আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না।

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা জীবনে কত মানুষের জন্য চোখের জল ফেলি, তাই না? কখন যে মন খারাপের মেঘ জমে চোখে, আর কখন দু'ফোঁটা জল গড়িয়ে পড়ে টেরই পাই না। কখনো ভালোবাসার জন্য, কখনো বা গভীর কোনো কষ্টের জন্য। আমরা ভাবি, এই যে আমাদের মনটা এমন করে চাইছে একজন মানুষকে, এই যে তার জন্য আমাদের ভেতরে এত তোলপাড়, এত ভালোবাসা, সে হয়তো বুঝবে। ভাবি, এই চোখের জল হয়তো তাকে আমাদের মনের গভীরে পৌঁছে দেবে, সে বুঝবে আমরা তাকে কতটা আগলে রাখতে চাই। কিন্তু বেশিরভাগ সময় কী হয় জানেন? যার জন্য আমাদের এই সব অনুভূতি, যার জন্য আমাদের চোখের জল গড়িয়ে পড়ে, সে তার কোনো মূল্যই দেয় না।

emiliano-vittoriosi-o37-NDE2AHk-unsplash.jpg
Source

ব্যাপারটা সত্যিই খুব অদ্ভুত। আমরা যখন একজন মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি, তার খুশিতে খুশি হই, তার কষ্টে তার পাশে দাঁড়াই, তখন মনে মনে আশা করি, সেও হয়তো আমাদের একটু বুঝবে, একটু সমবেদনা দেখাবে। কিন্তু যখন দেখি আমাদের এই ভালোবাসার, এই ত্যাগের কোনো মূল্যই তার কাছে নেই, তখন মনটা ভেঙে যায়। মনে হয়, আমার আবেগগুলো কি এতটাই তুচ্ছ? আমার ভালোবাসা কি এতই সস্তা?

আসলে, সম্পর্কের ব্যাপারটা তো সহজ অঙ্ক নয়। আমরা ভাবি, যত বেশি দেব, তত বেশি পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। যার কাছে আমাদের অনুভূতির কদর নেই, তাকে হাজার চোখের জল দিলেও তার কোনো লাভ হয় না। কারণ সে আমাদের অনুভূতিকে মূল্য দিতে জানেই না। তার মনটাই হয়তো সেই রকম নয়।

তবে এই অভিজ্ঞতা থেকে আমাদের ভেঙে পড়লে চলবে না। বরং এই কঠিন সত্যিটা আমাদের একটা শিক্ষা দেয় – নিজেকে ভালোবাসতে শেখা। যে সম্পর্কটা শুধু একতরফা, যে সম্পর্ক শুধু আমার দেওয়া আর তার না-নেওয়ার ওপর টিকে আছে, সেই সম্পর্কের পেছনে ছুটে কোনো লাভ নেই। আমার চোখের জল মূল্যবান, আমার অনুভূতি অনেক দামি। যাকে আমি আমার সবটুকু উজাড় করে দিচ্ছি, তার এই সবকিছুর মূল্য বোঝা উচিত।

যদি কেউ আমার ভালোবাসার মূল্য না বোঝে, তাহলে সেখানেই থেমে যাওয়া ভালো। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখতে হবে। কে জানে, হয়তো একদিন সেই মানুষটা বুঝবে কী হারিয়েছে সে তার জীবন থেকে। আর যদি কোন কারনে নাও বোঝে, তাতেও কিছু আসে যায় না। কারণ আমি তো নিজেকে জানি, আমি জানি আমি কতটা ভালোবাসতে পারি আমার প্রিয় মানুষটিকে। আর এই ভালোবাসার শক্তিটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি যেমন আছি, তেমনি ভালো।