শপিং করার কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫-০৭-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শপিং করার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে হালকা একটু নাস্তা খেয়ে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে থেকে আমি সিঙ্গাপুরে এসেছি কিছুদিন থাকার পরে আবারো বাড়িতে চলে যাব। সকালবেলায় আজকে ক্লাস ছিল দশটার দিকে এবং শেষ হয়েছিল দুইটার দিকে। ক্লাস শেষ করে রুমে এসে গোসল শেষ করে দুপুরবেলায় হালকা একটু খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় ঘুমিয়ে ছিলাম। হালকা একটু ঘুমানোর পরে আবারো উঠে বসলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......
আপনার ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আসলে আমি যখন সিঙ্গাপুরে আসি তার কিছুদিন আগেই শপিং করার জন্য আমি বাজারে গিয়েছিলাম। আপনারা সকলেই জানেন আমি সব সময় একই দোকান থেকে শপিং করতে বেশ পছন্দ করি কেননা ইতিমধ্যেই বেশ কয়েকটি আমার শপিং এর পোস্ট আমি শেয়ার করেছি প্রত্যেকটি পোস্ট একই দোকানের হয়ে থাকে। কেননা সব সময় আমি চেনা পরিচিত এবং ভালো মানের পোশাক যেখানে বিক্রি করে সেই দোকান থেকেই কেনার চেষ্টা করি। আমাদের গাংনী বাজারের মধ্যে ছেলে মানুষের সবথেকে ভালো এবং মানসম্মত জিনিসগুলো নাহিদ ভাইয়ের দোকানে পাওয়া যায়। দোকানের নাম হচ্ছে ফ্যাশন পয়েন্ট। আমি আমার বেশিরভাগ জিনিসগুলোই নাহিদ ভাইয়ের দোকান থেকে কিনে থাকি তার সাথে অনেক আগে থেকেই আমার পরিচয়। এভাবে দোকানে যাওয়ার পরে বেশ কিছু সময় প্যান্ট দেখার পরে একটি প্যান্ট আমার অনেক পছন্দ হয়েছিল।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই চমৎকার ভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি যখন নাহিদ ভাইয়ের দোকানে প্যান্ট কেনার জন্য গিয়েছিলাম তখন দোকানে নাহিদ ভাই ছিল না। তখন দোকানে দুইজন মানুষ ছিল তারা সবকিছু বিক্রয় করছিল। আমার যখন একটি প্যান্ট পছন্দ হয়েছিল তখন আমার কাছে দাম চেয়েছিল প্রায় ৪০০০ হাজার টাকার উপরে। দোকানে থাকা ওই দুইজন ছেলেকে আমি বলেছিলাম নাহিদ ভাইয়ের সাথে আমার বেশ ভালো সম্পর্ক কিন্তু তাও এর নিচে নামতে পারবে না বলেছিল। পরে আমি নাহিদ ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম এবং দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে নাহিদ ভাই দোকানে এসে আমার সাথে বেশ কিছু সময় গল্প করেছিলাম। তখন ভাই আমাকে বলেছিল তোমাকে ওরা চেনে না বলেই এভাবে এরকম দাম চাইছে। তখন নাহিদ ভাই বলল অনেকে আছে আমরা যেই দাম চাই তার তিনভাগের দুই ভাগ দাম বলে সেই জন্য ওরা এভাবে দাম চাইছে। এভাবে বেশ কিছু সময় ভাইয়ের সাথে সময় কাটিয়ে ছিলাম যেহেতু সিঙ্গাপুর চলে আসবো তাই ভাইয়ের সাথে অনেক গল্প করেছিলাম দোকানে বসে।
আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা দেখতে পারবেন সেখানে নাহিদ ভাইয়ের ছবি রয়েছে। তখন নাহিদ ভাই আমাকে বলেছিল তুমি ৩২০০ টাকা দাও তখন আমি টাকা দিয়ে প্যান্ট নিয়ে চলে এসেছিলাম। তখন দোকানে থাকা ওই দুটি ছেলের সাথে নাহিদ ভাই আমার পরিচয় করিয়ে দিয়েছিল। যেহেতু নতুন এসেছিল ওরা দুইজন তাই ওরা আমাকে চেনে না। এভাবেই বেশ কিছু সময় তাদের সাথে আড্ডা দিয়েছিলাম এবং গল্পে মেতে উঠেছিলাম। এমনিতেও আমি সব সময় গল্প গুজব এবং আড্ডা দিতে বেশ পছন্দ করি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
x-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow @kibreay001, what a fantastic glimpse into your life in Singapore and your shopping experience back home in Bangladesh! Your post is so vibrant and full of personality. I loved hearing about your connection with Nahid bhai at Fashion Point in Gangni Bazar – it's wonderful to see how much you value that relationship and the quality clothes you find there.
The photos are great, and your storytelling brings the whole experience to life. It's especially interesting to hear about the different pricing and the importance of personal connections in your local market. Thanks for sharing a piece of your world with us on Steemit! Keep up the excellent work, and I look forward to reading more about your adventures!
https://x.com/kibreay001/status/1946769906927841553?t=YecoJHHZ8DhPIXE4i4Yrhw&s=19
https://x.com/kibreay001/status/1946431715863318656?t=g6NFoz3ou1ggp47fJpE9Uw&s=19
https://x.com/kibreay001/status/1946065150462840871?t=iwk3RMAkqYsl7TzF5S8-yg&s=19
https://x.com/kibreay001/status/1945672283638624633?t=Zsndt9GgBDedxlTNZVSCPQ&s=19
https://x.com/kibreay001/status/1945308143468077484?t=-Te3lKwQgZ7LEihaxJAbMw&s=19
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5