লাইফ সটাইল-হাসপাতালে কাটানো মুমূর্ষ কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে হাসপাতালে কাটানো মুমূর্ষ কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।
হাসপাতালে কাটানো মুমূর্ষ কিছু মুহূর্ত

বেশ কিছুদিন আগের কথা।গিয়েছিলাম ছোট ভাইয়ের সাথে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য।অপেক্ষা করছিলাম ডাক্তারের জন্য।আমাদের অনেক রোগী ডাক্তারের জন্য অপেক্ষা করছিল। যখন যার সিরিয়াল আসছিল সেই সময় সে ডাক্তারকে দেখিয়ে আবার বের হয়ে আসছিল।কেউ বা বসে ছিল রিপোর্ট দেখানোর জন্য।

আমাদের মত সেখানে একটি মেয়ে বসেছিল। লসে একবার বারান্দা দিয়ে হাট ছিল। আরেকবার ডাক্তারের চেম্বার এর কাছে গিয়ে অপেক্ষা করছিলাম। সে অনেকক্ষণ থেকে হাটাহাটি করছিল। ইচ্ছামত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল।হঠাৎ করে তার খারাপ লাগে।আর সে বসে পরে। বসে থাকার কিছুক্ষণ পরে মেয়েটির খিচুনি শুরু হয়।

এক পর্যায়ে সে আর সহ্য করতে পারে না। খুবই অসুস্থ হয়ে পরে। তার হাত পা গুলো বাঁকা হয়ে যাচ্ছিল।জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল।খুবই কষ্ট পেয়েছিল।আর বাবা মাকে ধরে বারবার কান্না করছিল আর বলছিল আমি পারছি না সহ্য করতে।সেই সাথে ওর বাবা মা দুজনে ভেঙে পড়েছিল।এরপর মেয়েটাকে ধরে একটি বেডে শোয়ানো হয়। আস্তে আস্তে মেয়েটির অবস্থা আরো খারাপ হতে লাগে। এর আগেও কয়েকবার মেয়েটির এমন হয়েছিল। তবে আজ এসেছিল গলার সমস্যার কারণে।

আসার আগে সে ভালো ছিল।কিন্তু হঠাৎ করে তার এমন হবে সেটা কে জানতো। সে বাড়ি থেকে বের হয়ে এসেছিল তার নানী বাড়ি যাওয়ার জন্য।কিন্তু সেখানে সেদিন আর তার যাওয়া হলো না। অসুস্থ বেশি হওয়ার কারণে ইমারজেন্সি ভাবে ডাক্তার কে বাহিরে নিয়ে আসা হয় মেয়েটির কাছে।এরপর মেয়েটিকে অক্সিজেন ও স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়।প্রায় ঘন্টাখানেক পর মেয়েটি সুস্থবোধ করে। এরপর তারা বাড়ি ফিরে যায়।
এমন দৃশ্য যখন চোখের সামনে দেখা হয় তখন কি যে কষ্ট হয় তা বলে বোঝানো পারবো না। এমন মুহূর্ত দেখে আমার নিজেরও ভীষণ খারাপ লেগেছিল।বারবার ছুটে যাচ্ছিলাম মেয়েটিকে দেখার জন্য। হাসপাতালে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। অবশেষে মেয়েটি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছিল এটা দেখে সবার ভালো লেগেছিল।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1954222111133770007?t=iO_yJwpA2ivPX01cwZWazA&s=19
https://x.com/Maria182143171/status/1954222456862130409?t=x0-FijVyb5p8XLSLlS-Nxg&s=19