লাইফস্টাইল-আপেল গাছে চারা রোপনের সুন্দর কিছু মুহূর্ত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
আপেল গাছে চারা রোপনের সুন্দর কিছু মুহূর্ত:

Location
আপনারা হয়তো অনেকেই জানেন গাছ রোপন করতে আমার খুবই ভালো লাগে। আমার শখের একটি বাগান আছে। বিভিন্ন রকমের গাছে ভরা আমার বাগান। দেখলেই অনেক শান্তি লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। কয়েকদিন আগে ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম। দেখার পর থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম আপেল গাছে চারা রোপণ করবো। সেই ভাবনা থেকেই কিছুদিন আগে টিস্যু দিয়ে পেঁচিয়ে কিছু আপেলের বীজ কৌটার মধ্যে রেখেছিলাম।

Location

Location
আমি ফ্রিজে কোটাটি রেখেছিলাম। এরপর একদিন বের করে দেখি বেশ কিছু চারা গজিয়েছে। দেখে তো আমার বেশ ভালো লেগেছে। এবার আপেল বীজ রোপন করার জন্য মাটি এবং জৈব সার রেডি করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আপেল বীজগুলো থেকে যখন চারা গজিয়েছে তখন আমার খুবই ভালো লেগেছে। আর ভাবলাম এবার দেখি ভিন্নভাবে রোপন করা যায় কিনা। সেই চিন্তা থেকে সুন্দর কিছু প্লাস্টিকের মগ নিয়েছিলাম চারাগুলো রোপনের জন্য।

Location

Location
প্রথমে তো মাটিগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। আর প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছিলাম। যখন সবকিছুই প্রস্তুত হয়ে গেছে তখন টবগুলো প্রস্তুত করেছিলাম। তবে নিচের অংশে সুন্দর করে ছিদ্র করে দিয়েছিলাম। যাতে করে পানি বের হয়ে যেতে পারে। আর কয়েক টুকরো ইট দিয়েছিলাম যাতে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে না যায়। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তাই সব সময় এগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে।

Location
আমিতো অনেক সময় নিয়ে কাজগুলো করেছিলাম। আসলে ভালো লাগার কাজগুলো সময় নিয়ে করতে অনেক বেশি ভালো লাগে। জানিনা গাছগুলোকে বাঁচাতে পারবো কিনা। কিংবা বড় করতে পারবো কিনা। তবে চেষ্টা করতে তো আর দোষ নেই। মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আর সেগুলো যখন সফল হয় তখন অনেক বেশি ভালো লাগে। আমিও ইউটিউবে দেখা পদ্ধতি অনুযায়ী গাছগুলো রোপন করেছিলাম।

Location
আমরা ইউটিউবে অনেক কিছুই দেখি। অনেক সময় সেগুলো বিশ্বাস হয় আবার অনেক সময় বিশ্বাস হয় না। তবে আপেলের বীজগুলো থেকে যখন চারা গজিয়েছে তখন থেকেই আমি সেই প্রসেস গুলো ফলো করে বাকি কাজগুলো করার চেষ্টা করেছি। জানিনা এই আপেল গাছগুলো বড় হবে কিনা। তবে ছোট ছোট চারাগুলো দেখেই আমার ভালো লেগেছে। দোয়া করবেন গাছগুলো যেন বেড়ে উঠতে পারে।
আপেল গাছে চারা রোপনের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1957038448369717541?t=hR1hQajzB9iSqs_2A1ASuA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন কিছু করতে আসলে বেশ ভালো লাগে। আর যদি গাছের বিষ্হয়য় তখনতো আরও বেশি ভালো লাগে। দেখেন চেস্টা করে যদি হয় তবেত বেশ আনন্দের বিষয় হবে। যদি গাছ হয় তবে আরও একটি ব্লগ শেয়ার করবেন আপু।