লাইফস্টাইল পোস্ট || ঘনিষ্ঠ বড় ভাইদের সাথে মি. বাফেটে ডিনার করার অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। সপ্তাহ দুয়েক আগে আবারও মি. বাফেটে গিয়েছিলাম ডিনার করতে এবং আজকে সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে বিগত দুই মাসে বেশ কয়েকবার মি. বাফেটে গিয়েছিলাম আমি। কয়েকবার বন্ধুদের সাথে এবং কয়েকবার বড় ভাই ব্রাদারদের সাথে। যদিও বাফেটে এতো ঘনঘন যাওয়া উচিত নয়। কারণ বাফেটে গেলে এমনিতেই বেশি খাওয়া হয়। আর সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু তবুও ঘুরেফিরে যাওয়া হয়ে যায়। আর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে মি. বাফেট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ মি. বাফেটের ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর। তাছাড়া স্পেস অনেক বড়। তাছাড়া খাবারের মান মোটামুটি ভালোই।
যাইহোক সেদিন আমরা ৪ জন ডিনার করতে মি. বাফেটে গিয়েছিলাম। সেদিন আমাদের এক বড় ভাইয়ের ওয়াইফ অর্থাৎ ভাবীও গিয়েছিল আমাদের সাথে ডিনার করতে। তো আমরা ৪ জন মাগরিবের সময় মি. বাফেটের সামনে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু বাফেট ডিনার টাইম সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়, তাই প্রথমে আমরা ৩ জন মাগরিবের নামাজ আদায় করে নিলাম নূর মসজিদে ঢুকে। তারপর ৭ টার পর মি. বাফেটে প্রবেশ করলাম। মি. বাফেটে প্রবেশ করে দেখলাম যে ভিড় একেবারে নেই বললেই চলে। অর্থাৎ মানুষ একেবারে কম ছিলো সেদিন। ওয়েটারকে জিজ্ঞেস করলাম ভিতরের স্পেসে টেবিল ফাঁকা আছে কিনা। কিন্তু সে বললো ভিতরের সবগুলো টেবিল বুকিং করা। তাই বাধ্য হয়ে সামনের দিকের টেবিল বুকিং করলাম আমরা। প্রথমে ওয়াশরুমে ঢুকে একটু ফ্রেশ হলাম। তারপর সবাই মেন্যু দেখে দেখে খাবার নেওয়া শুরু করলাম।
সচরাচরের মতো আমি আবারও স্টার্টার আইটেম দিয়ে শুরু করলাম। যেমন চিকেন ফ্রাই,চিকেন বটি কাবাব,অনথন,চিকেন মোমো,পিজ্জা,নাচোস,ফিশ ফ্রাই,থাই স্যুপ এবং সালাদ নিলাম প্রথমে। আসলে স্টার্টার আইটেম দিয়ে শুরু করলে,খাবার একটু বেশিই খাওয়া যায় হা হা হা। কিন্তু অনেকে দেখি প্রথমেই মেইন ডিশ খাওয়া শুরু করে এবং পরবর্তীতে পেট ভরে যায় বলে,অন্যান্য আইটেম সেভাবে আর খেতে পারে না। যাইহোক সেদিনের পিজ্জার স্বাদটা ছিলো দারুণ। আমরা গল্প করতে করতে স্টার্টার আইটেম শেষ করে ফেললাম। তারপর মেইন ডিশ নেওয়ার জন্য গেলাম। মেইন ডিশের মধ্যে প্রথমেই মাটন কাচ্চি নিলাম, তারপর অল্প অল্প করে প্লেইন পোলাও,মাংস,কাকড়া,চিংড়ির আইটেম সহ আরও কিছু খাবার নিলাম। আর সাথে তো সালাদ ছিলোই। কাচ্চি দিয়ে শুরু করার পর,বাকি আইটেম গুলো ট্রাই করলাম। সবগুলো খাবার খেতে খেতে পেট একেবারেই ভরে যাচ্ছিলো।
তাই মেইন ডিশ খাওয়ার পর একটু বিরতি নিলাম সবাই এবং সেই ফাঁকে মজা করে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে খুব সম্ভবত রাত ৯টা বেজে গিয়েছিল। তাই ভাবলাম ডেজার্ট আইটেম ট্রাই করা যাক। তো আমি গিয়ে ছোট একটি প্লেটে সবার জন্য ডেজার্ট নিয়ে আসলাম। যেহেতু আমাদের সেই বড় ভাইয়ের ডায়াবেটিস রয়েছে, তাই তিনি ডেজার্ট একেবারেই খাবেন না। তাই অল্প পরিমাণে ডেজার্ট নিয়েছিলাম সেদিন। যেমন কুনাফা,বাসবুসা,জেলি পুডিং,কেক,জর্দা ইত্যাদি নিয়েছিলাম। কুনাফা এবং বাসবুসা খেতে সবচেয়ে বেশি সুস্বাদু লেগেছিল। যাইহোক খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা রাত ৯.৩০টার পর মি. বাফেট থেকে বের হয়ে, বাসায় চলে এসেছিলাম। সবমিলিয়ে সেদিন দুর্দান্ত সময় কাটিয়েছিলাম। আর এই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১০.৮.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1954215924640186518?t=P7Ppqi4fHGMgTBYJ8tJxfg&s=19
https://x.com/mohin3242127/status/1954216551504125961?t=n_b0AIwV4trNrOa0Ndr3fg&s=19
https://x.com/mohin3242127/status/1954485226270580998?t=vK8AOwVdduDyJ2noOAX4lg&s=19
https://x.com/mohin3242127/status/1954564332676644918?t=Ci2enwtH_pe_OgQqA9kCWQ&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে বাইরে খাবার খেতে ভালোই লাগে। আর মজার মজার সব খাবারগুলো খেয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। দারুন একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার তো প্রায় প্রতি সপ্তাহেই যাওয়া হয়। কালকে মাওয়া যাবো ইলিশ খেতে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার বড় ভাইদের সাথে মি. বাফেটে ডিনার করার মুহূর্ত আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে। এখানে আপনারা সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন৷ অনেক ভালো খাওয়া দাওয়া করেছেন যা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আসলেই আমরা সবাই দারুণ সময় কাটিয়েছিলাম সেদিন। পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।