যুবক ছেলেরা মিলে মসজিদে ইফতারের আয়োজন
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২২-০৩-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যুবক ছেলেরা মিলে মসজিদে ইফতারের আয়োজন। আমি আজকে আপনাদের মাঝে যেই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি গতকালকে তোলা হয়েছিল ছবিগুলো। আপনারা সকলেই জানেন আমি বেশ কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছি। আসলে প্রবাস জীবনের দিনগুলো ছিল অত্যন্ত কষ্টের। কিন্তু প্রত্যেকটা প্রবাসী নিজের পরিবার এবং আত্মীয়-স্বজনের কথা ভেবে অতি কষ্টের মাঝেও জীবন যাপন করছে সেই প্রবাস জীবনে। তবে প্রত্যেকটা মানুষের জন্যই বেশ কষ্টকর সেই দিনগুলো যেহেতু আমিও সেখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলাম তাই তাদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশ মনে পড়ে। আবারো ঈদের পর প্রবাসী জীবনে পাড়ি জমাতে হবে সবমিলিয়ে সেই কষ্টের জীবন নিজেই দরজা খুলেছি। যেহেতু রমজান মাস চলছে তাই আজকে আপনাদের মাঝে ইফতারের বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। তবে চলুন আজকের পর আপনাদের মাঝে শেয়ার করা যাক..........
আপনারা পোষ্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের মাঝে কোন বিষয় পোস্ট শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি খুবই চমৎকারভাবে দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রত্যেক বছর গ্রামের যুবক ছেলেরা মিলে এরকম ইফতারের আয়োজন করে যেহেতু ছোটবেলা থেকেই এই গ্রামে বড় হয়েছি তাই এই গ্রামের যে কোন উৎসব অনুষ্ঠান আনুষাঙ্গিক কাজে অংশগ্রহণ করতাম। কিন্তু এবার সকল ছেলেরা জানে যে আমি বাইরের দেশে আছি তাই আমাকে এই বিষয়ে কোন কথা জানানো হয়েছিল না তবে হঠাৎ করে দুপুর বেলায় মোস্তাফিজুর মামা ফোন দিয়ে আমাকে বলেছিল। তাই আমি বিকেল বেলায় ইফতারের আয়োজনে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। বিকেলবেলা এসে ছেলেদের সাথে আমিও অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিলাম সেখানে বেশ দারুন মজা করেছিলাম সকলে মিলে। সকল ছেলেরা যখন ইফতারি প্যাকেটিং শুরু করেছিল তখন আমি খুবই চমৎকারভাবে আমার মোবাইলে বেশ কয়েকটি ছবি সংগ্রহ করে রেখেছিলাম পোস্ট শেয়ার করব বলে।$PUSS
✨💞আমার নিজের পরিচয়💞✨

আপনার ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুইটি ছবি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে শেয়ার করেছি। ইফতারি যখন প্যাকেটিং করছিলাম তখন অনেক সুন্দরভাবে প্যাকেটিং করা শেষে গার্ডার দিয়ে প্যাকেট আটকে রেখেছিলাম। ইফতারির আয়োজন ছিল সাদা ভাত, গোষ, মালিশ, ক্ষীর খেজুর, খিরা, গুড়ের শরবত। আসলে যুবক ছেলেদের এরকম ইফতারের আয়োজন দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। আমরা সেখান থেকে ইফতারের প্যাকেট গুলো দুইটা ভ্যানে করে মসজিদের উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম। মোট প্যাকেটিং এর আয়োজন ছিল ১৬০ সবমিলিয়ে আমরা সুন্দরভাবে সকলের সাথে একসাথে বসে ইফতারি আয়োজন সম্পন্ন করতে পেরেছিলাম এটাই সব থেকে বড় ব্যাপার। মসজিদে ইফতারি গুলো নিয়ে আসার পরে সকল রজাদার ব্যক্তিদের সামনে ছেলেরা ইফতারের প্যাকেট গুলো সুন্দরভাবে দিয়ে আসছিল। সকলে মিলে আমরা সেখানে আনন্দঘন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম।
আপনারা উপরের ছবি দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই সুন্দর ভাবে একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইকে ইফতারির বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল এবং অনেক সুন্দর ভাবে সকলের উদ্দেশ্যে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছিল। ইফতারি সামনে নিয়ে সকলের বসে দোয়া পড়তে ছিল এবং সুন্দর মনোরম পরিবেশ বিরাজ করছিল মসজিদের মধ্যে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও এভাবে কিছু যুবক ছেলেদের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে অনেকদিন পর সেই চেনা মুখগুলো বন্ধু ভাই ব্রাদার ও আরো অনেকেই রয়েছে সকলের সাথে একসাথে ইফতারি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমিও বেশ আনন্দিত ছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://x.com/kibreay001/status/1903337362392076404?t=xjW_YlgLC29KGw0S5Tl0Eg&s=19
https://x.com/kibreay001/status/1903341620516581665?t=U-7qYNv_2i62j9WPdg_Frg&s=19