানে জাতির বিবেক একদম নিশ্চুপ এবং হতাশ! কারণ ম্যাজিস্ট্রেট একটা অতীব গুরুত্বপূর্ণ পদ, হাজারও দায়িত্ব থাকে তাদের এবং সেগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে সঠিক সামাজিক অবস্থা নিশ্চিত করার জন্য।

আমি বা আমরা খুবই সচেতন কিন্তু সেটা কখনো সঠিক কাজের ক্ষেত্রে হয় না। এটা খুব কঠিন কিছু না, একটু ভেবে দেখেন আপনার বাড়ির চারপাশটা সুন্দর রাখা কিংবা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়াটা আপনার পরিবারের সকলের সুন্দর জীবন রক্ষার করার জন্য যেমন জরুরী, ঠিক তেমনি আপনার চারপাশে থাকা মানুষগুলোর সুন্দর জীবন রক্ষার্থেও ভূমিকা পালন করা জরুরী। একটু যত্নশীল ভূমিকায় আমার পরিবার যেমন নিরাপদ থাকবে ঠিক তেমনি আমার চারপাশে থাকা মানুষগুলোর জীবনও নিরাপদ থাকবে। আসলে আমাদের মতোন এমন চরম উদাসহীন মানুষ আর আছে কিনা আমার জানা নেই।

আজকে সত্যি তেমন কিছু বলার নেই, কারণ এগুলো হয়তো প্রায় আমরা শুনে থাকি কিন্তু সেটা পালন করার নিয়তে শুনি না বরং পড়ার দরকার তাই পড়ি, পরিচিত কেউ শেয়ার করলে সেখানে গিয়ে একটা লাইক মেরে আসি। তারপর সব কিছু আগের মতো। আসুন একটু চিন্তা করি, দায়িত্বশীল ভূমিকা পালন করি, আপনার এবং আমার বাড়ির চারপাশটা নিজ দায়িত্বে চেক করি এবং ডেঙ্গু ছড়ানোর সকল সুযোগ নষ্ট করার চেষ্টা করি।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow @hafizullah, this is a truly important and thought-provoking post! Your concern about the Dengue outbreak and our collective responsibility is spot on. The way you've highlighted the recurring cycle of alarm, followed by inaction, really resonates. It's a call to action that we often need to hear.

I especially appreciate your point about individual responsibility. Waiting for external forces (like magistrates) isn't enough; we need to be proactive in keeping our surroundings clean and safe. Thanks for bringing this crucial issue to the forefront in such an engaging way.

Readers, what steps are you taking in your communities to combat Dengue? Let's share ideas and inspire each other to make a real difference!