লাইফস্টাইল পোস্ট || আকীকার খাসি ছাগল কেনার অভিজ্ঞতা এবং অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। গত বুধবার অর্থাৎ ২৩শে এপ্রিল বিশনন্দী হাটে গিয়েছিলাম,আমার টুইন ছেলের আকীকা দেওয়ার জন্য খাসি ছাগল কিনতে এবং সেই অভিজ্ঞতা ও অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইচ্ছে ছিলো টুইন সন্তান জন্মের ৭ দিনের মাথায় আকীকা দেওয়ার। কিন্তু হসপিটাল থেকে আমরা বাসায় আসি ৮ দিনের মাথায়। তাই ভেবেছিলাম ১৪ দিনের মাথায় আকীকা দিবো। কারণ আকীকা সাধারণত ৭ দিন,১৪ দিন এবং ২১ দিনের মাথায় দেওয়া হয়ে থাকে। কিন্তু আমাদের মসজিদের হুজুর বললেন, যেহেতু হসপিটালে বাচ্চাদেরকে ৭ দিন রেখেছিলাম অর্থাৎ যেহেতু অসুখ বিসুখ ছিলো, তাই তাড়াতাড়ি আকীকা দিয়ে দেওয়াটাই উত্তম।


20250423_145226.jpg


তো হুজুরের কথা অনুযায়ী ভাবলাম ১৪তম দিনের জন্য অপেক্ষা না করে,১০তম দিনে আকীকা দেওয়ার। যাইহোক প্রতি সপ্তাহের বুধবার বিশনন্দী হাট বসে। তাই আমি এবং আমার এক আংকেল সকালে নাস্তা করে, বেলা ১১টার পর বাসা থেকে রওনা দিয়েছিলাম বিশনন্দী হাটের উদ্দেশ্যে। আমাদের মদনপুর স্ট্যান্ড থেকে সিএনজি তে উঠে বিশনন্দী হাটের সামনে পৌঁছাতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছিল। তো সেখানে পৌঁছে প্রথমে যোহর নামাজ আদায় করে নিলাম জামাআতের সহিত। তারপর হাটের মধ্যে প্রবেশ করলাম খাসি ছাগল কেনার জন্য। আগের দিন রাতে হুজুরের কাছ থেকে ভালোভাবে জেনে নিয়েছিলাম,আকীকা দেওয়ার খাসি ছাগল কেনার ব্যাপারে। হুজুর বলেছিল খাসি বা ছাগল দিয়ে আকীকা দেওয়া যাবে।


20250423_135205.jpg


কিন্তু খাসি বা ছাগলের বয়স মিনিমাম ১ বছর হতে হবে এবং দাঁত থাকতে হবে। তো প্রথমে হাটে ঢুকে একটু ঘুরলাম। তারপর দামাদামি করে তিনটা খাসি কিনলাম ৩২,০০০ টাকা দিয়ে। তারপর একটু ঘুরে ১০,০০০ টাকা দিয়ে দুটি ছাগল কিনলাম। এরপর হাট ইজারাদারকে ১,৫০০ টাকা হাসিল দিলাম ৫টা খাসি ছাগলের জন্য। সবমিলিয়ে ৫টা খাসি ছাগলের দাম পড়েছিল ৪৩,৫০০ টাকা। হাটের মধ্যে আর কিছুক্ষণ অর্থাৎ আসর পর্যন্ত ঘুরাঘুরি করলে হয়তোবা কিছুটা কমদামে খাসি ছাগল কিনতে পারতাম। কিন্তু আমার প্ল্যান ছিলো সেদিন আসর নামাজের পরপরই আকীকা দিয়ে দেওয়ার। তাই ছাগল খাসি কিনতে ততোটা সময় নেইনি আমি। আকীকা দেওয়ার খাসি ছাগল কেনার পর সত্যিই খুব ভালো লেগেছিল।


20250423_135302.jpg


যাইহোক ৫টা খাসি ছাগল কেনার পর, বড় সাইজের একটি অটো ভাড়া করলাম ৮০০ টাকা দিয়ে। বিকেল ৪টার দিকে বাসায় পৌঁছে গিয়েছিলাম। তারপর হুজুরকে ফোন দিয়ে বললাম আসর নামাজের পরপরই আকীকা দেওয়ার জন্য আমার বাসায় আসতে। তারপর ২জন কসাইকে ফোন দিয়েছিলাম খাসি ছাগলের মাংস বানানোর জন্য। তো আসর নামাজ মসজিদে আদায় করে, হুজুরকে নিয়ে বাসায় এসেছিলাম এবং সাথে সাথে আকীকা দিয়ে দিয়েছিলাম। আকীকা দিয়ে আমার যমজ দুই ছেলের নাম রেখেছি মুসাওয়াদ আহমেদ ওয়াফি এবং সুয়াদ আহমেদ সাকাফ। আপনারা সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যাইহোক আকীকা দেওয়ার খাসি ছাগল কেনার অভিজ্ঞতা ও অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৯.৪.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250429_172825784.jpg

https://x.com/mohin3242127/status/1917178225282961731?t=r6WzushipayUXtGrRKyR3Q&s=19

 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

দুই বাবুর আকীকার জন্য ছাগল কিনেছেন জেনে ভালো লাগলো। অনেক ঘুরে ঘুরে সবকিছু ঠিকঠাক করেছেন আর আকীকার জন্য ছাগল কিনেছেন জেনে ভালো লাগলো। বাবুদের জন্য শুভকামনা ও দোয়া রইলো।

 2 months ago 

জ্বি আপু ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ভাই আপনার আকীকার খাসি ছাগল কেনার অভিজ্ঞতা এবং অনুভূতি পড়ে খুবই খুশি হয়েছি। আপনার দুই ছেলে চারটি দিলেও হতোা কিন্তু আপনি কিনলেন পাঁচটি। তাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ।

 2 months ago 

১টা ছাগল কেটে পুরোটাই এতিমখানায় দিয়েছি ভাই। তাই ৫ টা কিনেছি। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অসুখ বিসুখ হওয়ার জন্য না ভাই সন্তানদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এরকম শুভ কাজগুলো করে ফেলাই উত্তম। ৫ টা খাসি এবং হাটের খরচ সহ 43 হাজার প্লাস টাকা লেগেছিল এটা বেশ বড় অ্যামাউন্ট এর। যাই হোক দোয়া করছি আপনার সন্তানদের জীবন সুখের শান্তিতে এই সুস্থতায় বেড়ে উঠুক।

 2 months ago 

হ্যাঁ ভাই চেয়েছিলাম ১৪ দিনের মাথায় আকীকা দিবো। কিন্তু হুজুর বললো তাড়াতাড়ি দিয়ে দেওয়া ভালো। তাহলে জানের সদকা দেওয়া হয়ে যাবে। তাই ১০ দিনের মাথায় আকীকা দিয়েছি আলহামদুলিল্লাহ।