দিনশেষে সবাই নিজের স্বার্থের জন্য লড়াই করি।

in আমার বাংলা ব্লগ3 days ago

আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। অবশ্যই আপনারা অনেক ভাল আছেন আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের মাঝে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব, সেটা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবন রিলেটেড। তাই অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
IMG_20250806_180425.jpg

আমাদের সুন্দর এই পৃথিবীতে আমরা সবাই নিজের স্বার্থের জন্য লড়ি, অবশ্য এই কথাটা শুনলে প্রথমে একটু তিক্ত লাগতে পারে সবারই এটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি এই বিষয়টি গভীরভাবে ভাবেন, আর আপনার দৈনন্দিন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি যদি আপনি দেখেন তাহলে বুঝতেই পারবেন। এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, নিজের চেয়ে অন্যের ভালোটাই আগে দেখতে শিখো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই বুঝতে পারি, আসলে নিজের জন্যই সবচেয়ে বেশি ভাবি আমরা। এটা নিয়ে কেউ মুখে কিছু বলুক বা না বলুক, বাস্তবতা’র নামটাই তো নিজের মনের কথা।

এটা একেবারেই বাস্তব, একজন মানুষ একা একা হাঁটে না। তার চারপাশে অনেক মানুষ থাকে, যেমন খুবই আপনজন, বন্ধু এরা সবাই তার সাথে হাটে, তাদের জন্যই তো কখনো হাসি, কখনো কাঁদি এই দুনিয়াতে। কিন্তু দিনশেষে, চুপচাপ বিছানায় শুয়ে যখন নিজের সঙ্গে বোঝাপড়া চলে, তখন আমরা সবাই অনুভব করি, এই পর্যন্ত যে সব লড়াই, যে সব কষ্ট, সব হাসি আসলে নিজের জন্যই। আমরা কখনোই অন্যের জন্য ভাবি না। অনেক সময় অন্যের জন্য যে দুঃখ পাই আমরা, আফসোস করি, তা হয়তো একটুখানি কষ্টের খাতিরে, এক অদৃশ্য দায়বোধে। কিন্তু নিজের স্বার্থে যদি বিপদ আসে, তখনই আসল যুদ্ধটা শুরু হয় আমাদের।
IMG_20250806_180412.jpg

জীবনে অনেক সময় দেখা যায়, কারো জন্য কিছু করতে গিয়েও আমাদের আশাটা থেকে যায়, সে কি আমারটাও মনে রাখবে? এমন চিন্তাভাবনা আমাদের সবার মনেই আসে। হ্যাঁ, বন্ধুরা প্রত্যেকটি মানুষ এমনই। এই স্বার্থবোধকে খারাপ বলা যায় না, এটাই বেঁচে থাকার অবশ্য আমাদের, এটি এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় সব সময়। হয়তো এই কথাগুলো কেউ মুখ ফুটে বলে, আবার অনেকেই বলে না। দিনশেষে, আমরা নিজের জন্যই লড়ি, নিজের জন্যই স্বপ্ন দেখি, নিজের জন্যই পথ খুঁজি। আর যখন কারো দিকে তাকিয়ে আফসোস করি, সেটাও অনেকটা নিজের অক্ষমতার বেদনায় করে থাকি।
IMG_20250806_180421.jpg

তবে এই স্বার্থবোধের মধ্যেও হৃদয়ে রয়ে যায় খানিকটা ভালোবাসা, খানিকটা মমতা, আর অন্যের জন্য পুরনো কিছু আফসোস। তাই জীবনটা এমন, স্বার্থ আর আবেগের মিশেলে তৈরি, আর মানুষ যতই অন্যের কথা বলুক, যুদ্ধে শেষত নিজের সঙ্গেই লড়াইটা বেশি করে থাকে।

যাইহোক আমাদের জীবন সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemX

Sort:  
 3 days ago 
 3 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার সাথে আমিও একমত।কারণ এই স্বার্থের দুনিয়াতে কেউ কারো উপকারে যায় না, সবাই নিজের স্বার্থের জন্য এগিয়ে আসে।ঠিক তেমনি আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারি যে আমরাও নিজের স্বার্থের জন্য সবকিছু করি।যাইহোক পুরো পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন এবং আমি এটা দেখে আনন্দিত যে আপনি আমার পুরো পোস্টটি পড়েছেন।

 3 days ago 

একদম বর্তমান সময়োপযোগী একটি টপিক নিয়ে পোস্ট লিখেছেন। তিক্ত হলেও সত্য কথা তুলে ধরেছেন। আসলেই কেউ কারোর উপকার করতে গেলেও নিজের স্বার্থের কথা আগে ভাবে। আমাদের উচিত এরকম মন-মানসিকতা থেকে বেরিয়ে আসা। ভালই লাগলো আপনার লেখা গুলি পড়ে।

 3 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg