সময়ের সাথে সবকিছুই বদলে যায়

in আমার বাংলা ব্লগ7 days ago

কেমন আছেন আমার সকল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকের সকালটা একটু অন্যরকম লাগছে আমার কাছে। জানি না কেন, কিন্তু মনে হচ্ছে সময়টা নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। কারণ সময়ের মতো অদ্ভুত আর কিছু নেই এই সুন্দর পৃথিবীতে।
IMG_20251011_080630.jpg

আপনি আমি যতই ভাবি, কিছু জিনিস চিরকাল একই রকম থাকবে, তাই না। তবুও একটা জিনিস খেয়াল করলে দেখা যায় সময় আস্তে আস্তে তার রঙ বদলে দেয় সবকিছু। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, চিন্তা বদলায়, এমনকি আমরা নিজেরাও অজান্তেই বদলে যাই। আসলে এটাই বাস্তবতা এটাই নিয়তি।

আমি নিজে ছোটবেলায় ভাবতাম, এই দুনিয়াটা যেন অনেক বড় একটা খেলার মাঠ। তখন মনে হতো বন্ধুত্ব মানে সারাদিন হাসি-মজা করা, ভালোবাসা মানে সবসময় পাশে থাকা। কিন্তু বিশ্বাস করুন বয়স যত বেড়েছে, বুঝেছি, সময় এক অদৃশ্য শিক্ষক, যে কাউকে না বলে আমাদের শেখায় কীভাবে হারিয়ে যেতে হয়, আর কীভাবে নতুনভাবে শুরু করতে হয়, সবকিছু।

আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে সময় একধরনের ধৈর্যের পাঠ দেয়। আগে যেখানে আমি তাড়াহুড়ো করতাম, এখন বুঝি, কিছু জিনিসের জন্য অপেক্ষা করাটাও একধরনের শক্তি। আমি দেখেছি একটা ফুল যেমন হঠাৎ ফুটে ওঠে না, তেমনি জীবনের ভালো সময় তাড়াতাড়ি আসে না। জীবনের ভালো সময়ও ধীরে ধীরে আসে আমাদের জীবনে।

আমরা যাদের একসময় খুব আপন ভাবতাম, তারা অনেকেই এখন কেবল স্মৃতির পাতায় রয়ে গেছে। আমার মনে হয় সময় হয়তো কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু সেই সময়ের মুহূর্তগুলো মনে গেঁথে আছে চিরদিনের মতো। তবে আজ আর আমি কষ্ট পাই না। কারণ এখন বুঝে গেছি, বদলানো মানেই ভুলে যাওয়া নয়। এটা শুধু নতুন পথে হাঁটার শুরু।

একসময় ছোট ছোট বিষয়ে রেগে যেতাম, মন খারাপ করতাম, কারও মনোযোগ না পেলে কষ্ট পেতাম।
এখন দেখি, আমি সেই আগের আমি নই। এখন নিজের নীরবতা আমার কাছে অনেক মূল্যবান। সময়ের সাথে আমি শিখেছি, সব উত্তর পাওয়া দরকার নেই কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়, একটু ধৈর্য রাখলেই।
IMG_20251011_080536.jpg

অনেকে ভাবে, বদলে যাওয়া মানে হারিয়ে যাওয়া। কিন্তু আমি বরং মনে করি, বদলে যাওয়া মানেই নতুন করে শুরু করা। যে গাছ তার পুরনো পাতা ঝরায়, সে তো মরে যায় না বরং নতুন পাতা গজানোর প্রস্তুতি নেয়। আমাদের জীবনও তেমনই। সময় আমাদের ঝরিয়ে দেয় পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, পুরনো মানুষগুলোকে, আর তার জায়গায় গজায় নতুন আশা, নতুন উপলব্ধি, নতুন আমি।

সবশেষে আমি এটি বুঝেছি, সময়ের সাথে সবকিছুই বদলে যায়, কিন্তু এই বদলটাই আমাদের জীবনের সৌন্দর্য।
যদি সময় থেমে যেত, তাহলে হয়তো আমরা কখনো বড় হতে পারতাম না, নতুন কিছু শিখতে পারতাম না, কিংবা নতুন স্বপ্ন দেখতে পারতাম না।

আজ আমি শুধু এটুকু বলব, সময়কে ভয় পেও না, তাকে বন্ধু বানাও। কারণ সময় কখনও কাউকে হারাতে শেখায় না, বরং শেখায় কিভাবে নিজের ভেতরের আলো খুঁজে নিতে হয়।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg