রাতে বাইক নিয়ে এলোমেলো ঘুরাঘুরি।
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি আজ চলে এসেছি নতুন আর একটা পোস্ট নিয়ে। যেখানে এলোমেলো ঘোরাঘুরি এবং সাথে আমার কিছু ফটোগ্রাফি। যে ফটোগ্রাফি গুলো দেখে আমি আমার কিছু নীরব রাতে ঘোরাঘুরি করার অনুভূতি শেয়ার করেছি। নিস্তব্ধ রাত চারিদিকে নিরিবিলি পরিবেশ। হাজার ব্যস্ততার মাঝেও মনকে শান্তি দেয়ার মত একমাত্র ব্যবস্থা হল নিরব রাত নিস্তব্ধ পরিবেশে নিজের মতো করে ঘোরাঘুরি করা।
দিনের ব্যস্ততা কাজের চাপ মানুষের কোলাহল থেকে রাতের নীরবতার সাথে নিজের একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। চারপাশে যখন অন্ধকার ছড়িয়ে পড়ে তখন রাস্তার লাইটগুলো যেন একেকটা গল্প বলে। এই ছবিগুলো সেই রাতের গল্পই মনে করিয়ে দেয় যেখানে আলো মিশে গেছে গ্রামের নিস্তব্ধতায় আর গতি মিশে গেছে শান্তির ছোঁয়ায়।একটা ট্রেন ছুটে যাচ্ছে পাশে কয়েকজন দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে কেউ শুধু দেখতে এসেছে। এই দৃশ্যের মধ্যে একটা চলমান জীবনের ছাপ আছে। ট্রেনের আলো ছায়া বাতাসে উড়ে আসা শব্দ আর চারপাশের মানুষের নিঃশব্দ উপস্থিতি সব মিলিয়ে রাতটাকে যেন এক সিনেমার দৃশ্যে পরিণত করে।
চাঁদের আলোয় আলোকিত আকাশটা ছিল অন্যরকম সুন্দর। ডাবগাছের পাশে উঠে থাকা চাঁদ যেন পুরো পরিবেশটাকে মায়াময় করে তুলেছিল। সেই আলোয় বাইকের হেডলাইট নিভিয়ে কয়েক মিনিট থেমে থাকা শুধু চাঁদের আলোয় রাস্তা দেখা এক অদ্ভুত শান্তি দেয়। মনে হয় পৃথিবী থেমে গেছে শুধু হাওয়া আর রাতের শব্দ আছে। নদীর পাড়ের ছবিটা আবার অন্য অনুভূতি দেয়। সেখানে দেখা যায় সন্ধ্যার আলো ফুরিয়ে আসছে আকাশে নরম রঙের ছোঁয়া। নদীর পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে হয়তো গল্প করছে। এই সময়টায় বাইক থামিয়ে নদীর ধারে বসে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। বাতাসে আর্দ্রতার গন্ধ দূরে ব্যাঙের ডাক আর আকাশের রঙ সব মিলিয়ে মনে হয় জীবনটা কত শান্ত কত সরল। আরেকটা ছবিতে দেখা যায় একটা নির্জন পথ রাস্তার পাশে ঘাস কিছু বাইক আর লাইটপোস্টের আলো। এই দৃশ্যটা যেন বলে দেয় রাত কখনো একা নয়। বাইকের হেডলাইট যখন সামনে ফেলে তখন সেই আলোয় নিজের ছায়াটাও সঙ্গী হয়ে যায়। কখনো গ্রামের ফাঁকা রাস্তা কখনো ট্রেন লাইনের ধারে স্টেশন প্রতিটা জায়গা তখন একেকটা কবিতা হয়ে ওঠে। সবশেষ ছবিটা যেন রাতের শেষ প্রহরের। দোকানগুলো বন্ধ রাস্তায় মানুষ নেই শুধু আলোয় দাঁড়িয়ে থাকা একটা বাইক। হয়তো ঘুরাঘুরি শেষে একটা ছোট্ট বিরতি হয়তো চায়ের দোকানের সামনে শেষ কাপ চা। এই নিরবতা এই শান্ত রাস্তা সবই বলে দেয় রাতটা কত সুন্দরভাবে কেটেছে।
রাতে বাইক নিয়ে এলোমেলো ঘুরে বেড়ানো মানে শুধু জায়গা দেখা নয় এটা নিজের সাথে সময় কাটানো নিজের ভাবনার সাথে কথা বলা। চারপাশে আলো আঁধারির খেলা দূরের গাছের ছায়া কিংবা আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো সবকিছু যেন এক মায়াবী অনুভূতির জন্ম দেয়। এই ছবিগুলোর প্রতিটা ফ্রেমে যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি। যেখানে গন্তব্য নেই কিন্তু প্রতিটা পথই অন্যরকম অনুভূতি। রাতের এই বাইক ভ্রমণগুলোই হয়তো মনে করিয়ে দেয় স্বাধীনতা মানে কখনো কখনো শুধু হাওয়ার সাথে ছুটে চলা। এটাই ছিল আমার আজকের গল্প। নির্বাহী নিস্তব্ধ রাত সাথে পূর্ণিমা চাঁদের আলতো ছোঁয়া আমার খুবিই পছন্দের। আশা করি আমার এই গল্পটি এবং আমার এই অনুভূতিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোন পোস্টে অন্য কোন গল্প। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

রাতের বেলা ঘুরাঘুরি করতে সত্যিই খুব ভালো লাগে। বাহিরের দেশের বেশিরভাগ মানুষজন রাতেই ঘুরাঘুরি করে থাকে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে, রাতের বেলা বাইক নিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।