লাইফস্টাইল পোস্ট || ওয়াফি কে নিয়ে প্রথম বারের মতো ঘুরাঘুরি করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। গতকাল বিকেলে আমার ছেলে ওয়াফি কে নিয়ে প্রথম বারের মতো ঘুরতে গিয়েছিলাম এবং সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে গত পরশুদিন রাতে দাদার মুখ থেকে যখন শুনলাম কমিউনিটি বন্ধ করে দিবে, তখন থেকে মনটা ভীষণ খারাপ। কারণ দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে কাজ করার ফলে,এই কমিউনিটিকে একেবারে পরিবারের মতো মনে হতো। আর সেই পরিবারটি যেহেতু ভেঙে যাচ্ছে, সেহেতু মন খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার ওয়াইফ বলছিলো বাহিরে গিয়ে একটু ঘুরাঘুরি করার কথা।


20250831_180147(1).jpg


কারণ বাহিরে গিয়ে ঘুরাঘুরি করলে মনটা কিছুটা হলেও ভালো হয়। তো আমার ওয়াইফের কথা অনুযায়ী আমরা বিকেলে বাসা থেকে বের হওয়ার প্ল্যান করলাম। তাছাড়া আমার ওয়াইফ বললো ওয়াফি কে সাথে নেওয়ার কথা। আসলে আমার টুইন ছেলের বয়স ৫ মাস রানিং। তাই এই পর্যন্ত তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি। শুধুমাত্র হসপিটালে গিয়েছিলাম বেশ কয়েকবার। আমাদের প্ল্যান ছিলো ৬ মাস শেষ হলে তাদেরকে নিয়ে ঘুরতে বের হবো। কিন্তু গতকাল বিকেলে আমরা বের হওয়ার সময়, আমার ওয়াইফ বললো সাকাফ যেহেতু ঘুমাচ্ছে, তাই ওয়াফি কে সাথে নিয়ে নিতে। তো আমি,ওয়াফি এবং আমার ওয়াইফ বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হলাম পার্কের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টে যেতে ৩০/৪০ মিনিটের মতো সময় লাগে।


20250831_180145.jpg


তো আমরা ৪.৩০ টার দিকে পার্কে পৌঁছে গিয়েছিলাম। তারপর টিকেট কিনে ভিতরে প্রবেশ করলাম। মজার ব্যাপার হচ্ছে গাড়ি দিয়ে যেতে যেতে বেশ কিছুক্ষণ পর ওয়াফি ঘুমিয়ে পড়েছিল। তো আমি তাকে কোলে নিয়ে পার্কের ভেতরে হাঁটাহাঁটি করতে লাগলাম। তাছাড়া আমার ওয়াইফও তাকে কোলে নিচ্ছিলো বারবার। অর্থাৎ আমি যখন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করেছিলাম তখন। তো পার্কের মধ্যে ঘুরাঘুরি করার সময়, ওয়াফির ঘুম ভেঙে যায় এবং তারপর থেকেই সে মহাখুশি। কারণ সে ঘুরাঘুরি করতে খুব পছন্দ করে। বাসার ছাঁদে নিয়ে গেলে তো সে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। আমরা ৩ জন কালকে শুধুমাত্র হুইল রাইডে চড়েছিলাম। কিন্তু বাতাস ছিলো না বলে,পার্কের মধ্যে প্রচুর গরম লেগেছিল।


20250831_164243.jpg


যাইহোক হুইল রাইড থেকে নেমে, আমরা ক্যাফে তে ঢুকে ফুচকা খেলাম। পাশাপাশি ওয়াফির সাথে কিছু সেলফি তোলার চেষ্টা করলাম। ক্যাফে থেকে বের হয়ে পার্কের ভেতরে থাকা বড় একটি মুরগির আকৃতির মধ্যে ওয়াফি কে বসিয়ে, ছবি তোলার চেষ্টা করলাম। ওয়াফি তখন খুবই খুশি হয়ে গিয়েছিল। তো আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগেই পার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম। কারণ আমার আরেক ছেলে সাকাফ কে বাসায় রেখে গিয়েছিলাম। তাই অল্প সময়ের মধ্যেই ঘুরাঘুরি শেষ করে বাসায় ফিরেছিলাম। সবমিলিয়ে আমরা দুর্দান্ত সময় কাটিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওয়াফি ভীষণ খুশি হয়েছিল পার্কে গিয়ে। আর এতো সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে।


20250831_164219.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফারMy Wife
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১.৯.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 17 hours ago 

Absolutely heartwarming post, @mohinahmed! It's wonderful to see you sharing such a personal and touching experience with your son, Wafi. The photos of your family outing to the park are just precious, and the joy on Wafi's face is truly infectious.

It's also relatable to hear about your feelings regarding the community changes. It's clear how much you value the connections here, and I appreciate you sharing that vulnerability.

Thank you for bringing such positivity and heartfelt content to the platform. I encourage everyone to check out the adorable pictures and leave a comment for @mohinahmed! What a beautiful family outing!

 14 hours ago 

দাদা ঘোষনা শুনে আমাদের সবারই বেশ মন খারাপ হয়েছে। এই কয়েক বছরে সবার সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর সেই সম্পর্ক থাকবে না ভাবতেই খারাপ লাগছে। যাইহোক ছেলেকে নিয়ে ভালো একটা সময় পা্র করেছেন পার্কে ঘুরতে গিয়ে। সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার ছেলের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা।

 12 hours ago 

সবাই কষ্ট পেয়েছে ভাই। কমিউনিটি বন্ধ হলে খুবই খারাপ লাগবে। ওয়াফি কে নিয়ে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাই। আপনার বাচ্চাদের জন্য দোয়া রইলো ভাই।